ক্রীড়া ডেস্ক

ভুটানকে ৩-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আশা জাগানিয়া শুরুই করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে আজ হতাশ করেছেন বাংলাদেশের মেয়েরা। ভারতের কাছে ২-০ গোলে হেরে গেছেন তাঁরা।
ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই খোলসবন্দী ছিলেন বাংলাদেশের খেলোয়াড়েরা। এই সুযোগে একের পর এক আক্রমণ করেছে ভারত। এর ফলও পেয়েছে তারা। ম্যাচের পার্ল ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় তারা। এই এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় অর্পিতা বিশ্বাস, আলপি আক্তার, সৌরভী আকন্দ প্রীতিদের বাংলাদেশ।
তবে এই অর্থে বাংলাদেশ আরও গোল খেলে করলে অবাক হওয়ার কিছু থাকত না। ২৭ মিনিটে বক্সে দারুণ এক ক্রসে পা ছোঁয়াতে পারলেই গোল পেতে পারত ভারত। কিন্তু পারেনি। কিংবা ম্যাচের ৪০ মিনিটেও কর্নার কিক থেকে উড়ে আসা বলের দখল নিতে গিয়ে বাংলাদেশের গোলমুখের সামনে তৈরি হয়েছিল জটলা। গোল হতে পারত, হয়নি।
ভারতের গোলমুখে পরিকল্পিত আক্রমণ সেভাবে করতে পারেনি বাংলাদেশ। যে কয়েকবার আক্রমণে গেছে, ভারতের রক্ষণেই প্রতিহত হয়েছে। বলতে গেলে ভারতীয় দলের গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষাতেই ফেলতে পারেনি বাংলাদেশ। যেমনটা ভারতের মেয়েরা পরীক্ষায় ফেলেন বাংলাদেশ দলের গোলরক্ষক ইয়ারজান বেগমকে। ৭২ মিনিটে ভারতীয়দের শট প্রতিহত করে দলকে রক্ষা করেন তিনি।
৭৬ মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। কর্নার কিক নিয়েছিলেন আলিশা লিংদোহ। বল বাংলাদেশের গোলমুখে এসে পড়লে ওত পেতে থাকা বোনিফিলিয়া শুল্লাই বল জালে জড়িয়ে দেন।

ভুটানকে ৩-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আশা জাগানিয়া শুরুই করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে আজ হতাশ করেছেন বাংলাদেশের মেয়েরা। ভারতের কাছে ২-০ গোলে হেরে গেছেন তাঁরা।
ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই খোলসবন্দী ছিলেন বাংলাদেশের খেলোয়াড়েরা। এই সুযোগে একের পর এক আক্রমণ করেছে ভারত। এর ফলও পেয়েছে তারা। ম্যাচের পার্ল ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় তারা। এই এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় অর্পিতা বিশ্বাস, আলপি আক্তার, সৌরভী আকন্দ প্রীতিদের বাংলাদেশ।
তবে এই অর্থে বাংলাদেশ আরও গোল খেলে করলে অবাক হওয়ার কিছু থাকত না। ২৭ মিনিটে বক্সে দারুণ এক ক্রসে পা ছোঁয়াতে পারলেই গোল পেতে পারত ভারত। কিন্তু পারেনি। কিংবা ম্যাচের ৪০ মিনিটেও কর্নার কিক থেকে উড়ে আসা বলের দখল নিতে গিয়ে বাংলাদেশের গোলমুখের সামনে তৈরি হয়েছিল জটলা। গোল হতে পারত, হয়নি।
ভারতের গোলমুখে পরিকল্পিত আক্রমণ সেভাবে করতে পারেনি বাংলাদেশ। যে কয়েকবার আক্রমণে গেছে, ভারতের রক্ষণেই প্রতিহত হয়েছে। বলতে গেলে ভারতীয় দলের গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষাতেই ফেলতে পারেনি বাংলাদেশ। যেমনটা ভারতের মেয়েরা পরীক্ষায় ফেলেন বাংলাদেশ দলের গোলরক্ষক ইয়ারজান বেগমকে। ৭২ মিনিটে ভারতীয়দের শট প্রতিহত করে দলকে রক্ষা করেন তিনি।
৭৬ মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। কর্নার কিক নিয়েছিলেন আলিশা লিংদোহ। বল বাংলাদেশের গোলমুখে এসে পড়লে ওত পেতে থাকা বোনিফিলিয়া শুল্লাই বল জালে জড়িয়ে দেন।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
১০ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১৩ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১৩ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১৪ ঘণ্টা আগে