
‘হেক্সা’ মিশনে এসে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ। এরপর থেকে ব্রাজিলের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। আগামী বিশ্বকাপের জন্য কনমেবল অঞ্চলের বাছাইপর্বেও ভালো অবস্থানে নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে ব্রাজিল। জয় নেই গত চার ম্যাচে, তার মধ্যে শেষ তিন ম্যাচে হার। এমন কঠিন সময়ে আরো একটি দুঃসংবাদ শুনল সেলেসাওরা।
বড় শাস্তির মুখে পড়তে হতে পারে ব্রাজিলকে। ফুটবল ফেডারশনে রাষ্ট্রীয় হস্তক্ষেপের কারণে ব্রাজিল জাতীয় দল ও তাদের ক্লাবগুলোকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।
রিও ডি জেনেইরোর আদালতের নির্দেশে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ ও তাঁর বোর্ডকে ছাঁটাই করার কারণে আবারও ফিফা ও কনমেবল চিঠি দিয়ে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে সিবিএফকে।
গত ৭ ডিসেম্বর অনিয়মের অভিযোগে ৩০ দিনের মধ্যে এদনালদোসহ পুরো বোর্ডকে পদ ছাড়ার নির্দেশ দেন আদালত। তবে এই নির্দেশের চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে গেলেও লাভ হয়নি তাঁর। আদালতের নির্দেশের পর সিবিএফের কাছে এই বিষয়ের ব্যাখ্যা চায় ফিফা ও কনমেবল। তবে সিবিএফ কোনো উত্তর দেয়নি। যার কারণে নতুন করে আবার চিঠি পাঠাল ফিফা ও কনমেবল।
সেই চিঠির কিছু অংশ প্রকাশ করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো। গতকাল ফিফা চিফ মেম্বার্স অ্যাসোসিয়েশন অফিসার কেনি জঁ-মেরি ও কনমেবলের সহকারি সাধারণ সচিব মোনসেরাত হিমনেজ গার্সিয়ার স্বাক্ষর করা এই চিঠিতে লেখা, ‘ফিফা ও কনমবেল জানাচ্ছে, কমিশন পাঠানোর আগ পর্যন্ত সিবিএফ এবং সেখানে নির্বাচন বিষয়ক কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই নির্দেশ অমান্য করলে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের বিবেচনায় দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। তাতে আসতে পারে নিষেধাজ্ঞাও। ফিফার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের দ্বারা সিবিএফ যদি নিষিদ্ধ হয় তবে তাৎক্ষণিকভাবে ফিফার সদস্যপদের সব রকম অধিকার হারাতে হবে।’

‘হেক্সা’ মিশনে এসে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ। এরপর থেকে ব্রাজিলের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। আগামী বিশ্বকাপের জন্য কনমেবল অঞ্চলের বাছাইপর্বেও ভালো অবস্থানে নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে ব্রাজিল। জয় নেই গত চার ম্যাচে, তার মধ্যে শেষ তিন ম্যাচে হার। এমন কঠিন সময়ে আরো একটি দুঃসংবাদ শুনল সেলেসাওরা।
বড় শাস্তির মুখে পড়তে হতে পারে ব্রাজিলকে। ফুটবল ফেডারশনে রাষ্ট্রীয় হস্তক্ষেপের কারণে ব্রাজিল জাতীয় দল ও তাদের ক্লাবগুলোকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।
রিও ডি জেনেইরোর আদালতের নির্দেশে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ ও তাঁর বোর্ডকে ছাঁটাই করার কারণে আবারও ফিফা ও কনমেবল চিঠি দিয়ে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে সিবিএফকে।
গত ৭ ডিসেম্বর অনিয়মের অভিযোগে ৩০ দিনের মধ্যে এদনালদোসহ পুরো বোর্ডকে পদ ছাড়ার নির্দেশ দেন আদালত। তবে এই নির্দেশের চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে গেলেও লাভ হয়নি তাঁর। আদালতের নির্দেশের পর সিবিএফের কাছে এই বিষয়ের ব্যাখ্যা চায় ফিফা ও কনমেবল। তবে সিবিএফ কোনো উত্তর দেয়নি। যার কারণে নতুন করে আবার চিঠি পাঠাল ফিফা ও কনমেবল।
সেই চিঠির কিছু অংশ প্রকাশ করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো। গতকাল ফিফা চিফ মেম্বার্স অ্যাসোসিয়েশন অফিসার কেনি জঁ-মেরি ও কনমেবলের সহকারি সাধারণ সচিব মোনসেরাত হিমনেজ গার্সিয়ার স্বাক্ষর করা এই চিঠিতে লেখা, ‘ফিফা ও কনমবেল জানাচ্ছে, কমিশন পাঠানোর আগ পর্যন্ত সিবিএফ এবং সেখানে নির্বাচন বিষয়ক কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই নির্দেশ অমান্য করলে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের বিবেচনায় দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। তাতে আসতে পারে নিষেধাজ্ঞাও। ফিফার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের দ্বারা সিবিএফ যদি নিষিদ্ধ হয় তবে তাৎক্ষণিকভাবে ফিফার সদস্যপদের সব রকম অধিকার হারাতে হবে।’

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
৯ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
১০ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
১০ ঘণ্টা আগে