
প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের এক আর দুইয়ের ম্যাচ, উত্তাপ থাকাটা স্বাভাবিক। তা ছাড়া রহমতগঞ্জ চেয়েছিল মোহামেডানকে হারিয়ে তাদের আশপাশে থাকতে। সেটা আর হলো কই! উল্টো আজ মাঠের লড়াইয়ে রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়ে পুরান ঢাকার ক্লাবটিকে আরও পেছনে ফেলল সাদা-কালোরা। টানা ৭ জয়ে লিগে মোহামেডানের পয়েন্ট এখন ২১। দুইয়ে থাকা রহমতগঞ্জের অর্জন ৭ ম্যাচে ১৫ পয়েন্ট। আরেক ম্যাচে কিংসের অ্যারেনায় ফকিরেরপুলকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বসুন্ধরা। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে বর্তমান চ্যাম্পিয়নরা।
মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে বিরতির ঠিক আগ মুহূর্তে লিড নেয় মোহামেডান। যোগ করা সময়ের শুরুর দিকে গোল পায় আলফাজ আহমেদের শিষ্যরা। মেহেদী হাসান মিঠুর ক্রসে দৌড়ে এসে রাজু আহমেদ জিসান বক্সে ঢুকে গোলকিপারের ওপর দিয়ে জোরালো শটে জড়িয়ে দেন জালে। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় রহমতগঞ্জও। কিন্তু কাজে লাগাতে পারেনি তাদের সিনিয়র ফুটবলার নাবীব নেওয়াজ জীবন। তাঁর শট ঝাঁপিয়ে পড়ে তালুবন্দী করেন মোহামেডান গোলকিপার মোহাম্মদ সুজন।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ শানায় রহমতগঞ্জ। কিন্তু তাদের বেশ কয়েকটি প্রচেষ্টা গোলমুখেই নস্যাৎ করে দেয় মোহামেডানের ডিফেন্ডাররা। এর মধ্যে মোহামেডানও সুযোগ খুঁজে বেড়ায়। শেষ পর্যন্ত ম্যাচের ৬৪ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। এবার তাদের গোলমেশিন সুলেমান দিয়াবাতে এনে দেন দ্বিতীয় সাফল্য। আরিফের ডান প্রান্তের ক্রসে দিয়াবাতের নিখুঁত প্লেসিং খুঁজে নেয় রহমতগঞ্জের জাল। চলমান মৌসুমে যেটা তার ষষ্ঠ গোল। প্রিমিয়ার লিগে তার চেয়ে বেশি গোল কেবল সেনে (৭) আর বোয়াটেংয়ের (১১)। এর ঠিক চার মিনিট পর তৃতীয় গোলেরও দেখা পায় দলটি। এবার বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান ইমানুয়েল সানডে।
৮৬ মিনিটে সান্ত্বনার গোলের দেখা পায় রহমতগঞ্জ। তাদের সেই উপলক্ষ এনে দেন বোয়েটেং। আগের ম্যাচে মুন্সিগঞ্জে ওয়ান্ডারার্সের বিপক্ষে ৬-১ গোলে জিতেছিল রহমতগঞ্জ। যে জয়ে সব কটি গোলই করেছিলেন ঘানার ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এ দিন এক গোলই তাঁর সম্বল। দিনের আরেক ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। আর ময়মনসিংহে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে পুলিশ এফসি ও ফর্টিসের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে