ক্রীড়া ডেস্ক
মাঠ অথবা মাঠের বাইরে রেকর্ড গড়া যেন দারুণ এক অভ্যাস বানিয়ে ফেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সী রোনালদো পাল্লা দিয়ে গোল করছেন। তেমনি তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে কোটি কোটি টাকা। বছরে উপার্জন করা সর্বোচ্চ ক্রীড়াবিদের তালিকায় লিওনেল মেসিকে অনেক দূর পেছনে ফেলেছেন।
খেলাধুলার আর্থিক বিষয়ের সংবাদমাধ্যম ‘স্পোর্টিকো’ গতকাল একটি তালিকা প্রকাশ করেছে ২০২৪ সালের বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটের। গত বছর সর্বোচ্চ ২৬ কোটি ডলার আয় করেছেন রোনালদো। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩১৫০ কোটি ৭৭ লাখ টাকা। এই তালিকায় মেসি অবস্থান করছেন চার নম্বরে। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার ২০২৪ সালে আয় করেন ১৫ কোটি ৩৮ লাখ ডলার (১৬৩৫ কোটি ৯৭ লাখ টাকা)।
রোনালদোর গত বছরের ২৬ কোটি ডলারের মধ্যে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর থেকেই পারিশ্রমিক হিসেবে পেয়েছেন সাড়ে ২১ কোটি ডলার। বিভিন্ন পৃষ্ঠপোষক কোম্পানির চুক্তি থেকে আরও সাড়ে চার কোটি ডলার আয় করেছেন। তারকা এই ফুটবলারের এত জনপ্রিয়তা, তাঁর সঙ্গে অনেক কোম্পানিই চুক্তি করতে চাইবে। স্পোর্টিকোর তথ্য অনুযায়ী সর্বোচ্চ আয় করা পাঁচ ক্রীড়াবিদের মধ্যে ফুটবলার শুধু মেসি ও রোনালদো। সেরা পাঁচে থাকা বাকি তিন ক্রীড়াবিদের দুই জন বাস্কেটবল খেলোয়াড় ও একজন বক্সার।
২০২৪ সালে সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদের তালিকায় দুইয়ে বাস্কেটবল কিংবদন্তি স্টিভেন কারি। গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের এই তারকা গত বছর ১৫ কোটি ৩৮ লাখ ডলার আয় করেছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় সেটা হিসেব করলে ১৮৬৩ কোটি ৮০ লাখ টাকা। ১৪ কোটি ৭০ লাখ ডলার (১৭৮১ কোটি ৩৯ লাখ টাকা) আয় করে এই তালিকায় তিনে বক্সার টাইসন ফিউরি। পাঁচে থাকা আরেক বাস্কেটবল তারকা লেব্রন জেমস গত বছর আয় করেছেন ১৩ কোটি ৩২ লাখ ডলার।
২০২৪ সালে সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেটদের মধ্যে একমাত্র রোনালদোর আয়ই বছরে ২০ কোটি ডলার পেরিয়েছে। এছাড়া স্পোর্টিকোর তালিকায় শীর্ষ আট উপার্জনকারী ক্রীড়াবিদের মধ্যে শুধু নেইমারের বয়স ৩৫ বছরের কম। বাকি সাত ক্রীড়াবিদ ৩৫ পেরিয়েছেন। নেইমার কদিন আগে সান্তোসে ফিরে এসেছেন। তবে দীর্ঘ এক যুগ পর শৈশবের ক্লাবে ফেরার পর এখনো জয়ের দেখা পাননি। ক্যাম্পেওনাতো পাউলিস্তা টুর্নামেন্টে সান্তোস তিন ম্যাচ খেলে দুটি ড্র করেছে ও এক ম্যাচ হেরেছে। নেইমার এখনো পর্যন্ত কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি।

আড়াই বছরের চুক্তিতে ২০২৩ সালের জানুয়ারিতে রোনালদো এসেছেন আল নাসরে। সে অনুযায়ী ২০২৪-২৫ মৌসুম শেষ হতেই সৌদি ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি শেষ। তবে বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, পর্তুগিজ তারকা সৌদি ক্লাবটিতে আরও এক বছর থাকতে রাজি হয়েছেন। নতুন চুক্তিটি ২০২৬-এর জুন পর্যন্ত থাকবে। আল নাসরের এক কর্মকর্তা কদিন আগে এএফপিকে বলেছিলেন, ‘রোনালদোর চুক্তি বাড়ানোর ব্যাপারে দল রাজি হয়েছে। তবে চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি। কদিনের মধ্যেই বিস্তারিত জানা যাবে।’
তিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত পর্তুগিজ ফরোয়ার্ডের গোল ৯২৪। হাজারতম গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখনো ৭৬ গোল পেছনে তিনি। আল নাসরে দুই বছরে ৯০ ম্যাচে ৮২ গোল করেছেন। টানা ২৪ বছর প্রতিযোগিতামূলক ফুটবলে গোলের রেকর্ড রোনালদো সৌদি ক্লাবটির হয়ে করেছেন।
| পেশা | আয় | |
|---|---|---|
| ক্রিস্টিয়ানো রোনালদো | ফুটবলার | ৩১৫০ কোটি ৭৭ লাখ |
| স্টিফেন কারি | বাস্কেটবল | ১৮৬৩ কোটি ৮০ লাখ |
| টাইসন ফিউরি | বক্সার | ১৭৮১ কোটি ৩৯ লাখ |
| লিওনেল মেসি | ফুটবলার | ১৬৩৫ কোটি ৯৭ লাখ |
| লেবরন জেমস | বাস্কেটবল | ১৬১৪ কোটি ১৬ লাখ |
সূত্র: স্পোর্টিকো

মাঠ অথবা মাঠের বাইরে রেকর্ড গড়া যেন দারুণ এক অভ্যাস বানিয়ে ফেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সী রোনালদো পাল্লা দিয়ে গোল করছেন। তেমনি তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে কোটি কোটি টাকা। বছরে উপার্জন করা সর্বোচ্চ ক্রীড়াবিদের তালিকায় লিওনেল মেসিকে অনেক দূর পেছনে ফেলেছেন।
খেলাধুলার আর্থিক বিষয়ের সংবাদমাধ্যম ‘স্পোর্টিকো’ গতকাল একটি তালিকা প্রকাশ করেছে ২০২৪ সালের বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটের। গত বছর সর্বোচ্চ ২৬ কোটি ডলার আয় করেছেন রোনালদো। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩১৫০ কোটি ৭৭ লাখ টাকা। এই তালিকায় মেসি অবস্থান করছেন চার নম্বরে। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার ২০২৪ সালে আয় করেন ১৫ কোটি ৩৮ লাখ ডলার (১৬৩৫ কোটি ৯৭ লাখ টাকা)।
রোনালদোর গত বছরের ২৬ কোটি ডলারের মধ্যে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর থেকেই পারিশ্রমিক হিসেবে পেয়েছেন সাড়ে ২১ কোটি ডলার। বিভিন্ন পৃষ্ঠপোষক কোম্পানির চুক্তি থেকে আরও সাড়ে চার কোটি ডলার আয় করেছেন। তারকা এই ফুটবলারের এত জনপ্রিয়তা, তাঁর সঙ্গে অনেক কোম্পানিই চুক্তি করতে চাইবে। স্পোর্টিকোর তথ্য অনুযায়ী সর্বোচ্চ আয় করা পাঁচ ক্রীড়াবিদের মধ্যে ফুটবলার শুধু মেসি ও রোনালদো। সেরা পাঁচে থাকা বাকি তিন ক্রীড়াবিদের দুই জন বাস্কেটবল খেলোয়াড় ও একজন বক্সার।
২০২৪ সালে সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদের তালিকায় দুইয়ে বাস্কেটবল কিংবদন্তি স্টিভেন কারি। গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের এই তারকা গত বছর ১৫ কোটি ৩৮ লাখ ডলার আয় করেছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় সেটা হিসেব করলে ১৮৬৩ কোটি ৮০ লাখ টাকা। ১৪ কোটি ৭০ লাখ ডলার (১৭৮১ কোটি ৩৯ লাখ টাকা) আয় করে এই তালিকায় তিনে বক্সার টাইসন ফিউরি। পাঁচে থাকা আরেক বাস্কেটবল তারকা লেব্রন জেমস গত বছর আয় করেছেন ১৩ কোটি ৩২ লাখ ডলার।
২০২৪ সালে সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেটদের মধ্যে একমাত্র রোনালদোর আয়ই বছরে ২০ কোটি ডলার পেরিয়েছে। এছাড়া স্পোর্টিকোর তালিকায় শীর্ষ আট উপার্জনকারী ক্রীড়াবিদের মধ্যে শুধু নেইমারের বয়স ৩৫ বছরের কম। বাকি সাত ক্রীড়াবিদ ৩৫ পেরিয়েছেন। নেইমার কদিন আগে সান্তোসে ফিরে এসেছেন। তবে দীর্ঘ এক যুগ পর শৈশবের ক্লাবে ফেরার পর এখনো জয়ের দেখা পাননি। ক্যাম্পেওনাতো পাউলিস্তা টুর্নামেন্টে সান্তোস তিন ম্যাচ খেলে দুটি ড্র করেছে ও এক ম্যাচ হেরেছে। নেইমার এখনো পর্যন্ত কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি।

আড়াই বছরের চুক্তিতে ২০২৩ সালের জানুয়ারিতে রোনালদো এসেছেন আল নাসরে। সে অনুযায়ী ২০২৪-২৫ মৌসুম শেষ হতেই সৌদি ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি শেষ। তবে বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, পর্তুগিজ তারকা সৌদি ক্লাবটিতে আরও এক বছর থাকতে রাজি হয়েছেন। নতুন চুক্তিটি ২০২৬-এর জুন পর্যন্ত থাকবে। আল নাসরের এক কর্মকর্তা কদিন আগে এএফপিকে বলেছিলেন, ‘রোনালদোর চুক্তি বাড়ানোর ব্যাপারে দল রাজি হয়েছে। তবে চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি। কদিনের মধ্যেই বিস্তারিত জানা যাবে।’
তিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত পর্তুগিজ ফরোয়ার্ডের গোল ৯২৪। হাজারতম গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখনো ৭৬ গোল পেছনে তিনি। আল নাসরে দুই বছরে ৯০ ম্যাচে ৮২ গোল করেছেন। টানা ২৪ বছর প্রতিযোগিতামূলক ফুটবলে গোলের রেকর্ড রোনালদো সৌদি ক্লাবটির হয়ে করেছেন।
| পেশা | আয় | |
|---|---|---|
| ক্রিস্টিয়ানো রোনালদো | ফুটবলার | ৩১৫০ কোটি ৭৭ লাখ |
| স্টিফেন কারি | বাস্কেটবল | ১৮৬৩ কোটি ৮০ লাখ |
| টাইসন ফিউরি | বক্সার | ১৭৮১ কোটি ৩৯ লাখ |
| লিওনেল মেসি | ফুটবলার | ১৬৩৫ কোটি ৯৭ লাখ |
| লেবরন জেমস | বাস্কেটবল | ১৬১৪ কোটি ১৬ লাখ |
সূত্র: স্পোর্টিকো

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৯ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
১০ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১১ ঘণ্টা আগে