মাইলফলকের ম্যাচ নিজের মতো করে রাঙানোর ইচ্ছা যে সব খেলোয়াড়েরই। কেউ হয়তো পারেন, আবার কেউ হয়তো পারেন না। ফেরান তোরেসের সৌভাগ্য যে তিনি মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখতে পেরেছেন। তোরেসের দুর্দান্ত এক হ্যাটট্রিকে বার্সা পেল দারুণ এক জয়।
বেনিতো ভিল্লামারিনে লা লিগায় গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল রিয়াল বেতিস। ম্যাচটি ছিল বার্সেলোনায় তোরেসের শততম ম্যাচ। এই ম্যাচটি তিনি রাঙিয়েছেন নিজের মতো করে। বার্সেলোনা ৪-২ গোলে হারিয়েছে রিয়াল বেতিসকে। বার্সার প্রতিটি গোলেই তোরেসের অবদান রয়েছে। ২১ মিনিটে দলের প্রথম গোল করেন তিনি। তাঁকে (তোরেস) অ্যাসিস্ট করেন পেদ্রি। প্রথমার্ধ বার্সা ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ৪৮ মিনিটে গোল করেন তোরেস। ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে আরও দুই গোল করে বার্সা। যার মধ্যে ৯০ মিনিটে তোরেসের অ্যাসিস্টে গোল করেন হোয়াও ফেলিক্স। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিকের দেখা পান তোরেস। স্প্যানিশ ফরোয়ার্ডকে গোল করতে সহায়তা করেছেন ল্যামিন ইয়ামাল। ম্যাচ শেষে তোরেস বলেন, ‘হ্যাটট্রিকটা আমি উপভোগ করতে চাই। আমি আজ (গতকাল) বার্সেলোনার হয়ে ১০০ ম্যাচ খেলেছি। তাই এর চেয়ে বেশি কিছু চাওয়া সম্ভব না।’
৪-২ গোলে ম্যাচ বার্সেলোনা জিতলেও তা এত সহজে আসেনি। ৪৮ মিনিটে তোরেসের গোলে বার্সা ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ায় বেতিস। ৫৬ ও ৫৯ মিনিটে জোড়া গোল করেন বেতিস মিডফিল্ডার ইসকো। ২-২ গোলে সমতা ছিল ৯০ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষ বেতিসকেও কৃতিত্ব দিয়েছেন তোরেস, ‘এটা বেনিতো ভিল্লামারিনের বেতিস। আমি জানতাম তারা সুযোগের অপেক্ষায় ছিল। দুই গোল করে তারা ঘুরে দাঁড়িয়েছে। তবে আমরা দেখিয়েছি কীভাবে তিন পয়েন্ট নিতে হয়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২৯ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে