এবারের দলবদলের বাজারে নিজেদের আক্রমণভাগের সবচেয়ে বড় তারকা আর্লিং হালান্ডকে বিক্রি করে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। তাঁর ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য দলটি ভিড়িয়েছিল সেবাস্তিয়ান হলারকে। আইভরি কোস্টের ফুটবলার নতুন মৌসুমে আক্রমণভাগের নেতৃত্ব দেবেন, এমন আশাই করেছিল ডর্টমুন্ড। কিন্তু শুরুর আগেই ধাক্কা খেল জার্মান ক্লাবটি। সেবাস্তিয়ান হলার অণ্ডকোষের ক্যানসারে আক্রান্ত বলে এক বিবৃতিতে জানিয়েছে ডর্টমুন্ড।
জার্মান জায়ান্টরা বর্তমানে প্রাক-মৌসুমের প্রস্তুতি সারতে সুইজারল্যান্ডে অনুশীলন করছেন। মঙ্গলবার সকালে দলের সঙ্গে অনুশীলনের সময় হলার অসুস্থ বোধ করলে তাঁকে মেডিকেলে ভর্তি করানো হয়। পরে তাঁর প্রাথমিক পরীক্ষায় অণ্ডকোষে ক্যানসার ধরা পড়ে।
ইতিমধ্যে হলারকে ডর্টমুন্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে সার্বিক পরীক্ষা-নিরীক্ষার জন্য। ডর্টমুন্ডের ক্রীড়া পরিচালক সেবাস্তিয়ান কেল বলেছেন, ‘খবরটি তাঁর ও আমাদের জন্য ধাক্কা হয়ে এসেছে। ডর্টমুন্ড পরিবার আশা করছি, হলার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। অতি দ্রুত যেন একসঙ্গে আবার আলিঙ্গন করতে পারি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে ও সেরা চিকিৎসাটা পায়।’
গত মৌসুমে হলার খেলেছেন আয়াক্সের হয়ে। ডাচ ক্লাবটির হয়ে বেশ আলো ছড়িয়েছেন তিনি। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে। ৮ ম্যাচে করেন ১১ গোল। ২৮ বছর বয়সী ফুটবলারের এমন নজরকাড়া পারফরমেন্সে মুগ্ধ হয়েই তাঁকে কিনেছিল ডর্টমুন্ড। কিন্তু দলটির হয়ে খেলতে নামার আগেই বড় দুঃসংবাদ শুনলেন সাবেক আয়াক্স ফুটবলার।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে