ক্রীড়া ডেস্ক
জয় কাকে বলে, সেটা ভুলতেই বসেছিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ, কারাবাও কাপ, চ্যাম্পিয়নস লিগ—কোথাও তারা জিততে পারছিল না। হার ও ড্রয়ের বৃত্তে ঘুরপাক খেতে থাকা সিটি অবশেষে গত রাতে পেল অধরা জয়। জয়টা যে কতটুকু স্বস্তির, সেটা আর্লিং হালান্ড-পেপ গার্দিওলাদের প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে।
ইতিহাদে গত রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে নটিংহাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তাতে সাত ম্যাচ পর জয়ের দেখা পেল সিটি। এমন জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাচের দুটি ছবি পোস্ট করেছেন হালান্ড। একটি ছবিতে দেখা যাচ্ছে, হালান্ডকে টেনে ধরছেন ফরেস্টের দুই ফুটবলার। অন্য ছবিতে ছিল সিটির খেলোয়াড়দের উদ্যাপন। হালান্ড ক্যাপশন দিয়েছেন, ‘কঠিন এক সময় পার করার পর দারুণ এক জয়। সেগুলো পেছনে ফেলে সামনের দিকে তাকাতে হবে।’
নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যান সিটির তিন ফুটবলার গোল করেছেন। আট মিনিটে বার্নার্দো সিলভা ম্যাচে গোলমুখ খোলেন। ৩১ ও ৫৭ মিনিটে সিটির অপর ২ গোল করেন কেভিন ডি ব্রুইনা ও জেরেমি ডোকু। তবে গত কয়েক ম্যাচে দেখা গেছে, এমন অবস্থায় থেকেও সিটি জিততে পারেনি। এ কারণে শেষ মুহূর্ত পর্যন্ত দুশ্চিন্তা কাজ করছিল বলে জানিয়েছেন ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা। ম্যাচ শেষে সিটি কোচ বলেন, ‘ক্লাব, খেলোয়াড় সবারই এটা ধরে রাখতে হবে। গত কদিন ধরে যা হচ্ছিল, তাতে শেষ বাঁশি না বাজা পর্যন্ত আমরা আসলেই চিন্তামুক্ত হতে পারছিলাম না।’
এ বছরের ২৬ অক্টোবর প্রিমিয়ার লিগে সাউদাম্পটনকে ১-০ গোলে হারিয়েছিল ম্যান সিটি। এরপর সব ধরনের প্রতিযোগিতা মিলে সিটি হারে ৬ ম্যাচ এবং ড্র করে ১ ম্যাচ। ইতিহাদে গত রাতে ফরেস্টের বিপক্ষে স্বস্তির জয়ের পর গার্দিওলা বলেন, ‘আমাদের এটা দরকার ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে না জেতার অভ্যাসটা ভাঙার খুব দরকার ছিল। শেষ পর্যন্ত আমরা জিতেছি। তবে আমাদের এটা ধরে রাখতে হবে।’
নটিংহাম ফরেস্টকে হারিয়ে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এখন চারে অবস্থান করছে। ১৪ ম্যাচে ৮ জয়, ২ ড্র ও ৪ পরাজয়ে সিটির পয়েন্ট এখন ২৬। সবার ওপরে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৫। দুই ও তিন নম্বরে থাকা চেলসি, আর্সেনাল দুই দলেরই সমান ২৮ পয়েন্ট। প্রিমিয়ার লিগের প্রথম চার দলের সবাই ১৪টি করে ম্যাচ খেলেছে।
জয় কাকে বলে, সেটা ভুলতেই বসেছিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ, কারাবাও কাপ, চ্যাম্পিয়নস লিগ—কোথাও তারা জিততে পারছিল না। হার ও ড্রয়ের বৃত্তে ঘুরপাক খেতে থাকা সিটি অবশেষে গত রাতে পেল অধরা জয়। জয়টা যে কতটুকু স্বস্তির, সেটা আর্লিং হালান্ড-পেপ গার্দিওলাদের প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে।
ইতিহাদে গত রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে নটিংহাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তাতে সাত ম্যাচ পর জয়ের দেখা পেল সিটি। এমন জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাচের দুটি ছবি পোস্ট করেছেন হালান্ড। একটি ছবিতে দেখা যাচ্ছে, হালান্ডকে টেনে ধরছেন ফরেস্টের দুই ফুটবলার। অন্য ছবিতে ছিল সিটির খেলোয়াড়দের উদ্যাপন। হালান্ড ক্যাপশন দিয়েছেন, ‘কঠিন এক সময় পার করার পর দারুণ এক জয়। সেগুলো পেছনে ফেলে সামনের দিকে তাকাতে হবে।’
নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যান সিটির তিন ফুটবলার গোল করেছেন। আট মিনিটে বার্নার্দো সিলভা ম্যাচে গোলমুখ খোলেন। ৩১ ও ৫৭ মিনিটে সিটির অপর ২ গোল করেন কেভিন ডি ব্রুইনা ও জেরেমি ডোকু। তবে গত কয়েক ম্যাচে দেখা গেছে, এমন অবস্থায় থেকেও সিটি জিততে পারেনি। এ কারণে শেষ মুহূর্ত পর্যন্ত দুশ্চিন্তা কাজ করছিল বলে জানিয়েছেন ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা। ম্যাচ শেষে সিটি কোচ বলেন, ‘ক্লাব, খেলোয়াড় সবারই এটা ধরে রাখতে হবে। গত কদিন ধরে যা হচ্ছিল, তাতে শেষ বাঁশি না বাজা পর্যন্ত আমরা আসলেই চিন্তামুক্ত হতে পারছিলাম না।’
এ বছরের ২৬ অক্টোবর প্রিমিয়ার লিগে সাউদাম্পটনকে ১-০ গোলে হারিয়েছিল ম্যান সিটি। এরপর সব ধরনের প্রতিযোগিতা মিলে সিটি হারে ৬ ম্যাচ এবং ড্র করে ১ ম্যাচ। ইতিহাদে গত রাতে ফরেস্টের বিপক্ষে স্বস্তির জয়ের পর গার্দিওলা বলেন, ‘আমাদের এটা দরকার ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে না জেতার অভ্যাসটা ভাঙার খুব দরকার ছিল। শেষ পর্যন্ত আমরা জিতেছি। তবে আমাদের এটা ধরে রাখতে হবে।’
নটিংহাম ফরেস্টকে হারিয়ে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এখন চারে অবস্থান করছে। ১৪ ম্যাচে ৮ জয়, ২ ড্র ও ৪ পরাজয়ে সিটির পয়েন্ট এখন ২৬। সবার ওপরে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৫। দুই ও তিন নম্বরে থাকা চেলসি, আর্সেনাল দুই দলেরই সমান ২৮ পয়েন্ট। প্রিমিয়ার লিগের প্রথম চার দলের সবাই ১৪টি করে ম্যাচ খেলেছে।
বার্সেলোনা-বেনফিকা ম্যাচে হয়েছে গোলের বন্যা। মাঠের ফুটবল হোক বা অন্য কিছু—সব জায়গায় লড়াইটা হয়েছে সমানে সমানে। ৯ গোলের রোমাঞ্চকর এই ম্যাচের পর ক্ষোভ ঝেরেছেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া।
১০ মিনিট আগেঢাকা-সিলেটের পর রান উৎসব চলছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও। চট্টগ্রামের উইকেট নিয়ে নেতিবাচক আলোচনা খুব একটা হয় না; বরং প্রশংসিতই হয় বেশি। তবে এবার দলগুলোর কাঠগড়ায় জহুর আহমেদের আউটফিল্ড।
১ ঘণ্টা আগেসেন্ট কিটসে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিধ্বস্ত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে বাংলাদেশ নিল প্রতিশোধ। তাতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা এখনো টিকে রয়েছে।
১ ঘণ্টা আগেআগামী ৬ থেকে ১২ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে এশিয়ান অ্যামপিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপ। সেভেন এ সাইড টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, নেপাল।
১৪ ঘণ্টা আগে