নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একই সঙ্গে এই সংস্করণের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ এই ব্যাটারকে।
আসন্ন এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন মাস বাকি থাকতে এমন সিদ্ধান্তে কিছু প্রশ্ন করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরে রিয়াদকে প্রশ্নগুলোর ব্যাখ্যা দিয়েছেন বিসিবি কর্তারা।
আজ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে বৈঠকে বসেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক।
বৈঠক শেষে সংবাদমাধ্যমকে সুজন বলেছেন, ‘যেহেতু আমরা টি-টোয়েন্টিতে ভালো করছি না। ভালো করলে বলতাম এটা পরীক্ষা। তাই এমন না, আমরা দেখতে চাইছি নতুন ক্রিকেটাররা কী প্রমাণ করতে পারে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে কি না, টি-টোয়েন্টিতে আমরা যেমন চাই সেটা করতে পারে কি না, তা দেখতে চাই।’
দল থেকে বাদ পড়ার আগে কিছু প্রশ্ন ছিল মাহমুদউল্লাহর। সুজন বলছিলেন, ‘আমরা রিয়াদের জন্য অপেক্ষা করছিলাম। ওরা তো আইকন, তাই ওদের একটা সম্মানের ব্যাপার আছে। ওদের জন্য অপেক্ষা করেছি। ওদের সঙ্গে কথা বলেছি। ওদের সঙ্গে কথা বলেই এই সিরিজে নতুন কিছু ক্রিকেটারকে সুযোগ তৈরি করে দেওয়া আরকি। রিয়াদ খুব ইতিবাচকভাবে নিয়েছে জিনিসটা। ওর কিছু প্রশ্ন ছিল, আমরা সেগুলোর উত্তর দিয়েছি। কিন্তু সে বেশ ইতিবাচকভাবে নিয়েছে।’
সাকিব আল হাসান জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি না নিলে অবশ্য তার কাঁধেই উঠত নতুন দায়িত্ব। এই সিরিজে নেতৃত্ব সামলাবেন সোহান। তাঁকে নেতা হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন জালাল, সুজন।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একই সঙ্গে এই সংস্করণের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ এই ব্যাটারকে।
আসন্ন এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন মাস বাকি থাকতে এমন সিদ্ধান্তে কিছু প্রশ্ন করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরে রিয়াদকে প্রশ্নগুলোর ব্যাখ্যা দিয়েছেন বিসিবি কর্তারা।
আজ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে বৈঠকে বসেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক।
বৈঠক শেষে সংবাদমাধ্যমকে সুজন বলেছেন, ‘যেহেতু আমরা টি-টোয়েন্টিতে ভালো করছি না। ভালো করলে বলতাম এটা পরীক্ষা। তাই এমন না, আমরা দেখতে চাইছি নতুন ক্রিকেটাররা কী প্রমাণ করতে পারে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে কি না, টি-টোয়েন্টিতে আমরা যেমন চাই সেটা করতে পারে কি না, তা দেখতে চাই।’
দল থেকে বাদ পড়ার আগে কিছু প্রশ্ন ছিল মাহমুদউল্লাহর। সুজন বলছিলেন, ‘আমরা রিয়াদের জন্য অপেক্ষা করছিলাম। ওরা তো আইকন, তাই ওদের একটা সম্মানের ব্যাপার আছে। ওদের জন্য অপেক্ষা করেছি। ওদের সঙ্গে কথা বলেছি। ওদের সঙ্গে কথা বলেই এই সিরিজে নতুন কিছু ক্রিকেটারকে সুযোগ তৈরি করে দেওয়া আরকি। রিয়াদ খুব ইতিবাচকভাবে নিয়েছে জিনিসটা। ওর কিছু প্রশ্ন ছিল, আমরা সেগুলোর উত্তর দিয়েছি। কিন্তু সে বেশ ইতিবাচকভাবে নিয়েছে।’
সাকিব আল হাসান জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি না নিলে অবশ্য তার কাঁধেই উঠত নতুন দায়িত্ব। এই সিরিজে নেতৃত্ব সামলাবেন সোহান। তাঁকে নেতা হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন জালাল, সুজন।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৪৩ মিনিট আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৩ ঘণ্টা আগে