
মাঠের পারফরম্যান্স তো বটেই, মাঠের বাইরের ঘটনাতেও ক্রিস্টিয়ানো রোনালদো থাকেন আলোচনায়। তাঁর যেমন অনেক ভক্তও রয়েছেন, তেমনি অনেকের অপছন্দের তালিকাতেও আছেন রোনালদো। জন ওবি মিকেল হচ্ছেন রোনালদোকে অপছন্দ করা লোকদের একজন। সাবেক নাইজেরিয়ান এই ফুটবলার রোনালদোর অহংকে দায়ী করেছেন।
রোনালদো মূলত আলোচনায় এসেছেন কদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাপারে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়ে। ইউনাইটেডের ক্লাব কর্মকর্তা, সাবেক সতীর্থ, মালিকপক্ষ সবাইকে কাঠগড়ায় তুলেছিলেন রোনালদো। যার পরিপ্রেক্ষিতে রোনালদোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইউনাইটেড। রোনালদো এখন হয়ে যান ফ্রি-এজেন্ট। চেলসিসহ বিভিন্ন ক্লাবে তাঁর যাওয়ার ব্যাপারে গুঞ্জন রয়েছে।
রোনালদোর এমন সাক্ষাৎকার মোটেও পছন্দ হয়নি মিকেলের। এই ব্যাপারে চেলসিকে সতর্ক করে দিয়ে সাবেক নাইজেরিয়ান তারকা বলেন, ‘আমি কখনোই রোনালদোর ভক্ত ছিলাম না। আমার কাছে, যখন একজন খেলোয়াড়ের এত বেশি অহং থাকে, আমি তাকে পছন্দ করি না। সে (রোনালদো) কখনোই আমার প্রিয় খেলোয়াড় ছিল না। আমি বোঝাতে চাচ্ছি, যখন কেউ এমন সাক্ষাৎকার দেয়, তাহলে সে যখন জানুয়ারিতে আপনার ক্লাবে আসবে, সে কি এমন কাজ আবারও করবে না। আমার মতে, প্রত্যেক ক্লাবের এসব ব্যাপারে সচেতন থাকা উচিত।’
মিকেল আরও বলেন, ‘আমার মনে হচ্ছে, সে জানুয়ারিতে আরেকটা ক্লাবে যাচ্ছে এবং ফুটবল ক্যারিয়ার আরও লম্বা করবে। কিন্তু আমার মতে, সে খুবই বাজে একটা কাজ করেছে। আমার মতে, তার সাক্ষাৎকার দেওয়া উচিত হয়নি।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯২ ম্যাচে ১১৮ গোল করেছেন রোনালদো। অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। বিশ্বকাপে ১৮ ম্যাচে করেছেন ৮ গোল, ২ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে ৯৪৯ ম্যাচ খেলে করেছেন ৭০১ গোল। অ্যাসিস্ট করেছেন ২২৩ গোলে।

মাঠের পারফরম্যান্স তো বটেই, মাঠের বাইরের ঘটনাতেও ক্রিস্টিয়ানো রোনালদো থাকেন আলোচনায়। তাঁর যেমন অনেক ভক্তও রয়েছেন, তেমনি অনেকের অপছন্দের তালিকাতেও আছেন রোনালদো। জন ওবি মিকেল হচ্ছেন রোনালদোকে অপছন্দ করা লোকদের একজন। সাবেক নাইজেরিয়ান এই ফুটবলার রোনালদোর অহংকে দায়ী করেছেন।
রোনালদো মূলত আলোচনায় এসেছেন কদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাপারে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়ে। ইউনাইটেডের ক্লাব কর্মকর্তা, সাবেক সতীর্থ, মালিকপক্ষ সবাইকে কাঠগড়ায় তুলেছিলেন রোনালদো। যার পরিপ্রেক্ষিতে রোনালদোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইউনাইটেড। রোনালদো এখন হয়ে যান ফ্রি-এজেন্ট। চেলসিসহ বিভিন্ন ক্লাবে তাঁর যাওয়ার ব্যাপারে গুঞ্জন রয়েছে।
রোনালদোর এমন সাক্ষাৎকার মোটেও পছন্দ হয়নি মিকেলের। এই ব্যাপারে চেলসিকে সতর্ক করে দিয়ে সাবেক নাইজেরিয়ান তারকা বলেন, ‘আমি কখনোই রোনালদোর ভক্ত ছিলাম না। আমার কাছে, যখন একজন খেলোয়াড়ের এত বেশি অহং থাকে, আমি তাকে পছন্দ করি না। সে (রোনালদো) কখনোই আমার প্রিয় খেলোয়াড় ছিল না। আমি বোঝাতে চাচ্ছি, যখন কেউ এমন সাক্ষাৎকার দেয়, তাহলে সে যখন জানুয়ারিতে আপনার ক্লাবে আসবে, সে কি এমন কাজ আবারও করবে না। আমার মতে, প্রত্যেক ক্লাবের এসব ব্যাপারে সচেতন থাকা উচিত।’
মিকেল আরও বলেন, ‘আমার মনে হচ্ছে, সে জানুয়ারিতে আরেকটা ক্লাবে যাচ্ছে এবং ফুটবল ক্যারিয়ার আরও লম্বা করবে। কিন্তু আমার মতে, সে খুবই বাজে একটা কাজ করেছে। আমার মতে, তার সাক্ষাৎকার দেওয়া উচিত হয়নি।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯২ ম্যাচে ১১৮ গোল করেছেন রোনালদো। অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। বিশ্বকাপে ১৮ ম্যাচে করেছেন ৮ গোল, ২ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে ৯৪৯ ম্যাচ খেলে করেছেন ৭০১ গোল। অ্যাসিস্ট করেছেন ২২৩ গোলে।

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
২৯ মিনিট আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৬ ঘণ্টা আগে