
লিওনেল মেসির সঙ্গে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সম্পর্ক তলানিতে। আগামী মৌসুমে মেসি এই ক্লাবে থাকবেন কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এমন অবস্থায় আর্জেন্টাইন তারকা ফুটবলারের বিকল্প খুঁজছে পিএসজি।
স্প্যানিশ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, মেসির বিকল্প হিসেবে বার্নার্দো সিলভাকে চায় পিএসজি। গোল ডট কমও জানিয়েছে, পরের মৌসুমে পিএসজির প্রধান লক্ষ্য সিলভা। অন্যদিকে নতুন অভিজ্ঞতা পেতে ম্যানচেস্টার সিটি ছেড়ে ভিন্ন ক্লাবে যাওয়ার ইচ্ছা এর আগেও বেশ কয়েকবার প্রকাশ করেছিলেন সিলভা। সিটিতে সিলভা খেলছেন ছয় মৌসুম। আর পিএসজিতে সিলভার যাওয়া নিয়ে গুঞ্জন এবারই প্রথম নয়। গত মৌসুমেও এমন গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত সিটিতেই থেকে যান পর্তুগিজ এই মিডফিল্ডার।
পিএসজির সঙ্গে এই মৌসুম শেষেই চুক্তি শেষ হবে লিওনেল মেসির। নতুন চুক্তি হবে কি হবে না, তা নিয়ে অনিশ্চয়তা চলছিল অনেক দিন। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করবে না পিএসজি। এর আগে সৌদি আরবের পর্যটন দূত হিসেবে মরুর দেশে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন মেসি। ক্লাবের অনুমতি ছাড়া সৌদিতে যাওয়ায় দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। পরে অবশ্য মেসি ক্ষমা চেয়েছেন। এরপর মেসির ওপর নিষেধাজ্ঞা কমায় পিএসজি। তবু নতুন চুক্তি নিয়ে এখনো পরিষ্কার কিছু জানা যায়নি। অন্যদিকে গত মঙ্গলবার লিওনেল মেসির সঙ্গে আল-হিলালের প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা চুক্তির কথা জানিয়েছিল এএফপি। পরে মেসির বাবা হোর্হে মেসি তা অস্বীকার করেছেন। আল-হিলাল থেকে এখনো কিছু জানানো হয়নি এ ব্যাপারে।

লিওনেল মেসির সঙ্গে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সম্পর্ক তলানিতে। আগামী মৌসুমে মেসি এই ক্লাবে থাকবেন কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এমন অবস্থায় আর্জেন্টাইন তারকা ফুটবলারের বিকল্প খুঁজছে পিএসজি।
স্প্যানিশ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, মেসির বিকল্প হিসেবে বার্নার্দো সিলভাকে চায় পিএসজি। গোল ডট কমও জানিয়েছে, পরের মৌসুমে পিএসজির প্রধান লক্ষ্য সিলভা। অন্যদিকে নতুন অভিজ্ঞতা পেতে ম্যানচেস্টার সিটি ছেড়ে ভিন্ন ক্লাবে যাওয়ার ইচ্ছা এর আগেও বেশ কয়েকবার প্রকাশ করেছিলেন সিলভা। সিটিতে সিলভা খেলছেন ছয় মৌসুম। আর পিএসজিতে সিলভার যাওয়া নিয়ে গুঞ্জন এবারই প্রথম নয়। গত মৌসুমেও এমন গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত সিটিতেই থেকে যান পর্তুগিজ এই মিডফিল্ডার।
পিএসজির সঙ্গে এই মৌসুম শেষেই চুক্তি শেষ হবে লিওনেল মেসির। নতুন চুক্তি হবে কি হবে না, তা নিয়ে অনিশ্চয়তা চলছিল অনেক দিন। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করবে না পিএসজি। এর আগে সৌদি আরবের পর্যটন দূত হিসেবে মরুর দেশে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন মেসি। ক্লাবের অনুমতি ছাড়া সৌদিতে যাওয়ায় দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। পরে অবশ্য মেসি ক্ষমা চেয়েছেন। এরপর মেসির ওপর নিষেধাজ্ঞা কমায় পিএসজি। তবু নতুন চুক্তি নিয়ে এখনো পরিষ্কার কিছু জানা যায়নি। অন্যদিকে গত মঙ্গলবার লিওনেল মেসির সঙ্গে আল-হিলালের প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা চুক্তির কথা জানিয়েছিল এএফপি। পরে মেসির বাবা হোর্হে মেসি তা অস্বীকার করেছেন। আল-হিলাল থেকে এখনো কিছু জানানো হয়নি এ ব্যাপারে।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
৩ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৪ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৪ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
৫ ঘণ্টা আগে