
মাঠের পারফরম্যান্স তো বটেই, মাঠের বাইরের ঘটনাতেও ক্রিস্টিয়ানো রোনালদো থাকেন আলোচনায়। তাঁর যেমন অনেক ভক্তও রয়েছেন, তেমনি অনেকের অপছন্দের তালিকাতেও আছেন রোনালদো। জন ওবি মিকেল হচ্ছেন রোনালদোকে অপছন্দ করা লোকদের একজন। সাবেক নাইজেরিয়ান এই ফুটবলার রোনালদোর অহংকে দায়ী করেছেন।
রোনালদো মূলত আলোচনায় এসেছেন কদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাপারে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়ে। ইউনাইটেডের ক্লাব কর্মকর্তা, সাবেক সতীর্থ, মালিকপক্ষ সবাইকে কাঠগড়ায় তুলেছিলেন রোনালদো। যার পরিপ্রেক্ষিতে রোনালদোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইউনাইটেড। রোনালদো এখন হয়ে যান ফ্রি-এজেন্ট। চেলসিসহ বিভিন্ন ক্লাবে তাঁর যাওয়ার ব্যাপারে গুঞ্জন রয়েছে।
রোনালদোর এমন সাক্ষাৎকার মোটেও পছন্দ হয়নি মিকেলের। এই ব্যাপারে চেলসিকে সতর্ক করে দিয়ে সাবেক নাইজেরিয়ান তারকা বলেন, ‘আমি কখনোই রোনালদোর ভক্ত ছিলাম না। আমার কাছে, যখন একজন খেলোয়াড়ের এত বেশি অহং থাকে, আমি তাকে পছন্দ করি না। সে (রোনালদো) কখনোই আমার প্রিয় খেলোয়াড় ছিল না। আমি বোঝাতে চাচ্ছি, যখন কেউ এমন সাক্ষাৎকার দেয়, তাহলে সে যখন জানুয়ারিতে আপনার ক্লাবে আসবে, সে কি এমন কাজ আবারও করবে না। আমার মতে, প্রত্যেক ক্লাবের এসব ব্যাপারে সচেতন থাকা উচিত।’
মিকেল আরও বলেন, ‘আমার মনে হচ্ছে, সে জানুয়ারিতে আরেকটা ক্লাবে যাচ্ছে এবং ফুটবল ক্যারিয়ার আরও লম্বা করবে। কিন্তু আমার মতে, সে খুবই বাজে একটা কাজ করেছে। আমার মতে, তার সাক্ষাৎকার দেওয়া উচিত হয়নি।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯২ ম্যাচে ১১৮ গোল করেছেন রোনালদো। অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। বিশ্বকাপে ১৮ ম্যাচে করেছেন ৮ গোল, ২ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে ৯৪৯ ম্যাচ খেলে করেছেন ৭০১ গোল। অ্যাসিস্ট করেছেন ২২৩ গোলে।

মাঠের পারফরম্যান্স তো বটেই, মাঠের বাইরের ঘটনাতেও ক্রিস্টিয়ানো রোনালদো থাকেন আলোচনায়। তাঁর যেমন অনেক ভক্তও রয়েছেন, তেমনি অনেকের অপছন্দের তালিকাতেও আছেন রোনালদো। জন ওবি মিকেল হচ্ছেন রোনালদোকে অপছন্দ করা লোকদের একজন। সাবেক নাইজেরিয়ান এই ফুটবলার রোনালদোর অহংকে দায়ী করেছেন।
রোনালদো মূলত আলোচনায় এসেছেন কদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাপারে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়ে। ইউনাইটেডের ক্লাব কর্মকর্তা, সাবেক সতীর্থ, মালিকপক্ষ সবাইকে কাঠগড়ায় তুলেছিলেন রোনালদো। যার পরিপ্রেক্ষিতে রোনালদোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইউনাইটেড। রোনালদো এখন হয়ে যান ফ্রি-এজেন্ট। চেলসিসহ বিভিন্ন ক্লাবে তাঁর যাওয়ার ব্যাপারে গুঞ্জন রয়েছে।
রোনালদোর এমন সাক্ষাৎকার মোটেও পছন্দ হয়নি মিকেলের। এই ব্যাপারে চেলসিকে সতর্ক করে দিয়ে সাবেক নাইজেরিয়ান তারকা বলেন, ‘আমি কখনোই রোনালদোর ভক্ত ছিলাম না। আমার কাছে, যখন একজন খেলোয়াড়ের এত বেশি অহং থাকে, আমি তাকে পছন্দ করি না। সে (রোনালদো) কখনোই আমার প্রিয় খেলোয়াড় ছিল না। আমি বোঝাতে চাচ্ছি, যখন কেউ এমন সাক্ষাৎকার দেয়, তাহলে সে যখন জানুয়ারিতে আপনার ক্লাবে আসবে, সে কি এমন কাজ আবারও করবে না। আমার মতে, প্রত্যেক ক্লাবের এসব ব্যাপারে সচেতন থাকা উচিত।’
মিকেল আরও বলেন, ‘আমার মনে হচ্ছে, সে জানুয়ারিতে আরেকটা ক্লাবে যাচ্ছে এবং ফুটবল ক্যারিয়ার আরও লম্বা করবে। কিন্তু আমার মতে, সে খুবই বাজে একটা কাজ করেছে। আমার মতে, তার সাক্ষাৎকার দেওয়া উচিত হয়নি।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯২ ম্যাচে ১১৮ গোল করেছেন রোনালদো। অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। বিশ্বকাপে ১৮ ম্যাচে করেছেন ৮ গোল, ২ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে ৯৪৯ ম্যাচ খেলে করেছেন ৭০১ গোল। অ্যাসিস্ট করেছেন ২২৩ গোলে।

বিকেলে আজ সাংবাদিকদের সামনে বেফাঁস মন্তব্য করে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। এবার তাঁর পদত্যাগের দাবি উঠেছে। যদি তিনি পদত্যাগ না করেন, তাহলে খেলা বন্ধের হুমকি দিয়েছেন ক্রিকেটাররা।
২০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন। তাঁর এই বক্তব্যের পর দুঃখপ্রকাশ করেছে বিসিবি। এমনকি সেই পরিচালকের বিরুদ্ধে ব্য
৩৬ মিনিট আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
২ ঘণ্টা আগে