Ajker Patrika

আফ্রিকার যে দেশে পেলের নামে স্টেডিয়াম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১১: ৫৫
আফ্রিকার যে দেশে পেলের নামে স্টেডিয়াম

কেপভার্দের পর এবার আফ্রিকার আরেক দেশে পেলের নামে স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। গিনি বিসাউয়ের একটি স্টেডিয়ামের নাম রাখা হয়েছে ‘কিং পেলে’ স্টেডিয়াম।

গিনি বিসাউয়ের শহর বাফাটার একটি স্টেডিয়ামের নাম বদলে রেখেছে ‘কিং পেলে’ স্টেডিয়াম। বাফাটা দেশটির রাজধানী থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। আর এই স্টেডিয়ামের আসনসংখ্যা ১৫ হাজার। পেলের নামে স্টেডিয়ামের নামকরণের ব্যাখ্যায় গিনি বিসাউয়ের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, জনমানুষের কাছে ‘ফুটবলের রাজা’ হিসেবে তাঁর যে খ্যাতি, তাকে শ্রদ্ধা জানাতেই দেশটির মন্ত্রিপরিষদ বাফাটার আঞ্চলিক এই স্টেডিয়ামের নাম ‘কিং পেলে’ করার সিদ্ধান্ত নিয়েছে।

মরণব্যধি ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে গত বছরের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন পেলে। গত সপ্তাহের সোম ও মঙ্গলবার হয়েছিল ব্রাজিলিয়ান কিংবদন্তির শেষকৃত্য অনুষ্ঠান। শেষকৃত্য অনুষ্ঠানে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রতিটি দেশে পেলের নামে স্টেডিয়াম তৈরির আহ্বান জানিয়েছিলেন। তারই প্রতিফলন হিসেবে কেপভার্দে ও গিনি বিসাউয়ে পেলের নামে স্টেডিয়াম করা হয়েছে।

আন্তর্জাতিক ফুটবলে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল করেছিলেন এবং ৩২ গোলে অ্যাসিস্ট করেছিলেন। নেইমারের সঙ্গে ব্রাজিলের জার্সিতে যৌথ সর্বোচ্চ গোলদাতা পেলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন পেলে। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত