
লুসিয়ানো স্পালেত্তির অধীনে ২০২২-২৩ মৌসুমের সিরি-‘আ’ জেতে নাপোলি। তাতে শেষ হয়েছে নেপলসদের ৩৩ বছরের স্কুদেত্তো জয়ের অপেক্ষা। তবে এবার চাকরি হারানোর শঙ্কায় আছেন তিনি।
ইতালির করিরি ডেলা স্পোর্ট জানিয়েছে, নাপোলির মালিক অরিলিও দে লরেন্তিসের সঙ্গে স্পালেত্তির সম্পর্কে ভাঙন ধরেছে। তাতে স্পালেত্তির কোচের চাকরি সুতোয় ঝুলছে। নাপোলির সঙ্গে স্পালেত্তির চুক্তি অবশ্য এক বছর রয়েছে। তবে ক্লাবটির কোচের চাকরির ভবিষ্যৎ নিয়ে স্পালেত্তি বা দে লরেন্তিস কেউই কোনো আলাপ-আলোচনা করেননি।
সভাপতি ও কোচের মধ্যে ফাটল আকস্মিক নয় এবং এটি একটি স্ক্রিপ্টের বিট, যা নাপোলিতে নিজেকে পুনরাবৃত্তি করে।
স্পালেত্তি চলে গেলে বিকল্প আছেন অনেকেই। ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম লা গ্যাজেত্তা দেলো স্পোর্ট জানিয়েছে, রাফায়েল বেনিতেজ দ্বিতীয় দফায় নাপোলির কোচ হতে পারেন। এর আগে ২০১৩-২০১৫ পর্যন্ত নেপলসদের কোচিং করিয়েছেন বেনিতেজ। বেনিতেজ গত দুই বছর কোনো ক্লাবের দায়িত্বেই নেই। ইতালির আরেক ক্রীড়া সংবাদমাধ্যম টুটোস্পোর্টের মতে, নাপোলির কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন আন্তোনিও কন্তে। কন্তের সঙ্গে কয়েক মাস আগে টটেনহামের সম্পর্ক শেষ হয়েছে। তিনিও এখন কোনো ক্লাবের দায়িত্বে নেই। আতালান্তার জিয়ান পিয়েরো গ্যাস্পারিনি এবং ফিওরেন্তিনার ভিনচেঞ্জো ইতালিয়ানো-তাঁরাও আছেন কোচ হওয়ার দৌড়ে। ফিওরেন্তিনা এবার ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে উঠেছে।
কোচ এবং ক্লাব সভাপতির মধ্যে দ্বন্দ্ব নাপোলিতে নতুন কিছু নয়। এদোয়ার্দো রেজা থেকে শুরু করে ওয়াল্টার মাজারি, মরিজিও সারি, কার্লো আনচেলত্তি, জেনারো গাত্তুসো, স্পালেত্তি-সবার সঙ্গেই এমনটা হয়েছে। এবারের ব্যাপারটা কিছুটা জটিল। ২০০৫ থেকে শুরু করে এখন পর্যন্ত ৮ কোচ নাপোলিকে কোচিং করাচ্ছেন। স্পালেত্তির কোচের চাকরি শুরু হয়েছে ২০২১-এর মে থেকে।

লুসিয়ানো স্পালেত্তির অধীনে ২০২২-২৩ মৌসুমের সিরি-‘আ’ জেতে নাপোলি। তাতে শেষ হয়েছে নেপলসদের ৩৩ বছরের স্কুদেত্তো জয়ের অপেক্ষা। তবে এবার চাকরি হারানোর শঙ্কায় আছেন তিনি।
ইতালির করিরি ডেলা স্পোর্ট জানিয়েছে, নাপোলির মালিক অরিলিও দে লরেন্তিসের সঙ্গে স্পালেত্তির সম্পর্কে ভাঙন ধরেছে। তাতে স্পালেত্তির কোচের চাকরি সুতোয় ঝুলছে। নাপোলির সঙ্গে স্পালেত্তির চুক্তি অবশ্য এক বছর রয়েছে। তবে ক্লাবটির কোচের চাকরির ভবিষ্যৎ নিয়ে স্পালেত্তি বা দে লরেন্তিস কেউই কোনো আলাপ-আলোচনা করেননি।
সভাপতি ও কোচের মধ্যে ফাটল আকস্মিক নয় এবং এটি একটি স্ক্রিপ্টের বিট, যা নাপোলিতে নিজেকে পুনরাবৃত্তি করে।
স্পালেত্তি চলে গেলে বিকল্প আছেন অনেকেই। ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম লা গ্যাজেত্তা দেলো স্পোর্ট জানিয়েছে, রাফায়েল বেনিতেজ দ্বিতীয় দফায় নাপোলির কোচ হতে পারেন। এর আগে ২০১৩-২০১৫ পর্যন্ত নেপলসদের কোচিং করিয়েছেন বেনিতেজ। বেনিতেজ গত দুই বছর কোনো ক্লাবের দায়িত্বেই নেই। ইতালির আরেক ক্রীড়া সংবাদমাধ্যম টুটোস্পোর্টের মতে, নাপোলির কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন আন্তোনিও কন্তে। কন্তের সঙ্গে কয়েক মাস আগে টটেনহামের সম্পর্ক শেষ হয়েছে। তিনিও এখন কোনো ক্লাবের দায়িত্বে নেই। আতালান্তার জিয়ান পিয়েরো গ্যাস্পারিনি এবং ফিওরেন্তিনার ভিনচেঞ্জো ইতালিয়ানো-তাঁরাও আছেন কোচ হওয়ার দৌড়ে। ফিওরেন্তিনা এবার ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে উঠেছে।
কোচ এবং ক্লাব সভাপতির মধ্যে দ্বন্দ্ব নাপোলিতে নতুন কিছু নয়। এদোয়ার্দো রেজা থেকে শুরু করে ওয়াল্টার মাজারি, মরিজিও সারি, কার্লো আনচেলত্তি, জেনারো গাত্তুসো, স্পালেত্তি-সবার সঙ্গেই এমনটা হয়েছে। এবারের ব্যাপারটা কিছুটা জটিল। ২০০৫ থেকে শুরু করে এখন পর্যন্ত ৮ কোচ নাপোলিকে কোচিং করাচ্ছেন। স্পালেত্তির কোচের চাকরি শুরু হয়েছে ২০২১-এর মে থেকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। নিরাপত্তাইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে, সেই সিদ্ধান্তে এখনো অনড়। এবার ব্যাপারটি নিয়ে কথা বলতে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল আসতে পারে বলে শোনা যাচ্ছে।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ছন্দে আছেন শরীফুল ইসলাম। আজ দেশের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টে নিজের সেরা বোলিং করলেন এই বাঁ হাতি পেসার। ঢাকা পর্বের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে বল হাতে পুরো আলোটাই নিজের দিকে টেনে নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। দরজায় যখন কড়া নাড়ছে আইসিসি ইভেন্ট, তখনই বড় ধাক্কা খেল আফগানরা। বিশ্বকাপই শেষ হয়ে গেল নাভিন উল হকের।
২ ঘণ্টা আগে
শেষভাগে এসে পড়েছে ২০২৬ বিপিএল। লিগ পর্ব, প্লে-অফ পর্ব হিসাব করলে টুর্নামেন্টের বাকি ১০ ম্যাচ। ঠিক এই সময়েই অধিনায়ক পরিবর্তন করল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের পরিবর্তে এখন রংপুরকে নেতৃত্ব দেবেন লিটন।
৩ ঘণ্টা আগে