স্মরণীয় এক জয়ের পর লাল-সবুজ পতাকা হাতে নিয়ে গ্যালারির দিকে ছুটে গেলেন বাংলাদেশের ফুটবলাররা। হঠাৎ করে বাংলাদেশের পতাকার সঙ্গে দেখা গেল ‘সেভ প্যালেস্টাইন’ পতাকাও। পতাকা হাতে হাসি মুখে দাঁড়িয়ে বাংলাদেশি ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ!
কিংস অ্যারেনায় মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গোল করেছেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। রুদ্ধশ্বাস ম্যাচে উল্লাসের এক ফাঁকে কখন জানি জায়গা করে নিল ফিলিস্তিনকে মুক্তির দাবিও।
খেলাধুলার সঙ্গে রাজনীতির কোনো যোগ না থাকলেও ইদানীং সময়ে বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন খেলার মাঠে জোরদার হয়েছে ফিলিস্তিনের মুক্তির দাবি। তেমনই এক দাবিতে ‘ফ্রি প্যালেস্টাইন’ পতাকা আজ উড়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। যদিও ম্যাচ কমিশনারের আপত্তিতে পরে পতাকা সরিয়ে নেওয়া হয়।
ম্যাচ জয়ের পর যেটা হয়েছে তাতে অনেকেই অবাক হয়েছেন। কারণ ‘সেভ প্যালেস্টাইন’ হাতে নিয়ে সবার আগে ছিলেন বিশ্বনাথ ঘোষ। সাধারণ দৃষ্টিতে এই দাবি মুসলিম ফুটবলারদের হওয়ার কথা থাকলেও সনাতনী ধর্মাবলম্বীর ফুটবলারদের কাছে এমন দৃশ্য খুব কমই দেখা যায়।
কেন বিশ্বনাথ সেই ব্যাখ্যা ম্যাচের পর দিয়েছেন রাকিব হোসেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রাকিব বলেছেন, ‘ফিলিস্তিন একটা মুসলিম দেশ। আমাদের বিশ্বনাথ আছে, বিশ্বনাথও বলেছে, গোল করতে পারলে, জিততে পারলে ওদের আমরা সমর্থন দেব। তাই ওই পতাকা নিয়ে উদ্যাপন করেছি।’

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে