নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচ শেষে খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে। তখনই হঠাৎ করে বলের দখল নিতে গিয়ে মারাত্মক চোট পেয়েছেন এক ফুটবলার। যন্ত্রণায় তিনি তখন কাতরাচ্ছেন। নিজের শিষ্যের কারণে এমনটা হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
মন্টিলিভি স্টেডিয়ামে গতকাল লা লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল জিরোনা ও রিয়াল মাদ্রিদ। ৯০ মিনিটের পরে অতিরিক্ত ৩ মিনিটে জিরোনার পোর্তুর থেকে বল কেড়ে নিতে গিয়েছিলেন রিয়ালের নাচো। তাতে পোর্তুর পায়ে লাথি মেরে বসেন নাচো। প্রথমে হলুদ কার্ড দেওয়া হলেও ভিডিও অ্যাসিস্ট রেফারির (ভিএআর) সাহায্যে নাচোকে দেওয়া হয় লাল কার্ড। পোর্তু তাতে মারাত্মক চোট পেয়েছেন। ম্যাচ শেষে নাচোর লাল কার্ড প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘মাঠে যা হয়েছে, তার জন্য আমরা দুঃখিত। নাচো ক্ষমা চেয়েছে। যা ঘটেছে, সে জন্য সে কষ্ট পেয়েছে। আশা করি, জিরোনার খেলোয়াড়ের চোট মারাত্মক কিছু হবে না।’
পোর্তু আহত হওয়ার পর হাতাহাতিতে জড়িয়ে যান মাদ্রিদ ও জিরোনার ফুটবলাররা। তাতে রিয়ালের আন্টোনিও রুডিগার ও জিরোনার ক্রিস্টিয়ান স্টুয়ানিকে দেখানো হয় হলুদ কার্ড। আর এই ম্যাচে জিরোনাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ১৭ মিনিটে গোল করেন হোসেলু। এরপর রিয়ালের দ্বিতীয় গোল ২১ মিনিটে করেন অরেলিয়েঁ চুয়ামেনি। আর জুড বেলিংহাম গোল করেন ৭১ মিনিটে। তাতে ২১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ২০। দুটো দলই খেলেছে ৮টি করে ম্যাচ।

এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২২ মিনিট আগে
চিত্রনাট্যটা একই রকম। গত বিপিএলেও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ছিটকে গেছে। এবারও ঠিক একই ঘটনা ঘটেছে। পার্থক্য শুধু গত বছর খুলনা টাইগার্সের হয়ে খেলা মিরাজ এবার খেলেছেন সিলেট টাইটানসের হয়ে। সিলেটের প্রধান কোচ সোহেল ইসলামের মতে
১ ঘণ্টা আগে
লং অনে দারউইশ রাসুলি ক্যাচ ধরার পর শুরু হয়ে যায় উদ্যাপন। ওয়েস্ট ইন্ডিজের সেট ব্যাটার ব্র্যান্ডন কিংয়ের (৫০) উইকেটটা তো আফগানদের জন্য দারুণ এক ব্রেকথ্রু ছিলই। সব ছাপিয়ে আলোচনায় আফগানিস্তানের রহস্যময় স্পিনার মুজিব উর রহমানের হ্যাটট্রিক।
২ ঘণ্টা আগে
মিরপুর শেরেবাংলায় পরশু ক্রিস ওকস ছক্কা মারার পরই কেঁদে ফেলেছিলেন ফাহিম আল চৌধুরী। ২৪ ঘণ্টা না যেতেই একই মাঠে ফের কাঁদলেন ফাহিম। তবে দুটি ঘটনার মধ্যে যে আকাশ-পাতাল ফারাক। পরশু সিলেটের জয়ের খুশিতে কাঁদলেও কাল কেঁদেছিলেন দলের বিদায়ে। রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হারের পর ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ তুললেন সিল
২ ঘণ্টা আগে