
ক্রোয়েশিয়া বিশ্বকাপে জিতলে নগ্ন হয়ে হাঁটবেন বলে ঘোষণা দিয়েছিলেন সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নোল। ক্রোয়াটদের শিরোপার স্বপ্ন সেমিতেই থামিয়ে দিয়েছে আর্জেন্টিনা। তাই অপূর্ণই রয়ে গেল ইভানার প্রতিশ্রুতি। ক্রোয়েশিয়াকে বিশ্বকাপ জিততে না দেখলেও ছোট পোশাকে ঠিকই নিজে বিশ্বজয় করেছেন ইভানা।
কাতার বিশ্বকাপে সেমিফাইনালসহ সব ম্যাচেই মাঠে এসে ক্রোয়েশিয়াকে সমর্থন দিয়েছেন ২৬ বছর বয়সী ইভানা। দেশের পতাকার নকশা খচিত স্বল্প পোশাকে প্রতি ম্যাচেই হয়েছেন আলোকচিত্রীদের ফোকাসের বিষয়। কাতারের কঠিন আইনও থামাতে পারেনি তাকে। মাঠে ঢোকার সময় নিরাপত্তাকর্মীদের বাধা পেলেও লাস্যময়ী হাসিতে জয় করেছেন মাঠে উপস্থিত দর্শকদের। এবারের বিশ্বকাপে পরিচিতি পেয়েছেন ‘হটেস্ট ফ্যান’ হিসেবে।
কাতারে আসার পর ইনস্টাগ্রামে হুহু করে অনুসারী সংখ্যা বেড়েছে ইভানার। প্রতিদিন গড়ে ২ লাখ মানুষ অনুসরণ করেছেন তাঁকে। মাঠে উপস্থিত দর্শকেরা চাইলেই তার সঙ্গে সেলফি তুলতে পেরেছেন। পেয়েছেন ডজনখানেক বিয়ের প্রস্তাবও। সেই প্রস্তাবকারীদের মধ্যে নাকি ফুটবলাররাও আছেন বলে জানালেন ইভানা!
তাই বলে নিজেকে ‘সহজলভ্য নারী’ বলতেও রাজি নন ইভানা। আর্জেন্টিনা ম্যাচের পর বিশ্বকাপের ‘হটেস্ট ফ্যান’ বলেছেন, ‘আমি এখানে শুধু মজা করতে এসেছি। আমি দেখতে সুন্দরী, এই কারণেই হয়তো অনেকে আমাকে পছন্দ করে। বিশ্বকাপে খেলা অনেক ফুটবলার আমাকে ইনস্টাগ্রামে বিয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি কারও সঙ্গে দেখা করতে আগ্রহী নই। আমি কাতারে এসেছি শুধু মানুষের মুখে হাসি ফোটাতে।’
ইনস্টাগ্রামে এখন ২৭ লাখ মানুষ অনুসরণ করছেন ইভানাকে। লুসাইল স্টেডিয়ামে গতকাল আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের ৪ ঘণ্টা আগে মাঠে এসেছেন। ছবি তুলেছেন ভক্তদের সঙ্গে। অভিযোগ আছে এদের অনেকেই শুধু ইভানার পোশাকের ছবি তুলেছেন। কোনো সমালোচনাকেই পাত্তা দিচ্ছেন না ক্রোয়াট মডেল। জানিয়েছেন শনিবার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচেও মাঠে দেখা যাবে তাঁকে।

ক্রোয়েশিয়া বিশ্বকাপে জিতলে নগ্ন হয়ে হাঁটবেন বলে ঘোষণা দিয়েছিলেন সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নোল। ক্রোয়াটদের শিরোপার স্বপ্ন সেমিতেই থামিয়ে দিয়েছে আর্জেন্টিনা। তাই অপূর্ণই রয়ে গেল ইভানার প্রতিশ্রুতি। ক্রোয়েশিয়াকে বিশ্বকাপ জিততে না দেখলেও ছোট পোশাকে ঠিকই নিজে বিশ্বজয় করেছেন ইভানা।
কাতার বিশ্বকাপে সেমিফাইনালসহ সব ম্যাচেই মাঠে এসে ক্রোয়েশিয়াকে সমর্থন দিয়েছেন ২৬ বছর বয়সী ইভানা। দেশের পতাকার নকশা খচিত স্বল্প পোশাকে প্রতি ম্যাচেই হয়েছেন আলোকচিত্রীদের ফোকাসের বিষয়। কাতারের কঠিন আইনও থামাতে পারেনি তাকে। মাঠে ঢোকার সময় নিরাপত্তাকর্মীদের বাধা পেলেও লাস্যময়ী হাসিতে জয় করেছেন মাঠে উপস্থিত দর্শকদের। এবারের বিশ্বকাপে পরিচিতি পেয়েছেন ‘হটেস্ট ফ্যান’ হিসেবে।
কাতারে আসার পর ইনস্টাগ্রামে হুহু করে অনুসারী সংখ্যা বেড়েছে ইভানার। প্রতিদিন গড়ে ২ লাখ মানুষ অনুসরণ করেছেন তাঁকে। মাঠে উপস্থিত দর্শকেরা চাইলেই তার সঙ্গে সেলফি তুলতে পেরেছেন। পেয়েছেন ডজনখানেক বিয়ের প্রস্তাবও। সেই প্রস্তাবকারীদের মধ্যে নাকি ফুটবলাররাও আছেন বলে জানালেন ইভানা!
তাই বলে নিজেকে ‘সহজলভ্য নারী’ বলতেও রাজি নন ইভানা। আর্জেন্টিনা ম্যাচের পর বিশ্বকাপের ‘হটেস্ট ফ্যান’ বলেছেন, ‘আমি এখানে শুধু মজা করতে এসেছি। আমি দেখতে সুন্দরী, এই কারণেই হয়তো অনেকে আমাকে পছন্দ করে। বিশ্বকাপে খেলা অনেক ফুটবলার আমাকে ইনস্টাগ্রামে বিয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি কারও সঙ্গে দেখা করতে আগ্রহী নই। আমি কাতারে এসেছি শুধু মানুষের মুখে হাসি ফোটাতে।’
ইনস্টাগ্রামে এখন ২৭ লাখ মানুষ অনুসরণ করছেন ইভানাকে। লুসাইল স্টেডিয়ামে গতকাল আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের ৪ ঘণ্টা আগে মাঠে এসেছেন। ছবি তুলেছেন ভক্তদের সঙ্গে। অভিযোগ আছে এদের অনেকেই শুধু ইভানার পোশাকের ছবি তুলেছেন। কোনো সমালোচনাকেই পাত্তা দিচ্ছেন না ক্রোয়াট মডেল। জানিয়েছেন শনিবার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচেও মাঠে দেখা যাবে তাঁকে।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে