
লিওনেল মেসির সঙ্গে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সম্পর্ক তলানিতে। আগামী মৌসুমে মেসি এই ক্লাবে থাকবেন কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এমন অবস্থায় আর্জেন্টাইন তারকা ফুটবলারের বিকল্প খুঁজছে পিএসজি।
স্প্যানিশ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, মেসির বিকল্প হিসেবে বার্নার্দো সিলভাকে চায় পিএসজি। গোল ডট কমও জানিয়েছে, পরের মৌসুমে পিএসজির প্রধান লক্ষ্য সিলভা। অন্যদিকে নতুন অভিজ্ঞতা পেতে ম্যানচেস্টার সিটি ছেড়ে ভিন্ন ক্লাবে যাওয়ার ইচ্ছা এর আগেও বেশ কয়েকবার প্রকাশ করেছিলেন সিলভা। সিটিতে সিলভা খেলছেন ছয় মৌসুম। আর পিএসজিতে সিলভার যাওয়া নিয়ে গুঞ্জন এবারই প্রথম নয়। গত মৌসুমেও এমন গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত সিটিতেই থেকে যান পর্তুগিজ এই মিডফিল্ডার।
পিএসজির সঙ্গে এই মৌসুম শেষেই চুক্তি শেষ হবে লিওনেল মেসির। নতুন চুক্তি হবে কি হবে না, তা নিয়ে অনিশ্চয়তা চলছিল অনেক দিন। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করবে না পিএসজি। এর আগে সৌদি আরবের পর্যটন দূত হিসেবে মরুর দেশে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন মেসি। ক্লাবের অনুমতি ছাড়া সৌদিতে যাওয়ায় দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। পরে অবশ্য মেসি ক্ষমা চেয়েছেন। এরপর মেসির ওপর নিষেধাজ্ঞা কমায় পিএসজি। তবু নতুন চুক্তি নিয়ে এখনো পরিষ্কার কিছু জানা যায়নি। অন্যদিকে গত মঙ্গলবার লিওনেল মেসির সঙ্গে আল-হিলালের প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা চুক্তির কথা জানিয়েছিল এএফপি। পরে মেসির বাবা হোর্হে মেসি তা অস্বীকার করেছেন। আল-হিলাল থেকে এখনো কিছু জানানো হয়নি এ ব্যাপারে।

লিওনেল মেসির সঙ্গে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সম্পর্ক তলানিতে। আগামী মৌসুমে মেসি এই ক্লাবে থাকবেন কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এমন অবস্থায় আর্জেন্টাইন তারকা ফুটবলারের বিকল্প খুঁজছে পিএসজি।
স্প্যানিশ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, মেসির বিকল্প হিসেবে বার্নার্দো সিলভাকে চায় পিএসজি। গোল ডট কমও জানিয়েছে, পরের মৌসুমে পিএসজির প্রধান লক্ষ্য সিলভা। অন্যদিকে নতুন অভিজ্ঞতা পেতে ম্যানচেস্টার সিটি ছেড়ে ভিন্ন ক্লাবে যাওয়ার ইচ্ছা এর আগেও বেশ কয়েকবার প্রকাশ করেছিলেন সিলভা। সিটিতে সিলভা খেলছেন ছয় মৌসুম। আর পিএসজিতে সিলভার যাওয়া নিয়ে গুঞ্জন এবারই প্রথম নয়। গত মৌসুমেও এমন গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত সিটিতেই থেকে যান পর্তুগিজ এই মিডফিল্ডার।
পিএসজির সঙ্গে এই মৌসুম শেষেই চুক্তি শেষ হবে লিওনেল মেসির। নতুন চুক্তি হবে কি হবে না, তা নিয়ে অনিশ্চয়তা চলছিল অনেক দিন। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করবে না পিএসজি। এর আগে সৌদি আরবের পর্যটন দূত হিসেবে মরুর দেশে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন মেসি। ক্লাবের অনুমতি ছাড়া সৌদিতে যাওয়ায় দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। পরে অবশ্য মেসি ক্ষমা চেয়েছেন। এরপর মেসির ওপর নিষেধাজ্ঞা কমায় পিএসজি। তবু নতুন চুক্তি নিয়ে এখনো পরিষ্কার কিছু জানা যায়নি। অন্যদিকে গত মঙ্গলবার লিওনেল মেসির সঙ্গে আল-হিলালের প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা চুক্তির কথা জানিয়েছিল এএফপি। পরে মেসির বাবা হোর্হে মেসি তা অস্বীকার করেছেন। আল-হিলাল থেকে এখনো কিছু জানানো হয়নি এ ব্যাপারে।

চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সাথে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
৪ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
২৯ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে