ঢাকা: এএস রোমার দায়িত্ব নিয়ে হোসে মরিনহোর ইতালিতে আসার সংবাদে নিশ্চয় ভ্রু কুঁচকে তাকিয়েছেন আন্তোনিও কন্তে! যদিও মুখে ঠিকই স্বাগত জানিয়েছেন। পুরোনো ‘শত্রু’র সঙ্গে দেখা হচ্ছে বলে কথা! আবারও সেই কথার লড়াই দেখতে ফুটবলপ্রেমীরাও নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছেন।
২০১৬ সালে শুরু এ দুই কোচের কথার দ্বৈরথ। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চেলসির ৪–০ গোলের জয়ের পর বাঁধভাঙা উল্লাসে মেতেছিলেন কন্তে, যা মোটেই পছন্দ হয়নি মরিনহোর। কন্তেকে সেদিন মরিনহো বলেছিলেন, ‘৪–০ গোলের জয় তুমি এভাবে উদ্যাপন করতে পারো না। শুধু ১–০ গোলের জয়ে করতে পারো। নয়তো সেটি আমাদের জন্য অপমান।’
সেটা অবশ্য শুরু ছিল। এখন ২০২০–২১ মৌসুমে সিরি ‘আ’তে আবারও দেখা মিলবে দুজনের লড়াইয়ের। ইতালির মঞ্চে অবশ্য এ দুজনের প্রথম দেখা হয়েছিল ২০০৯ সালে। কন্তে যখন আতালান্তার কোচ ছিলেন, সেবার ইন্টারের ডাগআউটে দাঁড়িয়েছিলেন মরিনহো।
মরিনহো–কন্তের লড়াই আবার সামনে আসে ২০১৭ সালের মার্চে। এফএ কাপের ম্যাচে অ্যান্ডের হেরেরাকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত মানতে পারেননি মরিনহো। বলেছিলেন, ‘সবাই ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে পারে। আমরা সবাই দেখেছি লাল কার্ডের আগে–পরে ম্যাচটি কেমন ছিল। দুটি হলুদ কার্ডের সিদ্ধান্ত আমরা চাইলে তুলনা করতে পারি। অন্যেদর ক্ষেত্র এটি দেওয়া হতো না।’
জবাবে মরিনহোর ট্যাকটিসের সমালোচনায় মাতেন কন্তে। বারবার এডেন হ্যাজার্ডকে ফাউল করার ঘটনা সামনে এনে কন্তে বলেন, ‘সে ম্যাচ শুরু করেছিল, তবে তার খেলাটা খেলতে পারেনি। সবাই এর সাক্ষী।’
এখানেই থামেননি কন্তে। মৌসুম শেষে শিষ্যদের তিনি বলেন, ‘দুই বছর আগে চেলসি ১০ নম্বরে ছিল। এটা আর ঘটতে দেওয়া যাবে না। জটিলতাগুলো জানা আছে। চেলসিতে মরিনহোর মৌসুমে যা ঘটেছিল, তা আমাদের এড়াতে হবে।’
এরপর আবার দৃশ্যপটে মরিনহো। প্রত্যুত্তরে এই পর্তুগিজ বলেন, `আমি অনেকভাবে উত্তর দিতে পারি। কিন্তু কন্তেকে নিয়ে কথা বলতে গিয়ে আমি মাথার চুল হারাতে চাই না।’
এখানে মরিনহোর স্পষ্ট ইঙ্গিত ছিল ইতালিয়ান কোচের নকল চুলের দিকে। পরে চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচ শেষে কন্তেকে ইঙ্গিত করে মরিনহো বলেন, ‘আমি অন্য কোচদের মতো কখনো চোট নিয়ে কথা বলি না। খেলোয়াড়েরা চোটে পড়লে তারা কেবল কাঁদে, কাঁদে এবং কাঁদে।’
এই কথার লড়াইয়ের একপর্যায়ে কন্তেকে ‘সঙ’ বলে মন্তব্য করেন মরিনহো! জবাব দিতে গিয়ে আরও আক্রমণাত্মক কন্তে বলেন, মরিনহোর ‘বার্ধক্যজনিত স্মৃতিভ্রংশ’ হয়েছে!
কথার লড়াইয়ের পরের পর্বে মরিনহো কন্তেকে ‘ম্যাচ ফিক্সার’ আখ্যা দেন! জবাবে কন্তে বলেন, ‘আমি তাকে ছোটলোক হিসেবে দেখি। অতীতেও সে ছোটলোক, বর্তমানেও সে ছোটলোক এবং ভবিষ্যতেও তাই থাকবে!’
নিশ্চিতভাবে এবার ইতালিতেও ফিরতে যাচ্ছে কথার সেই দ্বৈরথ। যদিও মরিনহোর ইতালিতে আসার প্রতিক্রিয়ায় কন্তে বলেছেন, ‘মরিনহোর সঙ্গে আমার কোনো সমস্যা নেই। আমি তাকে শুভকামনা জানাই।’
এখন কন্তের এই বন্ধুত্বপূর্ণ মনোভাব কতক্ষণ টিকে থাকে, সেটাই দেখার অপেক্ষা।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে