
বয়স বাড়লেও ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্সে পড়তি নেই। ৩৮ বছর বয়সেও পর্তুগালকে ম্যাচ জেতানোর দায়িত্ব নিয়েছেন তিনি কাঁধে। গতকাল ইউরো বাছাইয়ে আরেকবার করে দেখালেন সিআর সেভেন। তাঁর জোড়া গোলে ইউরোর মূল পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল।
গতকাল রোমাঞ্চকর ম্যাচে স্লোভাকিয়াকে ৩–২ গোলে হারিয়েছে পর্তুগাল। রোনালদোর জোড়া গোলের সঙ্গে অপরটি করেছেন গনঞ্জালো রামোস। আর প্রতিপক্ষের হয়ে গোল দুটি করেছেন ডেভিড হ্যানকো ও স্ট্যানিস্লাভ লোবোটকা।
ম্যাচের শুরু থেকেই দর্শক–সমর্থকদের রুদ্ধশ্বাস এক ম্যাচ উপহার দিয়েছে দুদলের খেলোয়াড়েরা। ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’ এমন ম্যাচই গতকাল হয়েছে পর্তুগাল–স্লোভাকিয়ার মধ্যে। যদিও ঘরের মাঠে প্রথমার্ধের ২৯ মিনিটের মধ্যেই ২ গোলে এগিয়ে গিয়েছিল রোনালদোরা। শুরুটা করেছিলেন রামোস। ব্রুনো ফার্নান্দেজর ক্রস থেকে ১৮ মিনিটে তাঁর হেডে প্রথম লিড পায় পর্তুগাল। তাঁর গোলের ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সিআর সেভেন। পেনাল্টি থেকে ২৯ মিনিটে নিজের প্রথম গোল করেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে স্লোভাকিয়া। তার ফলও হাতে–নাতে পায় তারা। ৬৯ মিনিটে ব্যবধান কমান হ্যানকো। কিন্তু ৪ মিনিটও ২–১ ব্যবধান ধরে রাখতে পারেনি সফরকারীরা। ৭২ মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। বক্সের মধ্যে ফার্নান্দেজের পাওয়া পাসে শুধু পায়ের কাজটুকুই করেন আল নাসরের ফরোয়ার্ড। রোনালদোর এই গোলেই কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছিল। অবশ্য ৮০ মিনিটে স্লোভাকিয়ার মিডফিল্ডার লোবোটকা ৩–২ ব্যবধান করলে ম্যাচ জমে যায়। শেষ পর্যন্ত যদিও আর গোল শোধ দিতে পারেনি তাঁরা। এতে করে ৩–২ ব্যবধানের জয়ে ইউরোর পর্ব নিশ্চিত হয় পর্তুগালের।
পর্তুগালের মতো ফ্রান্সও ইউরোর মূল পর্বে জায়গা পেয়েছে। গতকাল রাতে নেদারল্যান্ডসকে ২–১ গোলে হারিয়ে। ফরাসিদের হয়ে রোনালদোর মতো জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ডাচদের হয়ে ব্যবধান কমানো গোলটি করেছেন কুইলিন্ডস্কি হার্টম্যান।

বয়স বাড়লেও ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্সে পড়তি নেই। ৩৮ বছর বয়সেও পর্তুগালকে ম্যাচ জেতানোর দায়িত্ব নিয়েছেন তিনি কাঁধে। গতকাল ইউরো বাছাইয়ে আরেকবার করে দেখালেন সিআর সেভেন। তাঁর জোড়া গোলে ইউরোর মূল পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল।
গতকাল রোমাঞ্চকর ম্যাচে স্লোভাকিয়াকে ৩–২ গোলে হারিয়েছে পর্তুগাল। রোনালদোর জোড়া গোলের সঙ্গে অপরটি করেছেন গনঞ্জালো রামোস। আর প্রতিপক্ষের হয়ে গোল দুটি করেছেন ডেভিড হ্যানকো ও স্ট্যানিস্লাভ লোবোটকা।
ম্যাচের শুরু থেকেই দর্শক–সমর্থকদের রুদ্ধশ্বাস এক ম্যাচ উপহার দিয়েছে দুদলের খেলোয়াড়েরা। ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’ এমন ম্যাচই গতকাল হয়েছে পর্তুগাল–স্লোভাকিয়ার মধ্যে। যদিও ঘরের মাঠে প্রথমার্ধের ২৯ মিনিটের মধ্যেই ২ গোলে এগিয়ে গিয়েছিল রোনালদোরা। শুরুটা করেছিলেন রামোস। ব্রুনো ফার্নান্দেজর ক্রস থেকে ১৮ মিনিটে তাঁর হেডে প্রথম লিড পায় পর্তুগাল। তাঁর গোলের ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সিআর সেভেন। পেনাল্টি থেকে ২৯ মিনিটে নিজের প্রথম গোল করেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে স্লোভাকিয়া। তার ফলও হাতে–নাতে পায় তারা। ৬৯ মিনিটে ব্যবধান কমান হ্যানকো। কিন্তু ৪ মিনিটও ২–১ ব্যবধান ধরে রাখতে পারেনি সফরকারীরা। ৭২ মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। বক্সের মধ্যে ফার্নান্দেজের পাওয়া পাসে শুধু পায়ের কাজটুকুই করেন আল নাসরের ফরোয়ার্ড। রোনালদোর এই গোলেই কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছিল। অবশ্য ৮০ মিনিটে স্লোভাকিয়ার মিডফিল্ডার লোবোটকা ৩–২ ব্যবধান করলে ম্যাচ জমে যায়। শেষ পর্যন্ত যদিও আর গোল শোধ দিতে পারেনি তাঁরা। এতে করে ৩–২ ব্যবধানের জয়ে ইউরোর পর্ব নিশ্চিত হয় পর্তুগালের।
পর্তুগালের মতো ফ্রান্সও ইউরোর মূল পর্বে জায়গা পেয়েছে। গতকাল রাতে নেদারল্যান্ডসকে ২–১ গোলে হারিয়ে। ফরাসিদের হয়ে রোনালদোর মতো জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ডাচদের হয়ে ব্যবধান কমানো গোলটি করেছেন কুইলিন্ডস্কি হার্টম্যান।

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
২ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৩ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৭ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৮ ঘণ্টা আগে