
শেষ ভালো যার, সব ভালো তার—ক্রিস্টিয়ানো রোনালদো পারেননি এই কথার সার্থকতা প্রমাণ করতে। তাঁর দল পর্তুগাল ২০২৪ ইউরোতে বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। এমনকি তাঁর পারফরম্যান্সও ছিল না আশানুরূপ।
চলতি ইউরোতে হতাশাজনক পারফরম্যান্সের কারণে রোনালদো আছেন সমালোচনার কেন্দ্রবিন্দুতে। সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হচ্ছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে ১টি অ্যাসিস্ট করেন। কোনো গোলই তিনি করতে পারেননি। হামবুর্গে পরশু রাতে ফ্রান্সের কাছে পেনাল্টি শুটআউটে হেরে সেমিতে ওঠার স্বপ্নভঙ্গ হয় পর্তুগালের। পর্তুগিজদের হতাশাজনক বিদায়ের পর রোনালদো কেঁদেছেন অঝোরে। সামাজিক মাধ্যমে গত রাতে সংক্ষিপ্ত এক পোস্ট যে দিয়েছেন, সেখানে যেন মিশে ছিল ‘হতাশার সুর’। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘আমরা আরও চেয়েছিলাম। আমাদের আরও প্রাপ্য ছিল। আমাদের জন্য, আপনাদের সবার জন্য। পর্তুগালের জন্য। আপনি আমাদের যা দিয়েছেন এবং এখন পর্যন্ত আমরা যা অর্জন করেছি, তার জন্য আমরা কৃতজ্ঞ।’
রোনালদো এবারের ইউরোতে গোলের সুযোগ পেয়েছিলেন তাঁর ‘প্রিয়’ পেনাল্টি থেকেই। তবে ১ জুলাই শেষ ষোলোর ম্যাচে তাঁর বুলেট গতির শট প্রতিহত করেন স্লোভেনিয়ার গোলরক্ষক ইয়ান ওবলাক। সেদিনও অঝোরে কাঁদতে দেখা গেছে রোনালদোকে। পর্তুগিজ ফরোয়ার্ড তখনই জানিয়ে দিয়েছিলেন যে, এই ইউরো দিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে ইতি টানবেন।
ক্লাব ফুটবলের মতো আন্তর্জাতিক ফুটবলেও রেকর্ড বই তছনছ করে দিয়েছেন রোনালদো। ২০০৩ থেকে ২০২৪—পর্তুগালের জার্সিতে ২১ বছরের ক্যারিয়ারে ২১২ ম্যাচে করেছেন ১৩০ গোল। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাও তিনি। অ্যাসিস্ট করেছেন ৪৭ গোলে। তবে এখনই আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি রোনালদো টানবেন কি না, তা এখনো নিশ্চিত করে বলেননি পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ।

শেষ ভালো যার, সব ভালো তার—ক্রিস্টিয়ানো রোনালদো পারেননি এই কথার সার্থকতা প্রমাণ করতে। তাঁর দল পর্তুগাল ২০২৪ ইউরোতে বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। এমনকি তাঁর পারফরম্যান্সও ছিল না আশানুরূপ।
চলতি ইউরোতে হতাশাজনক পারফরম্যান্সের কারণে রোনালদো আছেন সমালোচনার কেন্দ্রবিন্দুতে। সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হচ্ছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে ১টি অ্যাসিস্ট করেন। কোনো গোলই তিনি করতে পারেননি। হামবুর্গে পরশু রাতে ফ্রান্সের কাছে পেনাল্টি শুটআউটে হেরে সেমিতে ওঠার স্বপ্নভঙ্গ হয় পর্তুগালের। পর্তুগিজদের হতাশাজনক বিদায়ের পর রোনালদো কেঁদেছেন অঝোরে। সামাজিক মাধ্যমে গত রাতে সংক্ষিপ্ত এক পোস্ট যে দিয়েছেন, সেখানে যেন মিশে ছিল ‘হতাশার সুর’। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘আমরা আরও চেয়েছিলাম। আমাদের আরও প্রাপ্য ছিল। আমাদের জন্য, আপনাদের সবার জন্য। পর্তুগালের জন্য। আপনি আমাদের যা দিয়েছেন এবং এখন পর্যন্ত আমরা যা অর্জন করেছি, তার জন্য আমরা কৃতজ্ঞ।’
রোনালদো এবারের ইউরোতে গোলের সুযোগ পেয়েছিলেন তাঁর ‘প্রিয়’ পেনাল্টি থেকেই। তবে ১ জুলাই শেষ ষোলোর ম্যাচে তাঁর বুলেট গতির শট প্রতিহত করেন স্লোভেনিয়ার গোলরক্ষক ইয়ান ওবলাক। সেদিনও অঝোরে কাঁদতে দেখা গেছে রোনালদোকে। পর্তুগিজ ফরোয়ার্ড তখনই জানিয়ে দিয়েছিলেন যে, এই ইউরো দিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে ইতি টানবেন।
ক্লাব ফুটবলের মতো আন্তর্জাতিক ফুটবলেও রেকর্ড বই তছনছ করে দিয়েছেন রোনালদো। ২০০৩ থেকে ২০২৪—পর্তুগালের জার্সিতে ২১ বছরের ক্যারিয়ারে ২১২ ম্যাচে করেছেন ১৩০ গোল। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাও তিনি। অ্যাসিস্ট করেছেন ৪৭ গোলে। তবে এখনই আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি রোনালদো টানবেন কি না, তা এখনো নিশ্চিত করে বলেননি পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৫ ঘণ্টা আগে