
মাইলফলকের ম্যাচ নিজের মতো করে রাঙানোর ইচ্ছা যে সব খেলোয়াড়েরই। কেউ হয়তো পারেন, আবার কেউ হয়তো পারেন না। ফেরান তোরেসের সৌভাগ্য যে তিনি মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখতে পেরেছেন। তোরেসের দুর্দান্ত এক হ্যাটট্রিকে বার্সা পেল দারুণ এক জয়।
বেনিতো ভিল্লামারিনে লা লিগায় গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল রিয়াল বেতিস। ম্যাচটি ছিল বার্সেলোনায় তোরেসের শততম ম্যাচ। এই ম্যাচটি তিনি রাঙিয়েছেন নিজের মতো করে। বার্সেলোনা ৪-২ গোলে হারিয়েছে রিয়াল বেতিসকে। বার্সার প্রতিটি গোলেই তোরেসের অবদান রয়েছে। ২১ মিনিটে দলের প্রথম গোল করেন তিনি। তাঁকে (তোরেস) অ্যাসিস্ট করেন পেদ্রি। প্রথমার্ধ বার্সা ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ৪৮ মিনিটে গোল করেন তোরেস। ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে আরও দুই গোল করে বার্সা। যার মধ্যে ৯০ মিনিটে তোরেসের অ্যাসিস্টে গোল করেন হোয়াও ফেলিক্স। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিকের দেখা পান তোরেস। স্প্যানিশ ফরোয়ার্ডকে গোল করতে সহায়তা করেছেন ল্যামিন ইয়ামাল। ম্যাচ শেষে তোরেস বলেন, ‘হ্যাটট্রিকটা আমি উপভোগ করতে চাই। আমি আজ (গতকাল) বার্সেলোনার হয়ে ১০০ ম্যাচ খেলেছি। তাই এর চেয়ে বেশি কিছু চাওয়া সম্ভব না।’
৪-২ গোলে ম্যাচ বার্সেলোনা জিতলেও তা এত সহজে আসেনি। ৪৮ মিনিটে তোরেসের গোলে বার্সা ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ায় বেতিস। ৫৬ ও ৫৯ মিনিটে জোড়া গোল করেন বেতিস মিডফিল্ডার ইসকো। ২-২ গোলে সমতা ছিল ৯০ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষ বেতিসকেও কৃতিত্ব দিয়েছেন তোরেস, ‘এটা বেনিতো ভিল্লামারিনের বেতিস। আমি জানতাম তারা সুযোগের অপেক্ষায় ছিল। দুই গোল করে তারা ঘুরে দাঁড়িয়েছে। তবে আমরা দেখিয়েছি কীভাবে তিন পয়েন্ট নিতে হয়।’

মাইলফলকের ম্যাচ নিজের মতো করে রাঙানোর ইচ্ছা যে সব খেলোয়াড়েরই। কেউ হয়তো পারেন, আবার কেউ হয়তো পারেন না। ফেরান তোরেসের সৌভাগ্য যে তিনি মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখতে পেরেছেন। তোরেসের দুর্দান্ত এক হ্যাটট্রিকে বার্সা পেল দারুণ এক জয়।
বেনিতো ভিল্লামারিনে লা লিগায় গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল রিয়াল বেতিস। ম্যাচটি ছিল বার্সেলোনায় তোরেসের শততম ম্যাচ। এই ম্যাচটি তিনি রাঙিয়েছেন নিজের মতো করে। বার্সেলোনা ৪-২ গোলে হারিয়েছে রিয়াল বেতিসকে। বার্সার প্রতিটি গোলেই তোরেসের অবদান রয়েছে। ২১ মিনিটে দলের প্রথম গোল করেন তিনি। তাঁকে (তোরেস) অ্যাসিস্ট করেন পেদ্রি। প্রথমার্ধ বার্সা ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ৪৮ মিনিটে গোল করেন তোরেস। ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে আরও দুই গোল করে বার্সা। যার মধ্যে ৯০ মিনিটে তোরেসের অ্যাসিস্টে গোল করেন হোয়াও ফেলিক্স। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিকের দেখা পান তোরেস। স্প্যানিশ ফরোয়ার্ডকে গোল করতে সহায়তা করেছেন ল্যামিন ইয়ামাল। ম্যাচ শেষে তোরেস বলেন, ‘হ্যাটট্রিকটা আমি উপভোগ করতে চাই। আমি আজ (গতকাল) বার্সেলোনার হয়ে ১০০ ম্যাচ খেলেছি। তাই এর চেয়ে বেশি কিছু চাওয়া সম্ভব না।’
৪-২ গোলে ম্যাচ বার্সেলোনা জিতলেও তা এত সহজে আসেনি। ৪৮ মিনিটে তোরেসের গোলে বার্সা ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ায় বেতিস। ৫৬ ও ৫৯ মিনিটে জোড়া গোল করেন বেতিস মিডফিল্ডার ইসকো। ২-২ গোলে সমতা ছিল ৯০ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষ বেতিসকেও কৃতিত্ব দিয়েছেন তোরেস, ‘এটা বেনিতো ভিল্লামারিনের বেতিস। আমি জানতাম তারা সুযোগের অপেক্ষায় ছিল। দুই গোল করে তারা ঘুরে দাঁড়িয়েছে। তবে আমরা দেখিয়েছি কীভাবে তিন পয়েন্ট নিতে হয়।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে