
শৈশবের প্রেমিকা ভ্যালেন্তিনা সারভেন্তেসের সঙ্গে সম্পর্ক মেরামত করতে মরিয়া হয়ে উঠেছেন চেলসি তারকা এনজো ফার্নান্দেজ। কারণ হিসেবে একটি বিস্ময়কর তথ্য সামনে এসেছে। মঙ্গলবার ডেইলি মেইল জানিয়েছে, তাঁরই এক আর্জেন্টাইন সতীর্থ ভ্যালেন্তিনাকে প্রলুব্ধ করার চেষ্টা করছেন। আর এটি জেনে ভ্যালেন্তিনার প্রতি আবারও প্রেম অনুভব করছেন এনজো।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহেই এনজো এবং ভ্যালেন্তিনাকে লন্ডনে একসঙ্গে দেখা যাওয়ার গুঞ্জন উঠেছে। বলা হচ্ছে, তাঁরা চুমু খাওয়ার পাশাপাশি হাত ধরাধরি করেছেন। ২৪ বছর বয়সী ভ্যালেন্তিনা এখন লন্ডনে আছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে রোমের কলোসিয়ামের সামনে একটি হোটেল ব্যালকনিতে সকালের নাশতার ছবি পোস্ট করেছিলেন ভ্যালেন্তিনা। সেখানে দুটি কফির কাপ দেখে অনুসারীরা সন্দেহ করছেন, হয়তো এনজোই তাঁর সঙ্গেই ছিলেন!
এদিকে, আর্জেন্টাইন সাংবাদিক দানিয়েল ফাভা একটি জনপ্রিয় টিভি শোতে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, ‘এনজো ফার্নান্দেজ মরিয়া হয়ে ভ্যালেন্তিনাকে ফিরে পেতে চাইছেন। কারণ তিনি শুনেছেন, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলেরই এক সতীর্থ ভ্যালেন্তিনাকে ঘিরে আগ্রহ দেখাচ্ছেন!’
তবে ফাভা সেই ফুটবলারের নাম প্রকাশ করেননি। আরেকজন সাংবাদিক বলেন, ‘এনজো বুঝতে পেরেছেন, তার সাবেক প্রেমিকার প্রতি অন্য কেউ আগ্রহী। তাই তিনি ফিরে আসতে চাইছেন!’
গত অক্টোবরে ভ্যালেন্তিনা ইনস্টাগ্রামে ঘোষণা দেন—‘এনজোর সঙ্গে কিছু সময়ের জন্য দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা সব সময় পরিবারের মতো থাকব। কারণ আমাদের দুই সন্তান আছে, যাদের ভালোবাসার দরকার।’
ভ্যালেন্তিনা পরে একটি পত্রিকায় সাক্ষাৎকারে জানান, এনজো তাঁকে একদিন হঠাৎ জানিয়ে দেন যে, তিনি আর সম্পর্ক চালিয়ে যেতে চান না। এরপরও তাঁরা ১০ দিন একসঙ্গে থাকেন এবং একই ছাদের নিচে ঘুমান।
ভ্যালেন্তিনা বলেন, ‘আমি মনে করি, এটি এনজোর ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। সে ক্যারিয়ারে মনোযোগ দিতে চেয়েছে।’
সম্প্রতি এক আর্জেন্টাইন সাংবাদিক দাবি করেছেন, এনজো ও ভ্যালেন্তিনা লন্ডনের সেলফ্রিজ শপিং সেন্টারে একসঙ্গে কেনাকাটা করতে গিয়েছিলেন। একটি সূত্র বলছে—‘তারা হাতে হাত ধরে ছিলেন, চুম্বনও করেছেন। এনজোর বাবা ও ছোট সন্তানও সঙ্গে ছিল।’
এদিকে এনজোর ক্লাব চেলসির পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদ তাঁকে সাইন করানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এমনকি মিডফিল্ডার অরেলিয়েন তচুয়ামেনিকে তাঁর বদলে চেলসির সঙ্গে বদল করতে পারে স্প্যানিশ ক্লাবটি!
এখন দেখার বিষয়—এনজো কি প্রেম ফিরে পেতে পারবেন, নাকি ভ্যালেন্তিনা সত্যিই অন্য কাউকে পছন্দ করছেন?

শৈশবের প্রেমিকা ভ্যালেন্তিনা সারভেন্তেসের সঙ্গে সম্পর্ক মেরামত করতে মরিয়া হয়ে উঠেছেন চেলসি তারকা এনজো ফার্নান্দেজ। কারণ হিসেবে একটি বিস্ময়কর তথ্য সামনে এসেছে। মঙ্গলবার ডেইলি মেইল জানিয়েছে, তাঁরই এক আর্জেন্টাইন সতীর্থ ভ্যালেন্তিনাকে প্রলুব্ধ করার চেষ্টা করছেন। আর এটি জেনে ভ্যালেন্তিনার প্রতি আবারও প্রেম অনুভব করছেন এনজো।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহেই এনজো এবং ভ্যালেন্তিনাকে লন্ডনে একসঙ্গে দেখা যাওয়ার গুঞ্জন উঠেছে। বলা হচ্ছে, তাঁরা চুমু খাওয়ার পাশাপাশি হাত ধরাধরি করেছেন। ২৪ বছর বয়সী ভ্যালেন্তিনা এখন লন্ডনে আছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে রোমের কলোসিয়ামের সামনে একটি হোটেল ব্যালকনিতে সকালের নাশতার ছবি পোস্ট করেছিলেন ভ্যালেন্তিনা। সেখানে দুটি কফির কাপ দেখে অনুসারীরা সন্দেহ করছেন, হয়তো এনজোই তাঁর সঙ্গেই ছিলেন!
এদিকে, আর্জেন্টাইন সাংবাদিক দানিয়েল ফাভা একটি জনপ্রিয় টিভি শোতে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, ‘এনজো ফার্নান্দেজ মরিয়া হয়ে ভ্যালেন্তিনাকে ফিরে পেতে চাইছেন। কারণ তিনি শুনেছেন, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলেরই এক সতীর্থ ভ্যালেন্তিনাকে ঘিরে আগ্রহ দেখাচ্ছেন!’
তবে ফাভা সেই ফুটবলারের নাম প্রকাশ করেননি। আরেকজন সাংবাদিক বলেন, ‘এনজো বুঝতে পেরেছেন, তার সাবেক প্রেমিকার প্রতি অন্য কেউ আগ্রহী। তাই তিনি ফিরে আসতে চাইছেন!’
গত অক্টোবরে ভ্যালেন্তিনা ইনস্টাগ্রামে ঘোষণা দেন—‘এনজোর সঙ্গে কিছু সময়ের জন্য দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা সব সময় পরিবারের মতো থাকব। কারণ আমাদের দুই সন্তান আছে, যাদের ভালোবাসার দরকার।’
ভ্যালেন্তিনা পরে একটি পত্রিকায় সাক্ষাৎকারে জানান, এনজো তাঁকে একদিন হঠাৎ জানিয়ে দেন যে, তিনি আর সম্পর্ক চালিয়ে যেতে চান না। এরপরও তাঁরা ১০ দিন একসঙ্গে থাকেন এবং একই ছাদের নিচে ঘুমান।
ভ্যালেন্তিনা বলেন, ‘আমি মনে করি, এটি এনজোর ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। সে ক্যারিয়ারে মনোযোগ দিতে চেয়েছে।’
সম্প্রতি এক আর্জেন্টাইন সাংবাদিক দাবি করেছেন, এনজো ও ভ্যালেন্তিনা লন্ডনের সেলফ্রিজ শপিং সেন্টারে একসঙ্গে কেনাকাটা করতে গিয়েছিলেন। একটি সূত্র বলছে—‘তারা হাতে হাত ধরে ছিলেন, চুম্বনও করেছেন। এনজোর বাবা ও ছোট সন্তানও সঙ্গে ছিল।’
এদিকে এনজোর ক্লাব চেলসির পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদ তাঁকে সাইন করানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এমনকি মিডফিল্ডার অরেলিয়েন তচুয়ামেনিকে তাঁর বদলে চেলসির সঙ্গে বদল করতে পারে স্প্যানিশ ক্লাবটি!
এখন দেখার বিষয়—এনজো কি প্রেম ফিরে পেতে পারবেন, নাকি ভ্যালেন্তিনা সত্যিই অন্য কাউকে পছন্দ করছেন?

কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
১৪ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রতীক্ষিত জয়ের স্বাদ পেল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আজ ভুটানকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখল সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড মঈন আহমেদ।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওপেনারদের নিয়ে চিন্তিত বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ফর্মে নেই তানজিদ হাসান তামিম, সাইফ হাসানরা। এই প্রসঙ্গে প্রশ্ন উঠতেই চটে যান হৃদয়। এই ব্যাটারের দাবি, ক্রিকেটারদের ওপরে তুলা এবং নিচে নামানোর কাজটা করেন সাংবাদিকরা। যেটা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
বিপিএলের চলতি পর্বে রংপুর রাইডার্সের হয়ে ওপেনিংয়ে নেমে ধারাবাহিকভাবে রান করছেন তাওহীদ হৃদয়। তবে টি–টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দিয়ে ওপেনিং করানোর পরিকল্পনা নেই বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের। সবকিছু ঠিক থাকলে মিডল অর্ডারেই নামতে হবে হৃদয়কে।
২ ঘণ্টা আগে