Ajker Patrika

উরুগুয়ের বিপক্ষে প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ প্রায় নিশ্চিত আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২২ মার্চ ২০২৫, ১১: ৫৮
আলমাদার গোলে জিতল আর্জেন্টিনা। ছবি: এএফপি
আলমাদার গোলে জিতল আর্জেন্টিনা। ছবি: এএফপি

সেরা তারকা ফুটবলারদের ছাড়াই উরুগুয়ের সেন্তেনারিও স্টেডিয়ামে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দেখায় নিজেদের মাঠ লা বোম্বোনেরায় উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছিল লিওনেল স্কালোনির দল। স্পষ্টই লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্তিনেজ, লো সেলসোদের ছাড়া দ্বিতীয় লেগের আর্জেন্টিনা দল আরও ভঙ্গুর। তবে সেটি অনুভব করতে দেননি হুলিয়ান আলভারেজ-থিয়াগো আলমাদারা।

আলমাদার অসাধারণ এক গেলে উরুগুয়েকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে প্রতিশোধ নিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যয়, দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করা গোলটি করেন অলিম্পিক লিওর মিডফিল্ডার আলমাদা। যদিও আজ ২৩ বছর বয়সী এ ফুটবলার লেফট উইঙ্গার হিসেবেই খেলেছেন।

দারুণ জয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিতই করে ফেলেছে আর্জেন্টিনা। পরের ম্যাচে ব্রাজিলের সঙ্গে ড্র করলেই টিকিট নিশ্চিত হয়ে যাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।

ম্যাচে ৫৬ শতাংশ বল দখলে ছিল উরুগুয়ের। বলের নিয়ন্ত্রণ বেশি রাখতে পারলেও প্রতিপক্ষের বক্সের সামনে গিয়ে ততটা ধারালো হতে পারেনি তারা। আর্জেন্টিনা যেখানে গোলের উদ্দেশ্যে ১২টি শট নিয়ে ৪টা লক্ষ্যে রাখতে পারে উরুগুয়ের সেখানে ৬ শটের ২টা ছিল নিশানায়।

বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া ম্যাচে ৬৮ মিনিটে প্রত্যাশিত গোল উদ্‌যাপন করে আর্জেন্টিনা। সতীর্থদের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বাঁ প্রান্তে বক্সের বাইরে কয়েক গজ দূর থেকে জোরালো শট নেন আলমাদা। দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ায়। উরুগুয়ের গোলরক্ষক সার্জিও রোচেট ঝাঁপিয়ে চেষ্টা করেছিলেন বাধা হতে, কিন্তু তিনি বলের নাগালই পাননি।

এই জয়ে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকল আর্জেন্টিনা। এখনো তাদের বাকি ৫ ম্যাচ, আর কোনো ম্যাচ না জিতে একটা ড্র করলেও বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হবে লিওনেল মেসির দলের। ম্যাচের অন্তিম সময়ে একটা অস্বস্তি যোগ হয় আর্জেন্টিনার। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে লাল কার্ড দেখেন নিকোলাস গঞ্জালেস। এই হারে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে উরুগুয়ে।

আরেক ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে ইকুয়েডর। আগের দিন কলম্বিয়াকে হারিয়ে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট অর্জন করে টেবিলের দুইয়ে উঠেছিল ব্রাজিল। আজ আবার তিনে নেমে গেল তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত