ক্রীড়া ডেস্ক

ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্রয়ে কার্লো আনচেলত্তির অধীনে নতুন ব্রাজিলের শুরুটা হয়নি মনমতো। তাতে অনেক সমালোচনার শিকার হয়েছিল ব্রাজিল। সেটার জবাব আনচেলত্তির শিষ্যরা দিয়েছেন মাঠে। নতুন ব্রাজিল পেল প্রথম জয়। পেয়ে গেল ২০২৬ বিশ্বকাপের টিকিটও।
বাংলাদেশ সময় আজ সকালে দুটি ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামে ব্রাজিল-আর্জেন্টিনা। ভিনিসিয়ুস জুনিয়রের গোলে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। তবে ব্রাজিল জিতলেও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার জন্য সেটা ছিল ভুলে যাওয়ার মতোই। কলম্বিয়ার বিপক্ষে এক পর্যায়ে আলবিসেলেস্তেরা ১০ জনের দলে পরিণত হয়। শেষ পর্যন্ত কোনো রকমে বেঁচে গেল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।
সাও পাওলোর করিন্থিয়ানস অ্যারেনায় আজ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল-প্যারাগুয়ে। প্রথম থেকেই প্যারাগুয়ের রক্ষণভাগে বারবার হানা দিলেও গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল। কখনো ফিনিশিংয়ের দুর্বলতা, কখনোবা প্যারাগুয়ে গোলরক্ষক গাতিতো ফার্নান্দেজ প্রতিহত করেছেন ব্রাজিলের নিশ্চিত গোল হওয়া শট। প্যারাগুয়েও প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিতে গেলেও ব্রাজিলের ডিফেন্ডাররা প্রতিহত করেছেন। এভাবে চলতে চলতে প্রথমার্ধেই ব্রাজিল পেয়ে যায় গোলের দেখা। ৪৪ মিনিটে ম্যাথিউস কুনিয়ার পাস রিসিভ করে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ভিনি।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা ব্রাজিল দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলা চালিয়ে যায়। প্যারাগুয়ে তখন রক্ষণভাগ সামলাতেই বেশি ব্যস্ত হয়ে পড়ে। যার ফলে ব্রাজিলের রক্ষণদুর্গে হানা দেওয়ার সুযোগ খুব একটা পায়নি প্যারাগুয়ে। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় এখন তিনে উঠল আনচেলত্তির দল। ১৬ ম্যাচে ৭ জয়, ৪ ড্র ও ৫ হারে ২৫ পয়েন্ট পেয়েছে ব্রাজিল।
ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বাছাইপর্বে আজ খেলেছে এস্তাদিও মাস মনুমেন্তাল স্টেডিয়ামে। ঘরের মাঠে আকাশী নীলেরা দ্রুত গোল হজম করে বসে। ২৪ মিনিটে গোল করেন কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ। প্রথমার্ধ আর্জেন্টিনা শেষ করে ১-০ গোলে পিছিয়ে থেকে।
পিছিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে আরও বেশি চাপে পড়ে। ৭০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। কলম্বিয়ান মিডফিল্ডার কাস্তানোর মাথায় বুট দিয়ে আঘাত করেই মূলত লাল কার্ড পেয়েছেন ফার্নান্দেজ। ১০ জনের আর্জেন্টিনা এরপর সমতায় ফিরেছে আলমাদার গোলে। ৮১ মিনিটে সমতাসূচক গোল করেন আলমাদা। আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলেই ড্র হয়েছে।
আর্জেন্টিনা এখনো বাছাইপর্বের শীর্ষে অবস্থান করছে। ১৬ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ৩ হারে ৩৫ পয়েন্ট এখন স্কালোনির দলের। দুই ও তিনে থাকা ইকুয়েডর, ব্রাজিল উভয়েরই ২৫ পয়েন্ট। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা তিন দলই খেলেছে ১৬টি করে ম্যাচ।

ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্রয়ে কার্লো আনচেলত্তির অধীনে নতুন ব্রাজিলের শুরুটা হয়নি মনমতো। তাতে অনেক সমালোচনার শিকার হয়েছিল ব্রাজিল। সেটার জবাব আনচেলত্তির শিষ্যরা দিয়েছেন মাঠে। নতুন ব্রাজিল পেল প্রথম জয়। পেয়ে গেল ২০২৬ বিশ্বকাপের টিকিটও।
বাংলাদেশ সময় আজ সকালে দুটি ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামে ব্রাজিল-আর্জেন্টিনা। ভিনিসিয়ুস জুনিয়রের গোলে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। তবে ব্রাজিল জিতলেও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার জন্য সেটা ছিল ভুলে যাওয়ার মতোই। কলম্বিয়ার বিপক্ষে এক পর্যায়ে আলবিসেলেস্তেরা ১০ জনের দলে পরিণত হয়। শেষ পর্যন্ত কোনো রকমে বেঁচে গেল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।
সাও পাওলোর করিন্থিয়ানস অ্যারেনায় আজ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল-প্যারাগুয়ে। প্রথম থেকেই প্যারাগুয়ের রক্ষণভাগে বারবার হানা দিলেও গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল। কখনো ফিনিশিংয়ের দুর্বলতা, কখনোবা প্যারাগুয়ে গোলরক্ষক গাতিতো ফার্নান্দেজ প্রতিহত করেছেন ব্রাজিলের নিশ্চিত গোল হওয়া শট। প্যারাগুয়েও প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিতে গেলেও ব্রাজিলের ডিফেন্ডাররা প্রতিহত করেছেন। এভাবে চলতে চলতে প্রথমার্ধেই ব্রাজিল পেয়ে যায় গোলের দেখা। ৪৪ মিনিটে ম্যাথিউস কুনিয়ার পাস রিসিভ করে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ভিনি।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা ব্রাজিল দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলা চালিয়ে যায়। প্যারাগুয়ে তখন রক্ষণভাগ সামলাতেই বেশি ব্যস্ত হয়ে পড়ে। যার ফলে ব্রাজিলের রক্ষণদুর্গে হানা দেওয়ার সুযোগ খুব একটা পায়নি প্যারাগুয়ে। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় এখন তিনে উঠল আনচেলত্তির দল। ১৬ ম্যাচে ৭ জয়, ৪ ড্র ও ৫ হারে ২৫ পয়েন্ট পেয়েছে ব্রাজিল।
ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বাছাইপর্বে আজ খেলেছে এস্তাদিও মাস মনুমেন্তাল স্টেডিয়ামে। ঘরের মাঠে আকাশী নীলেরা দ্রুত গোল হজম করে বসে। ২৪ মিনিটে গোল করেন কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ। প্রথমার্ধ আর্জেন্টিনা শেষ করে ১-০ গোলে পিছিয়ে থেকে।
পিছিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে আরও বেশি চাপে পড়ে। ৭০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। কলম্বিয়ান মিডফিল্ডার কাস্তানোর মাথায় বুট দিয়ে আঘাত করেই মূলত লাল কার্ড পেয়েছেন ফার্নান্দেজ। ১০ জনের আর্জেন্টিনা এরপর সমতায় ফিরেছে আলমাদার গোলে। ৮১ মিনিটে সমতাসূচক গোল করেন আলমাদা। আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলেই ড্র হয়েছে।
আর্জেন্টিনা এখনো বাছাইপর্বের শীর্ষে অবস্থান করছে। ১৬ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ৩ হারে ৩৫ পয়েন্ট এখন স্কালোনির দলের। দুই ও তিনে থাকা ইকুয়েডর, ব্রাজিল উভয়েরই ২৫ পয়েন্ট। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা তিন দলই খেলেছে ১৬টি করে ম্যাচ।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৫ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৬ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৯ ঘণ্টা আগে