নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচ দেখে কিছুটা যেন হতাশ হলেন ইসমাইল হায়দার মল্লিক। পুরো ২০ ওভার খেলেও যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্কোর ১২৫ এর বেশি হয়নি। সেটি তাড়া করতে গিয়ে একটা পর্যায়ে পথ হারিয়ে ফেলেছিল চট্টগ্রামের প্রতিপক্ষ ফরচুন বরিশালও।
যদিও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিব আল হাসানের বরিশাল। রানের খেলা টি-টোয়েন্টিতে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব মল্লিকের মতো রান না দেখে অবশ্য যে কারও হতাশ হওয়ার কথা। বিপিএলের প্রত্যেক মৌসুমে উইকেট নিয়ে সমালোচনা যে তাঁদের ওপর দিয়েই বয়ে যায়।
তবে এখনই হতাশ হচ্ছেন না মল্লিক। ভালো উইকেটের নির্দেশনা দেওয়া আছে জানিয়ে তিনি বলেছেন, ‘এটা (চট্টগ্রাম-বরিশাল) প্রথম ম্যাচ। আরও ২-৩ দিন গেলে বুঝতে পারব আসলে উইকেট কেমন। আমরা সব সময় ভালো উইকেট চাই, গ্রাউন্স কমিটিকেও এটা সব সময় বলে আসছি। তারাও আপ্রাণ চেষ্টা করছে যেন উইকেটটা ভালো থাকে।’
মিরপুরের উইকেটে ইনিংসে অন্তত ১৬০-১৭০ আশা করার কথা জানান মল্লিক। দিনের আরেক ম্যাচে তাঁর সে আশা অবশ্য পূরণ করেছে মিনিস্টার গ্রুপ ঢাকা। খুলনা টাইগার্সের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৮৩ রান তুলেছে ঢাকা। সাবলীল ব্যাটিং করেছেন মোহাম্মদ শাহজাদ-তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদরা। মল্লিক বলেছেন, ‘মিরপুরে ২০০ রানও হয়েছে, ২১০-২০ রানও হয়েছে। এই মাঠের পরিসংখ্যান দেখেন পঞ্চাশ শতাংশ ম্যাচগুলোতে কিন্তু ১৬০ রানের মতো হয়েছে। আবার ত্রিশ শতাংশ ম্যাচে লো-স্কোরিং রান হয়েছে। এখন দেখতে হবে, আমাদের খেলোয়াড়েরা কীভাবে উইকেটের সদ্ব্যবহার করে।’

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচ দেখে কিছুটা যেন হতাশ হলেন ইসমাইল হায়দার মল্লিক। পুরো ২০ ওভার খেলেও যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্কোর ১২৫ এর বেশি হয়নি। সেটি তাড়া করতে গিয়ে একটা পর্যায়ে পথ হারিয়ে ফেলেছিল চট্টগ্রামের প্রতিপক্ষ ফরচুন বরিশালও।
যদিও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিব আল হাসানের বরিশাল। রানের খেলা টি-টোয়েন্টিতে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব মল্লিকের মতো রান না দেখে অবশ্য যে কারও হতাশ হওয়ার কথা। বিপিএলের প্রত্যেক মৌসুমে উইকেট নিয়ে সমালোচনা যে তাঁদের ওপর দিয়েই বয়ে যায়।
তবে এখনই হতাশ হচ্ছেন না মল্লিক। ভালো উইকেটের নির্দেশনা দেওয়া আছে জানিয়ে তিনি বলেছেন, ‘এটা (চট্টগ্রাম-বরিশাল) প্রথম ম্যাচ। আরও ২-৩ দিন গেলে বুঝতে পারব আসলে উইকেট কেমন। আমরা সব সময় ভালো উইকেট চাই, গ্রাউন্স কমিটিকেও এটা সব সময় বলে আসছি। তারাও আপ্রাণ চেষ্টা করছে যেন উইকেটটা ভালো থাকে।’
মিরপুরের উইকেটে ইনিংসে অন্তত ১৬০-১৭০ আশা করার কথা জানান মল্লিক। দিনের আরেক ম্যাচে তাঁর সে আশা অবশ্য পূরণ করেছে মিনিস্টার গ্রুপ ঢাকা। খুলনা টাইগার্সের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৮৩ রান তুলেছে ঢাকা। সাবলীল ব্যাটিং করেছেন মোহাম্মদ শাহজাদ-তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদরা। মল্লিক বলেছেন, ‘মিরপুরে ২০০ রানও হয়েছে, ২১০-২০ রানও হয়েছে। এই মাঠের পরিসংখ্যান দেখেন পঞ্চাশ শতাংশ ম্যাচগুলোতে কিন্তু ১৬০ রানের মতো হয়েছে। আবার ত্রিশ শতাংশ ম্যাচে লো-স্কোরিং রান হয়েছে। এখন দেখতে হবে, আমাদের খেলোয়াড়েরা কীভাবে উইকেটের সদ্ব্যবহার করে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
২ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৪ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৭ ঘণ্টা আগে