ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে বয়স যেন শুধুই একটি সংখ্যা। ৩৬ বছর বয়সেও রোনালদো যেভাবে একের পর এক রেকর্ড গড়ছেন, তা অবিশ্বাস্য! নিজেকে আর নতুন করে প্রমাণের কিছু বাকি নেই এই পর্তুগিজ উইঙ্গারের। এখন লক্ষ্য শুধু নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়া। আজ বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগাল শুরু করছে শিরোপা ধরে রাখার মিশন। আর এই ম্যাচে রোনালদোর সামনে রয়েছে একাধিক রেকর্ড গড়ার সুযোগ।
২০০৪ সালের ১২ জুন গ্রিসের বিপক্ষে ২০ বছর বয়সে ইউরোতে অভিষেক হয় রোনালদোর। এখন পর্যন্ত খেলে ফেলেছেন চার-চারটি ইউরো। রোনালদোসহ ১৭ জন খেলোয়াড় খেলেছেন চারটি ইউরো। আজ মাঠে নামলেই ইতিহাসের পাতায় জায়গা করে নেবেন, প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ইউরো খেলার রেকর্ড করবেন সি আর সেভেন।
২০০৪ সালে ইউরোর প্রথম ম্যাচেই গোল করেছেন রোনালদো। ইউরোতে এখন পর্যন্ত ২১ ম্যাচে ৯ গোল করে ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনির সঙ্গে যৌথভাবে আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায়। আজ গোল করলেই ইউরোতে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন রোনালদো।
এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে নয়টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। ইউরোতে এখন পর্যন্ত কোনো হ্যাটট্রিক করতে পারেননি পর্তুগিজ তারকা। রোনালদো তাঁর ক্যারিয়ারে সর্বোচ্চ ৭টি করে গোল করেছেন লিথুয়ানিয়া ও সুইডেনের বিপক্ষে। হাঙ্গেরির বিপক্ষে এখন পর্যন্ত করেছেন ৪টি গোল। আজ ৪ গোল করলে হাঙ্গেরির বিপক্ষে গোল হবে ৮টি, এটি তাঁর ক্যারিয়ারে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ গোল। একই সঙ্গে রোনালদোর এক ইউরো মৌসুমে সর্বোচ্চ গোলও হয়ে যাবে। যেখানে ২০১২ সালে ৩ গোল করেছিলেন সিআর সেভেন।
২০০৪ থেকে ২০১৬ পর্যন্ত চার ইউরোতে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলেছেন রোনালদো। ২০০৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি পর্তুগিজ উইঙ্গারের। আর প্রত্যেক মৌসুমের মূলপর্বে রোনালদো গোল করেছেন। আজকের ম্যাচে গোল করলে ফুটবলার হিসেবে পাঁচ মৌসুমের মূল পর্বে গোল করা একমাত্র গোলদাতা হবেন সি আর সেভেন।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে