দীর্ঘ ১১ বছর পর ওয়েম্বলিতে আরেকটা ‘জার্মান ক্ল্যাসিকো’ দেখার সুযোগ প্রায় পেয়েই গিয়েছিল ফুটবল বিশ্ব। কিন্তু বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের শিশুতোষ ভুলে দুই জার্মান পরাশক্তির আরেকটি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হওয়ার সুযোগ শেষ হয়ে গেছে।
২০১৩ সালে লন্ডনের ওয়েম্বলিতেই বরুসিয়া ডর্টমুন্ড আর বায়ার্ন ফাইনাল খেলেছিল। সেবার ২-১ গোলে জিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপার মুকুট বায়ার্নের মাথায় শোভা পেয়েছিল। কিন্তু এবার সেমিফাইনালেই দৌড় শেষ হয়েছে। তবে বরুসিয়া সুযোগ পাচ্ছে সেরার মুকুটটা নিজেদের করে নিতে। আগামী ১ জুনের ফাইনালে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে হারালেই সেই সুযোগটা পাবে বরুসিয়া।
গতকাল রিয়াল মাদ্রিদের কাছে ২-১ ব্যবধানে হারায় ম্যাচে অবশ্য গোল বাতিল করায় ক্ষোভ ঝেড়েছে বায়ার্ন। ম্যাচের যোগ করা সময়ের ১৩ মিনিটে ম্যাথিয়াস ডি লিটের গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি সাইমন মারচিনিয়াক। লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলায় বাঁশি বাজাতে বাধ্য হন পোল্যান্ডের রেফারি। রেফারির বাঁশি বাজানোর কারণেই ভিএআরের ক্ষমতা ছিল না অফসাইড পরীক্ষা-নিরীক্ষার।
অফসাইডের পতাকা তোলা ভুল ছিল বলে ম্যাচ শেষে ক্ষমা চেয়েছেন লাইন্সম্যান। এমনটি তাঁকে জানিয়েছেন বলে ম্যাচ শেষে বলেছেন বায়ার্ন ডিফেন্ডার ডি লিট, ‘লাইন্সম্যান আমাকে বলেছেন, দুঃখিত, আমার ভুল হয়েছে।’
রেফারির ভিএআর চেক করার সুযোগ না দেওয়ার বিষয়টা লজ্জার বলে জানিয়েছেন ডি লিট। তিনি বলেছেন, ‘নিয়ম অনুযায়ী পরিষ্কারভাবে অফসাইড নিশ্চিত না হওয়া পর্যন্ত খেলা চালিয়ে যেতে হবে। কিন্তু শেষ মিনিটে এভাবে বাঁশি বাজানোটা আমার কাছে মনে হয়েছে বড় ভুল। অফসাইড হয়েছে কিনা সেটা আমি জানি না। সেটা ভিএআর পরীক্ষা করতে পারে। কিন্তু পরীক্ষা না করে আপনি কীভাবে দেখলেন? এটা লজ্জার।’
রেফারি এবং লাইন্সম্যানের ওপর ক্ষেভেছেন কোচ টমাস টুখেলও। তিনি বলেছেন, ‘রেফারি এবং লাইন্সম্যান সর্বনাশা এক সিদ্ধান্ত নিয়েছেন। শেষে মনে হচ্ছে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। লাইন্সম্যান ক্ষমা চেয়েছেন কিন্তু তাতে আমাদের কী লাভ। সিদ্ধান্তটা মেনে নেওয়া কঠিন।’

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে