Ajker Patrika

ফুটবল র‍্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দলের ইতিহাস

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১১: ৩৬
৩৪ বছরের চেষ্টায় বিদেশের মাঠে প্রথম জয় পেল স্যান মারিনো।ছবি: সংগৃহীত
৩৪ বছরের চেষ্টায় বিদেশের মাঠে প্রথম জয় পেল স্যান মারিনো।ছবি: সংগৃহীত

অঘটন, ইতিহাস এসব না থাকলে খেলাধুলায় আর কী মজা থাকে! মেজর কোনো টুর্নামেন্টে হলে সেটা যেকোনো দলের জন্যই আজীবন ফ্রেমে বাঁধাই করে রাখার মতো। ফিফা র‍্যাঙ্কিংয়ে একেবারে তলানিতে ২১০ নম্বরে থাকা স্যান মারিনো গত রাতে লিখল ইতিহাস।

রেইনপার্ক স্টেডিয়ামে গত রাতে স্যান মারিনোর ফুরিয়েছে ৩৪ বছরের অপেক্ষা। ১০১ বারের চেষ্টায় বিদেশের মাঠে প্রথম জয় পেল দলটি।নেশনস লিগের লিগ ‘ডি’-এর গ্রুপ-১ এর ম্যাচে লিখটেনস্টাইনকে ৩-১ গোলে হারিয়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ের ২১০ নম্বরে থাকা দল। ৪০ মিনিটে ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যারন সেলের গোলে প্রথমে এগিয়ে যায় লিখটেনস্টাইন। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা স্যান মারিনো চমক দেখাতে বেছে নেয় দ্বিতীয়ার্ধকেই। ৪৬ মিনিটে লরেনৎসো লাজ্জারির গোলে সমতায় ফেলে স্যান মারিনো। ৬৬ ও ৭০ মিনিটে স্যান মারিনোর গোল দুটি করেন নিকোলাস ন্যান্নি ও আলেসান্দ্রো গোলিনুচ্চি।

ঐতিহাসিক এই জয়ে নেশনস লিগের ‘ডি’ গ্রুপ থেকে ‘সি’ গ্রুপে উঠে এসেছে স্যান মারিনো।

ফিফা র‍্যাঙ্কিংয়ের ২১০ নম্বরে থাকা দলের ইতিহাস গড়ার রাতে জয় পায়নি পর্তুগাল। বাইসাইকেল কিকে চোখ ধাঁধানো গোল করার পরের ম্যাচেই বিশ্রাম দেওয়া হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। রোনালদোহীন পর্তুগাল গত রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ৩৩ মিনিটে পর্তুগালকে এগিয়ে নেন হোয়াও ফেলিক্স। পিছিয়ে পড়া ক্রোয়েশিয়ার সমতায় ফিরতে একটু সময় লেগেছে। ৬৫ মিনিটে সমতাসূচক গোল করেন ক্রোয়াট ডিফেন্ডার জোস্কো গাভারদিওল। ১-১ গোলের পর লিগ ‘এ’-এর গ্রুপ-১ এর পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল। ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে পর্তুগিজদের পয়েন্ট ১৪। দুইয়ে থাকা ক্রোয়েশিয়ার পয়েন্ট ৮। ক্রোয়াটরাও খেলেছে ৬ ম্যাচ।

লিখটেনস্টাইন অবশ্য স্যান মারিনোর প্রিয় প্রতিপক্ষ। স্যান মারিনো তাদের তিন জয়ের তিনটিই পেয়েছে লিখটেনস্টাইনের বিপক্ষে। ২০০৪ সালে প্রীতি ম্যাচে লিখটেনস্টাইনকে ১-০ গোলে হারিয়ে স্যান মারিনো পায় প্রথম জয়। এরপর এ বছরের সেপ্টেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় জয় পায় স্যান মারিনো। এখন পর্যন্ত ২১১ ম্যাচে ৩ জয়ের বিপরীতে দলটি হেরেছে ১৯৮ ম্যাচ। ফিফা র‍্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দলটি ড্র করেছে ১০ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত