ক্রীড়া ডেস্ক

ওয়ানডে সিরিজ শেষে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়ে গেছে। তবে সতীর্থরা ইংল্যান্ডে থাকলেও আকিল হোসেন সেখানে থাকতে পারছেন না। সিরিজের বাকি অংশে খেলতে পারবেন কিনা, সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
যুক্তরাজ্যের ভিসা নীতিতে পরিবর্তন আসার কারণে মূলত বিপাকে পড়েছেন আকিল। তিনি ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর নাগরিক। এই অঞ্চলের মানুষদের ভিসা দেওয়ার ক্ষেত্রে পরিবর্তন আনে যুক্তরাজ্য। ২৩ এপ্রিল থেকে ১২ মে এর মধ্যে সেটা কার্যকরী হয়। যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার পর ত্রিনিদাদে সশরীরে সাক্ষাৎকার দেওয়ার নতুন নিয়ম চালু করা হয়েছে। কিন্তু ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) অনুমতি নিয়ে আকিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে গিয়েছিলেন। ২৫ মে টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত পিএসএল ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে থাকার অনুমতি ছিল। একারণে নির্ধারিত সময়ের মধ্যে ভিসার আবেদন করতে পারেননি উইন্ডিজ বাঁহাতি স্পিনার।
আকিলের মতো জাইড গুলিও যুক্তরাজ্যের ভিসা পাননি। গুলির ভিসা না পাওয়ার কারণ অবশ্য ভিন্ন। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পান তিনি। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় যুক্তরাজ্যের ভিসার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া পূর্ণ করতে পারেননি।
আকিল, গুলির জন্য ভিসা প্রক্রিয়ার কাজে আনুষ্ঠানিকভাবে চেষ্টা করা হয়েছে। এক বিবৃতিতে সিডব্লিউআই বলেছে, ‘এই প্রক্রিয়াগুলো যুক্তরাজ্যের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তত্ত্বাবধান করে থাকে। এতে সিডব্লিউআইয়ের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বোর্ড আশাবাদী যে এই সমস্যার সমাধান দ্রুতই হবে। তাতে করে হোসেন আগামী ম্যাচগুলোতে খেলতে পারবে।’
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি শুরুর কয়েক ঘণ্টা আগেই আকিল, গুলির ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। চেস্টার লি স্ট্রিটে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ২১ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। ৪ ওভারে ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার লিয়াম ডসন। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে আগামীকাল ও পরশু। শেষ দুই টি-টোয়েন্টির ভেন্যু ব্রিস্টল ও সাউদাম্পটন।
আকিল অবশ্য পিএসএলে এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। ম্যাচটাতে ভালো করতে পারেননি। ১৩ এপ্রিল রাওয়ালপিন্ডিতে লিগ পর্বের ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪ ওভারে ৪০ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। সেই ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছিল লাহোর কালান্দার্স।

ওয়ানডে সিরিজ শেষে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়ে গেছে। তবে সতীর্থরা ইংল্যান্ডে থাকলেও আকিল হোসেন সেখানে থাকতে পারছেন না। সিরিজের বাকি অংশে খেলতে পারবেন কিনা, সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
যুক্তরাজ্যের ভিসা নীতিতে পরিবর্তন আসার কারণে মূলত বিপাকে পড়েছেন আকিল। তিনি ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর নাগরিক। এই অঞ্চলের মানুষদের ভিসা দেওয়ার ক্ষেত্রে পরিবর্তন আনে যুক্তরাজ্য। ২৩ এপ্রিল থেকে ১২ মে এর মধ্যে সেটা কার্যকরী হয়। যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার পর ত্রিনিদাদে সশরীরে সাক্ষাৎকার দেওয়ার নতুন নিয়ম চালু করা হয়েছে। কিন্তু ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) অনুমতি নিয়ে আকিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে গিয়েছিলেন। ২৫ মে টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত পিএসএল ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে থাকার অনুমতি ছিল। একারণে নির্ধারিত সময়ের মধ্যে ভিসার আবেদন করতে পারেননি উইন্ডিজ বাঁহাতি স্পিনার।
আকিলের মতো জাইড গুলিও যুক্তরাজ্যের ভিসা পাননি। গুলির ভিসা না পাওয়ার কারণ অবশ্য ভিন্ন। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পান তিনি। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় যুক্তরাজ্যের ভিসার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া পূর্ণ করতে পারেননি।
আকিল, গুলির জন্য ভিসা প্রক্রিয়ার কাজে আনুষ্ঠানিকভাবে চেষ্টা করা হয়েছে। এক বিবৃতিতে সিডব্লিউআই বলেছে, ‘এই প্রক্রিয়াগুলো যুক্তরাজ্যের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তত্ত্বাবধান করে থাকে। এতে সিডব্লিউআইয়ের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বোর্ড আশাবাদী যে এই সমস্যার সমাধান দ্রুতই হবে। তাতে করে হোসেন আগামী ম্যাচগুলোতে খেলতে পারবে।’
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি শুরুর কয়েক ঘণ্টা আগেই আকিল, গুলির ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। চেস্টার লি স্ট্রিটে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ২১ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। ৪ ওভারে ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার লিয়াম ডসন। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে আগামীকাল ও পরশু। শেষ দুই টি-টোয়েন্টির ভেন্যু ব্রিস্টল ও সাউদাম্পটন।
আকিল অবশ্য পিএসএলে এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। ম্যাচটাতে ভালো করতে পারেননি। ১৩ এপ্রিল রাওয়ালপিন্ডিতে লিগ পর্বের ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪ ওভারে ৪০ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। সেই ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছিল লাহোর কালান্দার্স।

রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
১৪ মিনিট আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো দেখতে চাওয়ার আশা পূরণ হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের। এখন নির্ভার হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে পরিকল্পনা আঁটছেন তিনি। তবে ফ্লিকের মতো নির্ভার থাকার সুযোগ নেই জাবি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর। মাথার ওপর চাপ এবং ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফাইনালের মঞ্চ
২ ঘণ্টা আগে