
বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর বেকায়দায় পাকিস্তান ক্রিকেট দল। আহমেদ শেহজাদ, রমিজ রাজা, জাভেদ মিয়াঁদাদরা রীতিমতো ধুয়ে দিয়েছেন পাকিস্তান দলকে। শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান এবার আইসিসির থেকেও পেল দুঃসংবাদ।
রাওয়ালপিন্ডিতে গতকাল শেষ হয়েছে বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজের পর আইসিসি আজ টেস্টের দলীয় র্যাঙ্কিং হালনাগাদ করেছে। ধবলধোলাইয়ের পর পাকিস্তান ক্রিকেটের রাজকীয় সংস্করণে দুই ধাপ পিছিয়ে নেমে গেছে আট নম্বরে। এশিয়ার দলটির রেটিং পয়েন্ট ৭৬। বাংলাদেশ বরাবরের মতো ৯ নম্বরে থাকলেও রেটিং পয়েন্ট বেড়েছে। সিরিজ শুরুর আগে যেখানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৫৩, সেটা বেড়ে এখন হয়েছে ৬৬।
পাকিস্তানের অবনতি হওয়ায় টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়েছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে এখন ৬ ও ৭ নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা ও উইন্ডিজ। লঙ্কা ও ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট ৮৩ ও ৭৭। যদিও দল দুটির টেস্টে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ নিজের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে। যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ড্র হয়েছিল। শ্রীলঙ্কা এরই মধ্যে ইংল্যান্ডের কাছে দুই টেস্ট হেরে সিরিজ খুইয়েছে। লন্ডনের ওভালে পরশু শুরু হচ্ছে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় টেস্ট।
টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশসহ ৯ দলের অবস্থান আগের মতোই অপরিবর্তিত। ১২৪, ১২০ ও ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে বরাবরের মতো টেস্টের প্রথম তিনে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড। চার ও পাঁচে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও আফগানিস্তান অবস্থান করছে ১০, ১১ ও ১২ নম্বরে। যেখানে আয়ারল্যান্ড এ বছর জিম্বাবুয়ে ও আফগানিস্তান দুই দলকে টেস্টে হারিয়েছে। আফগানদের রেটিং পয়েন্ট শূন্য।
ঘরের মাঠে পাকিস্তান সবশেষ টেস্ট জিতেছে ২০২১ সালের ফেব্রুয়ারিতে। রাওয়ালপিন্ডিতে সেই টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে হারিয়েছিল পাকিস্তান। প্রোটিয়াদের হারানোর পর পাকিস্তান ঘরের মাঠে খেলেছে ১০ টেস্ট। তবে এশিয়ার দলটি এই সময়ে এক ম্যাচও জিততে পারেনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে হেরেছে ৬ ম্যাচ এবং ড্র করেছে ৪ ম্যাচ। ২০২১-এর ফেব্রুয়ারির পর থেকে ইংল্যান্ড, বাংলাদেশ দুই দলের কাছে টেস্টে পাকিস্তান ধবলধোলাই হয়েছে ঘরের মাঠে। ইংল্যান্ডের কাছে পাকিস্তান টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হয়েছিল ২০২২ সালে।

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর বেকায়দায় পাকিস্তান ক্রিকেট দল। আহমেদ শেহজাদ, রমিজ রাজা, জাভেদ মিয়াঁদাদরা রীতিমতো ধুয়ে দিয়েছেন পাকিস্তান দলকে। শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান এবার আইসিসির থেকেও পেল দুঃসংবাদ।
রাওয়ালপিন্ডিতে গতকাল শেষ হয়েছে বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজের পর আইসিসি আজ টেস্টের দলীয় র্যাঙ্কিং হালনাগাদ করেছে। ধবলধোলাইয়ের পর পাকিস্তান ক্রিকেটের রাজকীয় সংস্করণে দুই ধাপ পিছিয়ে নেমে গেছে আট নম্বরে। এশিয়ার দলটির রেটিং পয়েন্ট ৭৬। বাংলাদেশ বরাবরের মতো ৯ নম্বরে থাকলেও রেটিং পয়েন্ট বেড়েছে। সিরিজ শুরুর আগে যেখানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৫৩, সেটা বেড়ে এখন হয়েছে ৬৬।
পাকিস্তানের অবনতি হওয়ায় টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়েছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে এখন ৬ ও ৭ নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা ও উইন্ডিজ। লঙ্কা ও ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট ৮৩ ও ৭৭। যদিও দল দুটির টেস্টে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ নিজের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে। যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ড্র হয়েছিল। শ্রীলঙ্কা এরই মধ্যে ইংল্যান্ডের কাছে দুই টেস্ট হেরে সিরিজ খুইয়েছে। লন্ডনের ওভালে পরশু শুরু হচ্ছে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় টেস্ট।
টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশসহ ৯ দলের অবস্থান আগের মতোই অপরিবর্তিত। ১২৪, ১২০ ও ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে বরাবরের মতো টেস্টের প্রথম তিনে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড। চার ও পাঁচে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও আফগানিস্তান অবস্থান করছে ১০, ১১ ও ১২ নম্বরে। যেখানে আয়ারল্যান্ড এ বছর জিম্বাবুয়ে ও আফগানিস্তান দুই দলকে টেস্টে হারিয়েছে। আফগানদের রেটিং পয়েন্ট শূন্য।
ঘরের মাঠে পাকিস্তান সবশেষ টেস্ট জিতেছে ২০২১ সালের ফেব্রুয়ারিতে। রাওয়ালপিন্ডিতে সেই টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে হারিয়েছিল পাকিস্তান। প্রোটিয়াদের হারানোর পর পাকিস্তান ঘরের মাঠে খেলেছে ১০ টেস্ট। তবে এশিয়ার দলটি এই সময়ে এক ম্যাচও জিততে পারেনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে হেরেছে ৬ ম্যাচ এবং ড্র করেছে ৪ ম্যাচ। ২০২১-এর ফেব্রুয়ারির পর থেকে ইংল্যান্ড, বাংলাদেশ দুই দলের কাছে টেস্টে পাকিস্তান ধবলধোলাই হয়েছে ঘরের মাঠে। ইংল্যান্ডের কাছে পাকিস্তান টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হয়েছিল ২০২২ সালে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৯ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১১ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৪ ঘণ্টা আগে