
ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে বয়স যেন শুধুই একটি সংখ্যা। ৩৬ বছর বয়সেও রোনালদো যেভাবে একের পর এক রেকর্ড গড়ছেন, তা অবিশ্বাস্য! নিজেকে আর নতুন করে প্রমাণের কিছু বাকি নেই এই পর্তুগিজ উইঙ্গারের। এখন লক্ষ্য শুধু নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়া। আজ বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগাল শুরু করছে শিরোপা ধরে রাখার মিশন। আর এই ম্যাচে রোনালদোর সামনে রয়েছে একাধিক রেকর্ড গড়ার সুযোগ।
২০০৪ সালের ১২ জুন গ্রিসের বিপক্ষে ২০ বছর বয়সে ইউরোতে অভিষেক হয় রোনালদোর। এখন পর্যন্ত খেলে ফেলেছেন চার-চারটি ইউরো। রোনালদোসহ ১৭ জন খেলোয়াড় খেলেছেন চারটি ইউরো। আজ মাঠে নামলেই ইতিহাসের পাতায় জায়গা করে নেবেন, প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ইউরো খেলার রেকর্ড করবেন সি আর সেভেন।
২০০৪ সালে ইউরোর প্রথম ম্যাচেই গোল করেছেন রোনালদো। ইউরোতে এখন পর্যন্ত ২১ ম্যাচে ৯ গোল করে ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনির সঙ্গে যৌথভাবে আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায়। আজ গোল করলেই ইউরোতে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন রোনালদো।
এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে নয়টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। ইউরোতে এখন পর্যন্ত কোনো হ্যাটট্রিক করতে পারেননি পর্তুগিজ তারকা। রোনালদো তাঁর ক্যারিয়ারে সর্বোচ্চ ৭টি করে গোল করেছেন লিথুয়ানিয়া ও সুইডেনের বিপক্ষে। হাঙ্গেরির বিপক্ষে এখন পর্যন্ত করেছেন ৪টি গোল। আজ ৪ গোল করলে হাঙ্গেরির বিপক্ষে গোল হবে ৮টি, এটি তাঁর ক্যারিয়ারে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ গোল। একই সঙ্গে রোনালদোর এক ইউরো মৌসুমে সর্বোচ্চ গোলও হয়ে যাবে। যেখানে ২০১২ সালে ৩ গোল করেছিলেন সিআর সেভেন।
২০০৪ থেকে ২০১৬ পর্যন্ত চার ইউরোতে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলেছেন রোনালদো। ২০০৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি পর্তুগিজ উইঙ্গারের। আর প্রত্যেক মৌসুমের মূলপর্বে রোনালদো গোল করেছেন। আজকের ম্যাচে গোল করলে ফুটবলার হিসেবে পাঁচ মৌসুমের মূল পর্বে গোল করা একমাত্র গোলদাতা হবেন সি আর সেভেন।

ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে বয়স যেন শুধুই একটি সংখ্যা। ৩৬ বছর বয়সেও রোনালদো যেভাবে একের পর এক রেকর্ড গড়ছেন, তা অবিশ্বাস্য! নিজেকে আর নতুন করে প্রমাণের কিছু বাকি নেই এই পর্তুগিজ উইঙ্গারের। এখন লক্ষ্য শুধু নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়া। আজ বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগাল শুরু করছে শিরোপা ধরে রাখার মিশন। আর এই ম্যাচে রোনালদোর সামনে রয়েছে একাধিক রেকর্ড গড়ার সুযোগ।
২০০৪ সালের ১২ জুন গ্রিসের বিপক্ষে ২০ বছর বয়সে ইউরোতে অভিষেক হয় রোনালদোর। এখন পর্যন্ত খেলে ফেলেছেন চার-চারটি ইউরো। রোনালদোসহ ১৭ জন খেলোয়াড় খেলেছেন চারটি ইউরো। আজ মাঠে নামলেই ইতিহাসের পাতায় জায়গা করে নেবেন, প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ইউরো খেলার রেকর্ড করবেন সি আর সেভেন।
২০০৪ সালে ইউরোর প্রথম ম্যাচেই গোল করেছেন রোনালদো। ইউরোতে এখন পর্যন্ত ২১ ম্যাচে ৯ গোল করে ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনির সঙ্গে যৌথভাবে আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায়। আজ গোল করলেই ইউরোতে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন রোনালদো।
এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে নয়টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। ইউরোতে এখন পর্যন্ত কোনো হ্যাটট্রিক করতে পারেননি পর্তুগিজ তারকা। রোনালদো তাঁর ক্যারিয়ারে সর্বোচ্চ ৭টি করে গোল করেছেন লিথুয়ানিয়া ও সুইডেনের বিপক্ষে। হাঙ্গেরির বিপক্ষে এখন পর্যন্ত করেছেন ৪টি গোল। আজ ৪ গোল করলে হাঙ্গেরির বিপক্ষে গোল হবে ৮টি, এটি তাঁর ক্যারিয়ারে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ গোল। একই সঙ্গে রোনালদোর এক ইউরো মৌসুমে সর্বোচ্চ গোলও হয়ে যাবে। যেখানে ২০১২ সালে ৩ গোল করেছিলেন সিআর সেভেন।
২০০৪ থেকে ২০১৬ পর্যন্ত চার ইউরোতে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলেছেন রোনালদো। ২০০৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি পর্তুগিজ উইঙ্গারের। আর প্রত্যেক মৌসুমের মূলপর্বে রোনালদো গোল করেছেন। আজকের ম্যাচে গোল করলে ফুটবলার হিসেবে পাঁচ মৌসুমের মূল পর্বে গোল করা একমাত্র গোলদাতা হবেন সি আর সেভেন।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে