নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অ্যান্টিগার উইকেট সাধারণত পেসারদের দিকেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। প্রথম ইনিংসে বাংলাদেশের ১০ উইকেটের সবকটিই নেন ওয়েস্ট পেসাররা। এমন উইকেটেও বাংলাদেশের সেরা বোলার একজন স্পিনার। সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।
তবে শুরুটা কিন্তু ভালো ছিল না মিরাজের। প্রথম ১৬ ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। সবকটি উইকেটই নিয়েছেন ৬.৫ ওভারের শেষ স্পেলে। উইকেটের জন্য বোলিং করতে গিয়ে শুরুতে জট পাকিয়েছেন বলে মনে করেন তিনি। দিনের সেরা বোলার হিসেবে ম্যাচ-পরবর্তী আলোচনায় মিরাজ বলেন, 'উইকেট কিছুটা ধীরগতির ছিল। এই উইকেটে একই জায়গায় বল করে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত। এতে ব্যাটার আউট হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি তখন ডট বল করতে মনোযোগ দিই। প্রথম ২-৩ স্পেলে আমি উইকেটের জন্য বল করেছি। এটাই সমস্যা হয়েছিল।'
রান আটকে চাপে রাখার কৌশলই উইকেট পেতে সহায়তা করেছে বলে মনে করেন মিরাজ। তিনি বলেন, 'এরপর আমি রান আটকানোর চেষ্টা করি। ওভারপ্রতি আড়াই রানের মতো দিলে সুযোগ আসবে বলে মনে করেছিলাম। এমনটাই হয়েছে। প্রথম ২-৩ টা স্পেলে হতাশ ছিলাম। বোলিং ভালো হচ্ছিল না। ঠিক জায়গায় করতে পারছিলাম না। মানসিকভাবে স্থির থাকা জরুরী ছিল। মুমিনুল ও তাইজুল আমাকে দারুণ সমর্থন দিয়েছে। তাদের দুজনকে ধন্যবাদ দিতে চাই।'
প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১৬২ রানে এগিয়ে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এর মধ্যে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। রান তুলেছে ৫০। ক্যারিবিয়ানদের চেয়ে এখনো পিছিয়ে ১১২ রানে। তৃতীয় দিন দলের পরিকল্পনা নিয়ে মিরাজ বলেন, 'ব্যাটারদের দিকে তাকিয়ে আছি। যদি দুইটা শত রানের জুটি হয়, দুইজন ব্যাটার ৭০ করে রান পায়। সুযোগ আমাদেরও আছে। আমাদের লক্ষ্য আগামীকাল (আজ) পুরো দিন ব্যাট করা। ভালো ব্যাট করলে সুযোগ থাকবে।'

অ্যান্টিগার উইকেট সাধারণত পেসারদের দিকেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। প্রথম ইনিংসে বাংলাদেশের ১০ উইকেটের সবকটিই নেন ওয়েস্ট পেসাররা। এমন উইকেটেও বাংলাদেশের সেরা বোলার একজন স্পিনার। সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।
তবে শুরুটা কিন্তু ভালো ছিল না মিরাজের। প্রথম ১৬ ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। সবকটি উইকেটই নিয়েছেন ৬.৫ ওভারের শেষ স্পেলে। উইকেটের জন্য বোলিং করতে গিয়ে শুরুতে জট পাকিয়েছেন বলে মনে করেন তিনি। দিনের সেরা বোলার হিসেবে ম্যাচ-পরবর্তী আলোচনায় মিরাজ বলেন, 'উইকেট কিছুটা ধীরগতির ছিল। এই উইকেটে একই জায়গায় বল করে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত। এতে ব্যাটার আউট হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি তখন ডট বল করতে মনোযোগ দিই। প্রথম ২-৩ স্পেলে আমি উইকেটের জন্য বল করেছি। এটাই সমস্যা হয়েছিল।'
রান আটকে চাপে রাখার কৌশলই উইকেট পেতে সহায়তা করেছে বলে মনে করেন মিরাজ। তিনি বলেন, 'এরপর আমি রান আটকানোর চেষ্টা করি। ওভারপ্রতি আড়াই রানের মতো দিলে সুযোগ আসবে বলে মনে করেছিলাম। এমনটাই হয়েছে। প্রথম ২-৩ টা স্পেলে হতাশ ছিলাম। বোলিং ভালো হচ্ছিল না। ঠিক জায়গায় করতে পারছিলাম না। মানসিকভাবে স্থির থাকা জরুরী ছিল। মুমিনুল ও তাইজুল আমাকে দারুণ সমর্থন দিয়েছে। তাদের দুজনকে ধন্যবাদ দিতে চাই।'
প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১৬২ রানে এগিয়ে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এর মধ্যে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। রান তুলেছে ৫০। ক্যারিবিয়ানদের চেয়ে এখনো পিছিয়ে ১১২ রানে। তৃতীয় দিন দলের পরিকল্পনা নিয়ে মিরাজ বলেন, 'ব্যাটারদের দিকে তাকিয়ে আছি। যদি দুইটা শত রানের জুটি হয়, দুইজন ব্যাটার ৭০ করে রান পায়। সুযোগ আমাদেরও আছে। আমাদের লক্ষ্য আগামীকাল (আজ) পুরো দিন ব্যাট করা। ভালো ব্যাট করলে সুযোগ থাকবে।'

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে