Ajker Patrika

শিরোপা জয়ের আশা ভবিষ্যতের হাতেই ছেড়ে দিয়েছেন গার্দিওলা 

আপডেট : ০১ মার্চ ২০২৩, ১১: ২৬
শিরোপা জয়ের আশা ভবিষ্যতের হাতেই ছেড়ে দিয়েছেন গার্দিওলা 

চলতি মৌসুমে ধারাবাহিকভাবে পারফর্ম করছে ম্যানচেস্টার সিটি। সব প্রতিযোগিতামূলক ফুটবলেই তাদের জয়জয়কার। গতকাল অ্যাশটন গেট স্টেডিয়ামে এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে ব্রিস্টল সিটিকে ৩-০ গোলে হারিয়েছে ম্যান সিটি। তাতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে সিটিজেনরা। আর শিরোপাজয়ের আশা ভবিষ্যতের হাতেই ছেড়ে দিলেন সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা। 

এফএ কাপে টানা পঞ্চমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যান সিটি। এ ছাড়া উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগ—এই দুটি টুর্নামেন্টেও টিকে রয়েছে গার্দিওলার দল।

লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ ১-১ গোলে ড্র করেছে সিটি। আর প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় ২ নম্বরে আছে সিটিজেনরা। শীর্ষে থাকা গানার্সদের থেকে ২ পয়েন্ট দূরত্বে আছে তারা। তিনটি শিরোপাজয়ের সম্ভাবনা নিয়ে গার্দিওলা বলেছেন, ‘আমরা এখনো তিনটা প্রতিযোগিতায় টিকে আছি। ভবিষ্যতে কী হবে দেখা যাবে।’ 

গতকাল সিটির ৩ গোলের ২টিই করেছেন ফিল ফোডেন, যেখানে ফোডেন এই মৌসুমে এখন পর্যন্ত খেলেছেন ৩২ ম্যাচ, করেছেন ১২ গোল এবং ৫ গোলে অ্যাসিস্ট। ফোডেনের প্রশংসা করে গার্দিওলা বলেন, ‘তার ক্যারিয়ার সব সময় ঊর্ধ্বমুখী। এই মৌসুমে সে কিছুটা সংগ্রাম করেছিল। ফর্মও কিছুটা পড়ে গিয়েছিল। তবে এখন সে মৌসুমের সেরা সময়ে আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত