ইউরোপীয় ফুটবলে দলবদলের উত্তাপ ক্রমেই বাড়তে শুরু করেছে। আলোচনায় আসতে শুরু করেছেন বড় তারকারা। তাঁদের মধ্যে জোরেশোরে শোনা যাচ্ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর নাম।
নতুন কোচ এরিক টেন হাগের পরিকল্পনা পছন্দ না হওয়ায় এবং চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারায় রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন—এ খবর পুরোনো। প্রশ্ন হচ্ছে, পর্তুগিজ মহাতারকার নতুন গন্তব্য কোথায়?
কদিন আগে খবর বেরিয়েছিল, পুরোনো গুরু হোসে মরিনহোর সঙ্গে এএস রোমায় পুনর্মিলন হতে যাচ্ছে রোনালদোর। আবার মায়ের কথামতো শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনেও ফিরতে পারেন। বায়ার্ন মিউনিখের নামও কেউ কেউ বলেছেন।
এবার উড়ো খবরের পালে হাওয়া দিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। তারা বলছে, ম্যানইউ ছাড়তে চাইলেও ইংল্যান্ড ছাড়ছেন না রোনালদো। কারণ, আরেক ইংলিশ ক্লাব চেলসির সঙ্গে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেসের সঙ্গে এরই মধ্যে আলোচনায় বসেছেন চেলসির নতুন মালিক টড বোহলি।
গত মৌসুমে দলবদলের অন্তিম মুহূর্তে চমক দেখান রোনালদো। জুভেন্টাস ছেড়ে ফেরেন তাঁকে মহাতারকা বানানো ক্লাব ম্যানইউতে। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে ২৪ গোল করলেও দলকে সাফল্য এনে দিতে পারেননি তিনি। প্রিমিয়ার লিগ টেবিলে ৬ নম্বরে থেকে শেষ করায় চ্যাম্পিয়নস লিগে জায়গা হয়নি রেড ডেভিলদের।
মৌসুমে দলের সেরা পারফরমার হলেও রোনালদোর সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড আগের মতো প্রেসিং ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না, সেই প্রশ্নও উঠেছে। নতুন কোচ টেন হাগের সঙ্গে তাঁর মতের অমিল। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তাই চ্যাম্পিয়নস লিগ খেলে এমন ক্লাবে যেতে চাইছেন।
ডেইলি মেইল বলছে, আসছে মৌসুমে অন্তত ছয়জন খেলোয়াড়কে চুক্তি করাবে চেলসি। সেই তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদোও।
এ ব্যাপারে বোহলি খোলাখুলি সিদ্ধান্ত না জানালেও স্ট্যামফোর্ড ব্রিজে রোনালদোর নতুন ঠিকানা হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে। কারণ, দলটির প্রধান স্ট্রাইকার রোমেলু লুকাকু ইন্টার মিলানে ধারে যাচ্ছেন। আক্রমণভাগে তাই সিআরসেভেনকে টানতে পারেন কোচ থমাস টুখেল। দলকে ঢেলে সাজাতে নির্দেশও দিয়েছেন বোহলি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন।
১০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
১ ঘণ্টা আগে
মিরপুর শেরেবাংলায় আগামীকাল ২০২৬ বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্স। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, তাতে অন্যান্যবারের মতো ফাইনালের আগে উত্তাপ নেই বললেই চলে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে