
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে অন্য দল পাকিস্তান। এই সিরিজে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন জেমি সিডন্স।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা নিউজিল্যান্ড এ বছর এখন পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ১০টি। কিউইরা জিতেছে ৯ ম্যাচে, হেরেছে মাত্র এটিতে। আর ১৪ ম্যাচ খেলে পাকিস্তান জিতেছে ছয় ম্যাচ, হেরেছে আট ম্যাচ। কদিন আগে সংযুক্ত আরব আমিরাতে শেষ হওয়া এশিয়া কাপে রানার্সআপ হয়েছে পাকিস্তান। এই তিন দলের মধ্যে বাংলাদেশের পরিসংখ্যান কিছুটা বিবর্ণ। ১২ ম্যাচে জিতেছে মাত্র চার ম্যাচে, হেরেছে সাতটিত, এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে সিডন্স এসবে চিন্তিত নন। বাংলাদেশের ব্যাটিং কোচ বলেছেন, ‘নিউজিল্যান্ড গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে। পাকিস্তান খুবই ভালো টি-টোয়েন্টি দল। তবে হ্যাঁ, আমরা যদি তাদের চ্যালেঞ্জ জানাতে পারি, তাহলে বিশ্বকাপের জন্য প্রস্তত হওয়ার পথে ভালোভাবেই এগোব আমরা।’
বর্তমান বাংলাদেশ দলে সাকিব আল হাসান বাদে আর কোনো সিনিয়র ক্রিকেটার নেই। সিনিয়রদের অনুপস্থিতিতেও বাংলাদেশ ভালো করতে তৈরি বলে মনে করেন সিডন্স, ‘তামিম-লিটনের জায়গায় সাব্বির আর মিরাজ ওপেনিংয়ে খেলেছে। লিটন তিন-চারে খেলছে। কয়েকজন সিনিয়র নেই। তবে তরুণেরা খুব উদ্যমী।’
৭ অক্টোবর ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। ৯ ও ১২ অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন সাকিব আল হাসানরা। ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, যা গ্রুপ পর্বের শেষ ম্যাচ। সেরা দুইয়ে থাকলে ১৪ অক্টোবরের ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে সাকিবদের। সিরিজের সব ম্যাচ হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে অন্য দল পাকিস্তান। এই সিরিজে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন জেমি সিডন্স।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা নিউজিল্যান্ড এ বছর এখন পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ১০টি। কিউইরা জিতেছে ৯ ম্যাচে, হেরেছে মাত্র এটিতে। আর ১৪ ম্যাচ খেলে পাকিস্তান জিতেছে ছয় ম্যাচ, হেরেছে আট ম্যাচ। কদিন আগে সংযুক্ত আরব আমিরাতে শেষ হওয়া এশিয়া কাপে রানার্সআপ হয়েছে পাকিস্তান। এই তিন দলের মধ্যে বাংলাদেশের পরিসংখ্যান কিছুটা বিবর্ণ। ১২ ম্যাচে জিতেছে মাত্র চার ম্যাচে, হেরেছে সাতটিত, এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে সিডন্স এসবে চিন্তিত নন। বাংলাদেশের ব্যাটিং কোচ বলেছেন, ‘নিউজিল্যান্ড গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে। পাকিস্তান খুবই ভালো টি-টোয়েন্টি দল। তবে হ্যাঁ, আমরা যদি তাদের চ্যালেঞ্জ জানাতে পারি, তাহলে বিশ্বকাপের জন্য প্রস্তত হওয়ার পথে ভালোভাবেই এগোব আমরা।’
বর্তমান বাংলাদেশ দলে সাকিব আল হাসান বাদে আর কোনো সিনিয়র ক্রিকেটার নেই। সিনিয়রদের অনুপস্থিতিতেও বাংলাদেশ ভালো করতে তৈরি বলে মনে করেন সিডন্স, ‘তামিম-লিটনের জায়গায় সাব্বির আর মিরাজ ওপেনিংয়ে খেলেছে। লিটন তিন-চারে খেলছে। কয়েকজন সিনিয়র নেই। তবে তরুণেরা খুব উদ্যমী।’
৭ অক্টোবর ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। ৯ ও ১২ অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন সাকিব আল হাসানরা। ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, যা গ্রুপ পর্বের শেষ ম্যাচ। সেরা দুইয়ে থাকলে ১৪ অক্টোবরের ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে সাকিবদের। সিরিজের সব ম্যাচ হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
১৪ মিনিট আগে
দিনের প্রথম ম্যাচের মতো আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ানোর কোনো ইঙ্গিত নেই। সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের সময় (সাড়ে ৫টা) ইতোমধ্যেই পেরিয়েছে। দুই দলের কেউই এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পৌঁছায়নি।
৩১ মিনিট আগে
এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলে মাঠে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বনানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মিঠুন সংবাদ সম্মেলন শেষে এমনটা জানানোর অল্প কিছুক্ষণ পরেই তাঁকে অব্যহতি দিয়েছে বিসিবি। তবে তাঁকে পরিচালক পদ থেকে সরানোর সুযো
১ ঘণ্টা আগে
বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানসহ সব কর্মকাণ্ড থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। আজ অনলাইনে এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির এক সূত্র।
২ ঘণ্টা আগে