Ajker Patrika

১২ ফুটবলার নিয়ে বাটলারের জিম সেশন, বাকিদের খবর নেই

আজকের পত্রিকা ডেস্ক­
সাবিনা খাতুনদের জিম সেশন। ছবি: ফাইল ছবি
সাবিনা খাতুনদের জিম সেশন। ছবি: ফাইল ছবি

আগের দুই দিনের মতো আজও পিটার বাটলারের অধীনে জিম সেশনে যোগ দেননি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সিংহভাগ খেলোয়াড়। বৃহস্পতিবার ১২ জনকে নিয়ে জিম সেশন শেষ করেছেন এই ইংলিশ কোচ।

সূত্র জানিয়েছে, সাবিনাসহ দলের সিনিয়র ফুটবলাররা তাঁদের সিদ্ধান্তে অনড়। তারা কিছুতেই পিটারের অধীনে অনুশীলন করবে না। এমন উদ্ভট পরিস্থিতি নিয়ে পিটারও বেশ অস্বস্তিতে। আজ জিম সেশন শেষে বাফুফে ভবন ছাড়ার সময় গাড়িতে উঠে সংবাদমাধ্যমকে পিটার বলেন, ‘আজ জিম সেশন হয়েছে। ১২ জন খেলোয়াড় এসেছে। এটা ভালো দিক। সামনে অনুশীলনে কী হবে তা জানি না। আমার কোনো আইডিয়া নেই। আর আমি তো পেশাদার কোচ। কাজ করতে এসেছি। ওহ কাল তো জুম্মাবার (হেসে হেসে)। মসজিদে যেতে হবে।’

এর আগে গত বছর নেপালে সাফ চলাকালেও এমন গুঞ্জন রটেছিল। এরপর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেও কথা বলেন পিটার। একপর্যায়ে নারী দলের সঙ্গে আর কাজ করবেন না বলেও জানিয়েছিলেন। কিন্তু বাফুফে তাঁকে ছাড়তে চায়নি। শেষ পর্যন্ত দুই বছরের জন্য মেয়েদের কোচ হিসেবে বাটলারকে রেখে দেওয়া হয়। এদিকে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন আজ বিকেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে সবার কাছে তুলে ধরার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত