
‘তীরে এসে তরী ডোবা’ বোধ হয় একে বলে। মৌসুমের শেষ দিকে এসে লিভারপুল ও আর্সেনাল হেরে যেন ম্যানচেস্টার সিটির হাতে এক প্রকার শিরোপাই তুলে দিল। প্রিমিয়ার লিগ জয়ের পথে ত্রিমুখী যে লড়াই, সেখানে এগিয়ে গেল সিটিজেনরা।
শেষ আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে লিগে টেবিলে তিনে ছিল সিটি। কিন্তু ফেরার পর এখন পেপ গার্দিওলার শিষ্যরাই শীর্ষে। গত রাতে লিভারপুল ও আর্সেনাল হেরে না গেলে তিনেই থাকত সিটি। কিন্তু অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরেছে অলরেডরা। এর আগে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আটালান্টার বিপক্ষে নিজেদের মাঠে বিধ্বস্ত হয়েছিল লিভারপুল।
অ্যানফিল্ডে নিজের শেষ মৌসুমে আবারও কোয়াড্রপলের স্বপ্ন দেখেছিলেন ক্লপ। কিন্তু সেই স্বপ্ন এখন ভাঙার পথে তাঁর। লিগ তো হারানোর পথে, ফিরতি লেগে প্রত্যাবর্তনের গল্প লিখতে না পারলে বাদ পড়তে হবে ইউরোপা লিগ থেকেও। কয়েক দিন আগে লিগে শীর্ষে থাকা লিভারপুল এখন নেমে গেছে তিনে। ৩২ রাউন্ড শেষে তাদের পয়েন্ট ৭১।
সমান পয়েন্ট আর্সেনালেরও। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে গানাররা। গতরাতে নিজেদের মাঠ এমিরেটসে ২-০ গোলে অ্যাস্টন ভিলার কাছে না হারলে সিটিকে টপকে শীর্ষে ফিরত মিকেল আর্তেতার দল। গত মৌসুমেও শুরু থেকে শীর্ষে থাকলেও শেষ দিকে এসে একের পর পয়েন্ট বিসর্জন দিয়ে সিটির হাতে শিরোপা তুলে দেয় আর্সেনাল। এবারও শেষ দিকে এসে ভিলার কাছে হেরে হতাশ আর্তেতা। বিবিসি স্পোর্টকে আর্সেনাল কোচ বলেছেন, ‘এই ফলে আমরা নিঃসন্দেহে হতাশ।’ একই ভাগ্য বরণে ক্লপ স্কাই স্পোর্টসকে বলেন, ‘নিজেকে সত্যি সত্যিই জঞ্জাল মনে হচ্ছে।’
আগেরদিন লুটন টাউনকে ৫-১ গোলে লুট করে শীর্ষে উঠেছিল সিটি। গত মৌসুমেও শেষ দিকে মাত্র কয়েক দিন শীর্ষে উঠে টানা তৃতীয়বার লিগ জিতেছিল গার্দিওলার দল। এবারও হয়তো সেটিই হতে যাচ্ছে। লিগে তাদের বাকি ৬ ম্যাচের মধ্যে বড় প্রতিপক্ষ বলতে আছে টটেনহাম। আর্সেনালের সেখানে লড়তে হবে তিনটি বড় দলের বিপক্ষে। চেলসি, টটেনহাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। ম্যাচগুলোতে একটি পয়েন্ট হারানো মানেই শিরোপা স্বপ্ন বিসর্জন দেওয়া।
লিভারপুলকে এ মাসে খেলতে হবে এভারটনের বিপক্ষে মার্সিসাইড ডার্বি। এরপর টটেনহামের মাঠে যেতে হবে। মুখোমুখি হতে হবে এ মৌসুমে চমক দেখানো ভিলার বিপক্ষে। যে ভিলা গত রাতে আর্সেনালকে হারিয়ে শীর্ষে চারে থাকার দাবিটা আরও জোরালো করেছে।

‘তীরে এসে তরী ডোবা’ বোধ হয় একে বলে। মৌসুমের শেষ দিকে এসে লিভারপুল ও আর্সেনাল হেরে যেন ম্যানচেস্টার সিটির হাতে এক প্রকার শিরোপাই তুলে দিল। প্রিমিয়ার লিগ জয়ের পথে ত্রিমুখী যে লড়াই, সেখানে এগিয়ে গেল সিটিজেনরা।
শেষ আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে লিগে টেবিলে তিনে ছিল সিটি। কিন্তু ফেরার পর এখন পেপ গার্দিওলার শিষ্যরাই শীর্ষে। গত রাতে লিভারপুল ও আর্সেনাল হেরে না গেলে তিনেই থাকত সিটি। কিন্তু অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরেছে অলরেডরা। এর আগে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আটালান্টার বিপক্ষে নিজেদের মাঠে বিধ্বস্ত হয়েছিল লিভারপুল।
অ্যানফিল্ডে নিজের শেষ মৌসুমে আবারও কোয়াড্রপলের স্বপ্ন দেখেছিলেন ক্লপ। কিন্তু সেই স্বপ্ন এখন ভাঙার পথে তাঁর। লিগ তো হারানোর পথে, ফিরতি লেগে প্রত্যাবর্তনের গল্প লিখতে না পারলে বাদ পড়তে হবে ইউরোপা লিগ থেকেও। কয়েক দিন আগে লিগে শীর্ষে থাকা লিভারপুল এখন নেমে গেছে তিনে। ৩২ রাউন্ড শেষে তাদের পয়েন্ট ৭১।
সমান পয়েন্ট আর্সেনালেরও। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে গানাররা। গতরাতে নিজেদের মাঠ এমিরেটসে ২-০ গোলে অ্যাস্টন ভিলার কাছে না হারলে সিটিকে টপকে শীর্ষে ফিরত মিকেল আর্তেতার দল। গত মৌসুমেও শুরু থেকে শীর্ষে থাকলেও শেষ দিকে এসে একের পর পয়েন্ট বিসর্জন দিয়ে সিটির হাতে শিরোপা তুলে দেয় আর্সেনাল। এবারও শেষ দিকে এসে ভিলার কাছে হেরে হতাশ আর্তেতা। বিবিসি স্পোর্টকে আর্সেনাল কোচ বলেছেন, ‘এই ফলে আমরা নিঃসন্দেহে হতাশ।’ একই ভাগ্য বরণে ক্লপ স্কাই স্পোর্টসকে বলেন, ‘নিজেকে সত্যি সত্যিই জঞ্জাল মনে হচ্ছে।’
আগেরদিন লুটন টাউনকে ৫-১ গোলে লুট করে শীর্ষে উঠেছিল সিটি। গত মৌসুমেও শেষ দিকে মাত্র কয়েক দিন শীর্ষে উঠে টানা তৃতীয়বার লিগ জিতেছিল গার্দিওলার দল। এবারও হয়তো সেটিই হতে যাচ্ছে। লিগে তাদের বাকি ৬ ম্যাচের মধ্যে বড় প্রতিপক্ষ বলতে আছে টটেনহাম। আর্সেনালের সেখানে লড়তে হবে তিনটি বড় দলের বিপক্ষে। চেলসি, টটেনহাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। ম্যাচগুলোতে একটি পয়েন্ট হারানো মানেই শিরোপা স্বপ্ন বিসর্জন দেওয়া।
লিভারপুলকে এ মাসে খেলতে হবে এভারটনের বিপক্ষে মার্সিসাইড ডার্বি। এরপর টটেনহামের মাঠে যেতে হবে। মুখোমুখি হতে হবে এ মৌসুমে চমক দেখানো ভিলার বিপক্ষে। যে ভিলা গত রাতে আর্সেনালকে হারিয়ে শীর্ষে চারে থাকার দাবিটা আরও জোরালো করেছে।

কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
১৪ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রতীক্ষিত জয়ের স্বাদ পেল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আজ ভুটানকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখল সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড মঈন আহমেদ।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওপেনারদের নিয়ে চিন্তিত বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ফর্মে নেই তানজিদ হাসান তামিম, সাইফ হাসানরা। এই প্রসঙ্গে প্রশ্ন উঠতেই চটে যান হৃদয়। এই ব্যাটারের দাবি, ক্রিকেটারদের ওপরে তুলা এবং নিচে নামানোর কাজটা করেন সাংবাদিকরা। যেটা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
বিপিএলের চলতি পর্বে রংপুর রাইডার্সের হয়ে ওপেনিংয়ে নেমে ধারাবাহিকভাবে রান করছেন তাওহীদ হৃদয়। তবে টি–টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দিয়ে ওপেনিং করানোর পরিকল্পনা নেই বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের। সবকিছু ঠিক থাকলে মিডল অর্ডারেই নামতে হবে হৃদয়কে।
২ ঘণ্টা আগে