Ajker Patrika

রাতারাতি খারাপ কোচ হয়ে যাননি ক্লপ

রাতারাতি খারাপ কোচ হয়ে যাননি ক্লপ

চলতি মৌসুমে সময় তেমন একটা ভালো যাচ্ছে না লিভারপুলের। কোনো ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছে না অলরেডরা। যে কারণে কোচ ইয়ুর্গেন ক্লপকে প্রায়ই সমালোচনা সহ্য করতে হয়। তবে ক্লপ এই ব্যাপারটা নিয়ে তেমন একটা ভাবছেন না। 

ফামার স্টেডিয়ামে আজ এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ ব্রাইটন। অলরেডদের জন্য ম্যাচটা এক অর্থে প্রতিশোধেরই। এই ফামারেই কয়েকদিন আগে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ক্লপের দল। ‘প্রতিশোধের’ এই ম্যাচকে সামনে রেখে গতকাল ক্লপ বলেন, ‘আমি রাতারাতি খারাপ কোচ হয়ে যাইনি। মানুষ যেমনটা বলে, আমি ততটা ভালো ছিলাম না। আবার কিছু মানুষের মতে, আমি অতটাও খারাপ না। 

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তেমন একটা ভালো অবস্থানে নেই লিভারপুল। ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে অলরেডরা। চার নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩৯। পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়াটা একটু কঠিন ঠিকই। তারপরও লড়ে যেতে চান ক্লপ। লিভারপুল কোচ বলেন, ‘এই মৌসুম কঠিন হবে সেটা বুঝতে পেরেছিলাম। তবে কম চোট জর্জরিত দল নিয়ে আমাদের আরও ভালো করা উচিত ছিল। আমরা এখনো অত ভালো মৌসুম কাটাইনি। কিন্তু চ্যাম্পিয়নস লিগের জন্য লড়াই করতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত