সারা বিশ্বের মুসলমানেরা এখন সিয়াম সাধনা তথা রমজানের রোজার সময় পার করছেন। রোজা রাখার কাজটি বেশ নিয়মিতভাবেই পালন করেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা। চেলসির বিপক্ষে ম্যাচের আগেও রোজা ছিলেন তিনি। ম্যাচ শুরুর ১০-১৫ মিনিট আগে ইফতার সেরেছিলেন। আর এরপর মাঠে নেমেই করলেন দলকে জেতানো দুর্দান্ত এক হ্যাটট্রিক।
এর আগেও রোজা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন তিনি। রোজা রাখলে ফিটনেসে সমস্যা হয় কি না, জানতে চাইলে বেনজেমা বলেন, ‘এটা অসাধারণ এক অনুভূতি।’ বেনজেমা বলেন, ‘এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং রোজা রাখলে আমি খুব ভালো বোধ করি। রমজান আমার জীবনের অংশ, যা ধর্ম আমার জন্য বাধ্যতামূলক করেছে।’
রোজা যে বেনজেমার আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে, সেই প্রমাণ চেলসি ম্যাচের দিকে তাকালেই পাওয়া যাবে। ম্যাচজুড়ে দুর্দান্ত খেলেছেন তিনি। তিন মিনিটের ব্যবধানে হেড থেকে করেন ২ গোল। আর বিরতির পর চেলসির গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে আদায় করে নিয়েছেন হ্যাটট্রিক।
শুধু হ্যাটট্রিকই নয়, যখনই বেনজেমার পায়ে বল গেছে, চেলসি রক্ষণকে তটস্থ করে রেখেছেন। এ নিয়ে টানা দুই চ্যাম্পিয়নস লিগ ম্যাচে হ্যাটট্রিক পেলেন ‘কিং করিম’। এর আগে এই কীর্তি গড়েছিলেন তাঁরই সাবেক ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো।

দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৮ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
২ ঘণ্টা আগে