
ফুটবল বিশ্বকাপ মানেই অন্যরকম এক উন্মাদনা। তবে পুরুষদের বিশ্বকাপ নিয়ে যে উন্মাদনা দেখা যায় তেমন চিত্র পাওয়া যায় না নারীদের বেলায়। এবারের বিশ্বকাপেও তেমনি চিত্র পাওয়া গেছে।
নারী ফুটবল বিশ্বকাপ নিয়ে তেমন কোনো আগ্রহ দেখাচ্ছেন না নিউজিল্যান্ডের সমর্থকেরা। কিউইদের মাঠের খেলার টিকিট বিক্রি চলছে ধীর গতিতে। অথচ টুর্নামেন্ট শুরু হতে বাকি আর এক সপ্তাহ। তাই ফিফা সিদ্ধান্ত নিয়েছে ২০ হাজার টিকিট ফ্রিতে দেওয়ার।
এবারের বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ড। রাগবি–ক্রিকেটের দেশটিতে ফুটবল খুব একটা জনপ্রিয় না হওয়াতেই এমন চিত্র পাওয়া গেছে। কিউইদের চার ভেন্যু শহর অকল্যান্ড, হ্যামিল্টন, ওয়েলিংটন ও ডানেডিনের ২০ হাজার টিকিট দর্শকদের বিনা মূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
কিউই দর্শকদের গ্যালারিতে আনা খুবই কঠিন কাজ বলে জানিয়েছেন ফিফার নারী ফুটবলের প্রধান অফিসার সারাই বারেম্যান। তবে দর্শকদের আগ্রহী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। এমনকি দর্শকদের আগ্রহ বাড়াতে চেষ্টা করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নও। নিজের সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘কয়েক সপ্তাহ ধরেই আমার সামাজিক মাধ্যম প্রচুর ফুটবল সংবাদে ভরে গেছ, একজন বিশেষজ্ঞ না হয়েও। কিন্তু আমি এতটাই উত্তেজিত যে নিউজিল্যান্ড এত বড় অনুষ্ঠান আয়োজন করছে…।’
টিকিট বিক্রির বিষয়ে নিউজিল্যান্ডের চিত্রটা ভালো না হলেও অস্ট্রেলিয়াতে ভিন্ন। বিশ্বকাপের ১০ লাখ টিকিটের বেশির ভাগই বিক্রি হয়েছে অস্ট্রেলিয়ায়। অন্যান্য খেলাধুলার সঙ্গে ফুটবলেও দেশটি জনপ্রিয় হওয়াতে। বিশ্বকাপেও তাদের পারফরম্যান্স ভালো। কিন্তু পাঁচবার বিশ্বকাপে অংশ নিয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচই জিততে পারেনি নিউজিল্যান্ড। আগামী ২০ জুলাই টুর্নামেন্টের প্রথম ম্যাচে নরওয়েকে হারিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের সুযোগ পাচ্ছে স্বাগতিকেরা।

ফুটবল বিশ্বকাপ মানেই অন্যরকম এক উন্মাদনা। তবে পুরুষদের বিশ্বকাপ নিয়ে যে উন্মাদনা দেখা যায় তেমন চিত্র পাওয়া যায় না নারীদের বেলায়। এবারের বিশ্বকাপেও তেমনি চিত্র পাওয়া গেছে।
নারী ফুটবল বিশ্বকাপ নিয়ে তেমন কোনো আগ্রহ দেখাচ্ছেন না নিউজিল্যান্ডের সমর্থকেরা। কিউইদের মাঠের খেলার টিকিট বিক্রি চলছে ধীর গতিতে। অথচ টুর্নামেন্ট শুরু হতে বাকি আর এক সপ্তাহ। তাই ফিফা সিদ্ধান্ত নিয়েছে ২০ হাজার টিকিট ফ্রিতে দেওয়ার।
এবারের বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ড। রাগবি–ক্রিকেটের দেশটিতে ফুটবল খুব একটা জনপ্রিয় না হওয়াতেই এমন চিত্র পাওয়া গেছে। কিউইদের চার ভেন্যু শহর অকল্যান্ড, হ্যামিল্টন, ওয়েলিংটন ও ডানেডিনের ২০ হাজার টিকিট দর্শকদের বিনা মূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
কিউই দর্শকদের গ্যালারিতে আনা খুবই কঠিন কাজ বলে জানিয়েছেন ফিফার নারী ফুটবলের প্রধান অফিসার সারাই বারেম্যান। তবে দর্শকদের আগ্রহী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। এমনকি দর্শকদের আগ্রহ বাড়াতে চেষ্টা করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নও। নিজের সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘কয়েক সপ্তাহ ধরেই আমার সামাজিক মাধ্যম প্রচুর ফুটবল সংবাদে ভরে গেছ, একজন বিশেষজ্ঞ না হয়েও। কিন্তু আমি এতটাই উত্তেজিত যে নিউজিল্যান্ড এত বড় অনুষ্ঠান আয়োজন করছে…।’
টিকিট বিক্রির বিষয়ে নিউজিল্যান্ডের চিত্রটা ভালো না হলেও অস্ট্রেলিয়াতে ভিন্ন। বিশ্বকাপের ১০ লাখ টিকিটের বেশির ভাগই বিক্রি হয়েছে অস্ট্রেলিয়ায়। অন্যান্য খেলাধুলার সঙ্গে ফুটবলেও দেশটি জনপ্রিয় হওয়াতে। বিশ্বকাপেও তাদের পারফরম্যান্স ভালো। কিন্তু পাঁচবার বিশ্বকাপে অংশ নিয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচই জিততে পারেনি নিউজিল্যান্ড। আগামী ২০ জুলাই টুর্নামেন্টের প্রথম ম্যাচে নরওয়েকে হারিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের সুযোগ পাচ্ছে স্বাগতিকেরা।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৬ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১০ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১০ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১১ ঘণ্টা আগে