ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল দুর্দান্ত এক মুহূর্তের সাক্ষী হয়েছে ফুটবলপ্রেমীরা। একই রাতে দুটি দল ও খেলোয়াড়দের অনেক কিছু গুরুত্বপূর্ণ মিল দেখেছে দর্শক। লিভারপুল ও টটেনহাম নিজ নিজ খেলায় জয় পাওয়ায় এমন ঘটনাগুলোর মিল পাওয়া গেছে।
ফুটবল খেলাটা যেহেতু দলীয়, তাই শুরুটা করা যাক দুই দলের জয়ের ব্যবধান দিয়ে। দুই দলই গতকাল নিজ নিজ দলের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে। ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে টটেনহাম। অন্যদিকে ব্রেন্টফোর্ডকে সমান ব্যবধানে হারিয়েছে লিভারপুল। দুই দলেরই জয়ের ম্যাচটি আবার নিজেদের মাঠে।
দুই দলের মধ্যে ব্যতিক্রম শুধু লিভারপুল অনেক আগে জয়ের মধ্যে ফিরলেও গতকাল জয়ে ফিরেছে টটেনহাম। টানা চার ম্যাচ জয়হীন থাকার পর গতকাল আনন্দ উদ্যাপনের সুযোগ পেয়েছে স্পার্সরা। অন্যদিকে টানা ছয় ম্যাচে জয় পেয়েছে অলরেডরা। এই ছয় ম্যাচের মধ্যে আবার সর্বশেষ পাঁচ ম্যাচে তাদের জয়ের ব্যবধান ১ গোলের। ২০০৯ সালে বার্মিংহামের এমন কীর্তির পর প্রথম দল হিসেবে এমন নজির গড়েছে লিভারপুল।
এবার অন্য মিলগুলোতে চোখ বোলানো যাক। গতকাল দুই দলের জয়ের ম্যাচের নায়ক ছিলেন দুই ফরোয়ার্ড। টটেনহামের হয়ে গোল করেছেন হ্যারি কেইন। আর মোহাম্মদ সালাহ জয় এনে দিয়েছেন লিভারপুলকে। ফরোয়ার্ডের কাজই যেহেতু গোল করা, সে হিসেবে এমন মিল হতেই পারে। এমনটা হওয়াই স্বাভাবিক। তবে কাকতালীয় বিষয় হচ্ছে, দুজন একই রাতে গোলের সেঞ্চুরি করেছেন। সেটিও আবার দুই দলের হয়ে হোম গোলের রেকর্ড। সব মিলিয়ে লিগটির ইতিহাসে এত সব ঘটনা আগে ঘটেছে কি না, জানা যায়নি। ঘটলেও সাম্প্রতিক সময়ে এমন উদাহরণ নেই বললেই চলে।
গতকাল শুধু মিল রেখেই নজির গড়েননি, আলাদাভাবেও কিছু মাইলফলক অর্জন করেছেন কেইন-সালাহ। টটেনহামের জয়সূচক গোলে প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কেইন। ২০৯ গোলে পেছনে ফেলেছেন ওয়েইন রুনিকে। ২০৮ গোল নিয়ে গতকালের আগে যৌথভাবে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের ফরোয়ার্ডের সঙ্গে দুইয়ে ছিলেন দেশটির বর্তমান অধিনায়ক। ২৬০ গোলে এখন তাঁর সামনে শুধু ইংল্যান্ড কিংবদন্তি অ্যালেন শিয়েরার।
আরও একটি মাইলফলক অর্জন করেছেন কেইন। টটেনহামকে জয় এনে দেওয়া হেডের গোলটি আবার এই মৌসুমে মাথা দিয়ে ১০তম গোল। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে হেডে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি। লিগের এখনো তিন ম্যাচ বাকি থাকায় সংখ্যাটি আরও বাড়তে পারে।
অন্যদিকে লিভারপুলের প্রথম খেলোয়াড় হিসেবে নিজেদের মাঠ অ্যানফিল্ডে টানা সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন সালাহ। সব প্রতিযোগিতা মিলিয়ে ধারাবাহিকভাবে ৯ ম্যাচে গোল করেছেন মিসরীয় ফরোয়ার্ড।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে