
সবার আগে এশিয়া কাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। এরপর থেকেই দল নিয়ে সমালোচনা করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা।
এবার দল নির্বাচন কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কড়া সমালোচনা করেছেন তৌসিফ আহমেদ। সাবেক এই স্পিনারের মতে, পাকিস্তান এশিয়া কাপ নয়, ভারতকে নিয়ে বেশি চিন্তিত। পিসিবির দল নির্বাচনে পরিকল্পনার ঘাটতি দেখছেন তিনি।
এশিয়া কাপের সময় যত ঘনিয়ে আসছে, ততই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা বাড়ছে। অনেকে ভবিষ্যদ্বাণীও শুরু করে দিয়েছেন। বাদ যাননি তৌসিফও। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই নিয়ে খুব বেশি আগ্রহ নেই তাঁর। বরং পিসিবির দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে বেজায় চটেছেন তিনি। বলেছেন, ‘আমি চাই পাকিস্তান ভালো করুক। বোর্ড যেন শোয়েব মালিককে দলে নেয়। এই গুরুত্বপূর্ণ সময়ে তাঁর মতো ক্রিকেটারদের নিয়ে ভাবতে হবে বোর্ডের। তাঁদেরকে তো নয়, এমনকি এশিয়া কাপ নিয়েও ভাবছে না পিসিবি। শুধু ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবছে তারা। জিতলে সব ঠিক। কিন্তু এটা দলের জন্য ভালো সিদ্ধান্ত নয়। আমাদের পরিকল্পনার প্রয়োজন।’
এশিয়া কাপের দলে নির্বাচন পুরোনো পদ্ধতিতেই পিসিবি করছে বলে মনে করেন ৬৪ বছর বয়সী তৌসিফ, ‘বহুদিন ধরেই দল নির্বাচন এভাবে চলে আসছে। তারা চেষ্টা করেনি স্থায়ী দল গঠন করতে। কয়েক বছর আগে যেসব ক্রিকেটারকে বাতিলের খাতায় রেখেছিল, তাদেরকে নিয়েই দল গঠন করেছে। এর অর্থ তারা ব্যাকআপ ক্রিকেটার তৈরি করতে পারেনি।’
১৯৮০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন তৌসিফ। ৩৪ টেস্টে ৯৩ উইকেট নিয়েছেন তিনি। ৭০ ওয়ানডে খেলে পেয়েছেন ৫৫ উইকেট।

সবার আগে এশিয়া কাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। এরপর থেকেই দল নিয়ে সমালোচনা করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা।
এবার দল নির্বাচন কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কড়া সমালোচনা করেছেন তৌসিফ আহমেদ। সাবেক এই স্পিনারের মতে, পাকিস্তান এশিয়া কাপ নয়, ভারতকে নিয়ে বেশি চিন্তিত। পিসিবির দল নির্বাচনে পরিকল্পনার ঘাটতি দেখছেন তিনি।
এশিয়া কাপের সময় যত ঘনিয়ে আসছে, ততই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা বাড়ছে। অনেকে ভবিষ্যদ্বাণীও শুরু করে দিয়েছেন। বাদ যাননি তৌসিফও। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই নিয়ে খুব বেশি আগ্রহ নেই তাঁর। বরং পিসিবির দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে বেজায় চটেছেন তিনি। বলেছেন, ‘আমি চাই পাকিস্তান ভালো করুক। বোর্ড যেন শোয়েব মালিককে দলে নেয়। এই গুরুত্বপূর্ণ সময়ে তাঁর মতো ক্রিকেটারদের নিয়ে ভাবতে হবে বোর্ডের। তাঁদেরকে তো নয়, এমনকি এশিয়া কাপ নিয়েও ভাবছে না পিসিবি। শুধু ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবছে তারা। জিতলে সব ঠিক। কিন্তু এটা দলের জন্য ভালো সিদ্ধান্ত নয়। আমাদের পরিকল্পনার প্রয়োজন।’
এশিয়া কাপের দলে নির্বাচন পুরোনো পদ্ধতিতেই পিসিবি করছে বলে মনে করেন ৬৪ বছর বয়সী তৌসিফ, ‘বহুদিন ধরেই দল নির্বাচন এভাবে চলে আসছে। তারা চেষ্টা করেনি স্থায়ী দল গঠন করতে। কয়েক বছর আগে যেসব ক্রিকেটারকে বাতিলের খাতায় রেখেছিল, তাদেরকে নিয়েই দল গঠন করেছে। এর অর্থ তারা ব্যাকআপ ক্রিকেটার তৈরি করতে পারেনি।’
১৯৮০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন তৌসিফ। ৩৪ টেস্টে ৯৩ উইকেট নিয়েছেন তিনি। ৭০ ওয়ানডে খেলে পেয়েছেন ৫৫ উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। তিলক ভার্মার পর বিশ্বকাপ দলের আরেক ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত। চোটে পড়ায় ওয়ানডে সিরিজ শেষ ওয়াশিংটন সুন্দরের।
২৩ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
৩ ঘণ্টা আগে