
আগের দুই দিনের মতো আজও পিটার বাটলারের অধীনে জিম সেশনে যোগ দেননি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সিংহভাগ খেলোয়াড়। বৃহস্পতিবার ১২ জনকে নিয়ে জিম সেশন শেষ করেছেন এই ইংলিশ কোচ।
সূত্র জানিয়েছে, সাবিনাসহ দলের সিনিয়র ফুটবলাররা তাঁদের সিদ্ধান্তে অনড়। তারা কিছুতেই পিটারের অধীনে অনুশীলন করবে না। এমন উদ্ভট পরিস্থিতি নিয়ে পিটারও বেশ অস্বস্তিতে। আজ জিম সেশন শেষে বাফুফে ভবন ছাড়ার সময় গাড়িতে উঠে সংবাদমাধ্যমকে পিটার বলেন, ‘আজ জিম সেশন হয়েছে। ১২ জন খেলোয়াড় এসেছে। এটা ভালো দিক। সামনে অনুশীলনে কী হবে তা জানি না। আমার কোনো আইডিয়া নেই। আর আমি তো পেশাদার কোচ। কাজ করতে এসেছি। ওহ কাল তো জুম্মাবার (হেসে হেসে)। মসজিদে যেতে হবে।’
এর আগে গত বছর নেপালে সাফ চলাকালেও এমন গুঞ্জন রটেছিল। এরপর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেও কথা বলেন পিটার। একপর্যায়ে নারী দলের সঙ্গে আর কাজ করবেন না বলেও জানিয়েছিলেন। কিন্তু বাফুফে তাঁকে ছাড়তে চায়নি। শেষ পর্যন্ত দুই বছরের জন্য মেয়েদের কোচ হিসেবে বাটলারকে রেখে দেওয়া হয়। এদিকে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন আজ বিকেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে সবার কাছে তুলে ধরার কথা রয়েছে।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে