ক্রীড়া ডেস্ক

ফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
গত সেপ্টেম্বরে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের প্রথম রাউন্ডেই পার্ক দো প্রিন্সেসে ইতালি ৩-১ গোলে হারিয়ে দিয়েছিল ফ্রান্সকে। সেই হার মনে রেখেছেন দিনিয়ে। তা ছাড়া নেশনস লিগের আগের ম্যাচেই ইসরায়েলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স। তাই জয়ের ধারায় ফেরার একটা তাগিদও আছে দিদিয়ের দেশমের দলের।
তবে সান সিরোয় ‘শত্রু’র মুখোমুখি হওয়ার আগে প্রতিশোধের কথা বললেন দিনিয়ে, ‘দলের মধ্যে অবশ্যই ক্রীড়াসুলভ প্রতিশোধের চেতনা কাজ করছে। কোনো দলের (ইতালি) বিপক্ষে হারার পর কেউই সেটা দ্বিতীয়বার হতে দিতে চাইবে না।’
আজকের ম্যাচটি হবে ফ্রান্সের জার্সিতে দিনিয়ের ৫০তম ম্যাচ। এই মাইলফলক ছুঁতে যাওয়া নিয়ে বললেন, ‘৫০তম ম্যাচ খেলতে যাওয়ার কথা বললে বলব, অনেক লম্বা পথ, প্রচুর কঠোর পরিশ্রমের (ফসল)। যত দিন যাচ্ছে, ৫০তম ম্যাচ খেলার অর্থ তত বেশি বুঝতে পারছি।’
ফিফা র্যাঙ্কিংয়ে ফ্রান্সের অবস্থান ২ নম্বরে। ৯ নম্বরে ইতালি। এ হিসাবে উয়েফা নেশনস লিগে যখন আজ মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন, কাগজে-কলমে ফেবারিট থাকবে ফ্রান্সই। তবে মাঠে নামার আগে দিনিয়ে সমীহ জানাচ্ছেন প্রতিপক্ষকে, ‘ইতালি দলের সমন্বয় দুর্দান্ত, তাদের স্কোয়াডও বেশ ভালো। খুব ভালো একজন কোচ (স্পালেত্তি) আছে দলটির, যাকে আমি রোমায় খেলার সময় থেকে জানি। তিনি অসাধারণ একজন কৌশলী, মানুষ হিসেবেও অসাধারণ।’

ফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
গত সেপ্টেম্বরে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের প্রথম রাউন্ডেই পার্ক দো প্রিন্সেসে ইতালি ৩-১ গোলে হারিয়ে দিয়েছিল ফ্রান্সকে। সেই হার মনে রেখেছেন দিনিয়ে। তা ছাড়া নেশনস লিগের আগের ম্যাচেই ইসরায়েলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স। তাই জয়ের ধারায় ফেরার একটা তাগিদও আছে দিদিয়ের দেশমের দলের।
তবে সান সিরোয় ‘শত্রু’র মুখোমুখি হওয়ার আগে প্রতিশোধের কথা বললেন দিনিয়ে, ‘দলের মধ্যে অবশ্যই ক্রীড়াসুলভ প্রতিশোধের চেতনা কাজ করছে। কোনো দলের (ইতালি) বিপক্ষে হারার পর কেউই সেটা দ্বিতীয়বার হতে দিতে চাইবে না।’
আজকের ম্যাচটি হবে ফ্রান্সের জার্সিতে দিনিয়ের ৫০তম ম্যাচ। এই মাইলফলক ছুঁতে যাওয়া নিয়ে বললেন, ‘৫০তম ম্যাচ খেলতে যাওয়ার কথা বললে বলব, অনেক লম্বা পথ, প্রচুর কঠোর পরিশ্রমের (ফসল)। যত দিন যাচ্ছে, ৫০তম ম্যাচ খেলার অর্থ তত বেশি বুঝতে পারছি।’
ফিফা র্যাঙ্কিংয়ে ফ্রান্সের অবস্থান ২ নম্বরে। ৯ নম্বরে ইতালি। এ হিসাবে উয়েফা নেশনস লিগে যখন আজ মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন, কাগজে-কলমে ফেবারিট থাকবে ফ্রান্সই। তবে মাঠে নামার আগে দিনিয়ে সমীহ জানাচ্ছেন প্রতিপক্ষকে, ‘ইতালি দলের সমন্বয় দুর্দান্ত, তাদের স্কোয়াডও বেশ ভালো। খুব ভালো একজন কোচ (স্পালেত্তি) আছে দলটির, যাকে আমি রোমায় খেলার সময় থেকে জানি। তিনি অসাধারণ একজন কৌশলী, মানুষ হিসেবেও অসাধারণ।’

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
২ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৩ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৭ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৮ ঘণ্টা আগে