নিজস্ব প্রতিবেদক

ঢাকা : সাকিব আল হাসান আর বিতর্ক যেন সমান্তরালে চলে! আজ মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে নতুন বিতর্ক সাকিবকে ঘিরে। তাঁর বলে এলবিডব্লিউর আবেদন নাকচ করে দেওয়ায় লাথি মেরে স্টাম্প ভেঙে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক।
ইনিংসের পঞ্চম ওভারে ঘটেছে ঘটনাটা। সাকিবকে ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে চার আর ছক্কা মারেন মুশফিক। ওভারের শেষ বলে মুশফিকের বিপক্ষে সাকিবের এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি আম্পায়ার ইমরান পারভেজ। মুহূর্তেই মেজাজ হারিয়ে লাথি মেরে স্টাম্প ভাঙেন সাকিব। এ ছাড়া আম্পায়ারে সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি।
এখানেই শেষ নয়। পরের ওভারের পঞ্চম বল শেষ হওয়ার পর বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধের ঘোষণা করেন। এতে ক্ষুব্ধ হয়ে সাকিব স্টাম্প তুলে আছাড় মারেন! ড্রেসিংরুমে ফেরার সময় আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন সাকিব। এ সময় সুজনও ভীষণ খেপে যান। দুই দলের খেলোয়াড়েরা ফিরিয়ে নিয়ে যান তাঁদের।
একটা সময় দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিংয়ের লড়াই মানে ছিল অন্যরকম উত্তেজনা, স্নায়ুক্ষয়ী সব মুহূর্ত তৈরির নিশ্চয়তা। সময়ের স্রোতে আবাহনী–মোহামেডান ক্রিকেট দ্বৈরথ রং হারালেও সাকিব যেন আজ অতীতের উত্তেজনা ফিরিয়ে আনলেন মাঠে। যে ম্যাচ নিয়ে এত উত্তেজনা, সেটিতে শেষ পর্যন্ত সাকিবের মোহামেডানই জিতেছে।
টসে জিতে প্রথমে ব্যাটিং করে মোহামেডান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৪৫ রান। সর্বোচ্চ ৩৭ রান (২৭ বলে) করেন সাকিবই। মাহমুদুল হাসান ২২ বলে ৩০ করে অপরাজিত থাকেন। আবাহনীর কে এস স্বাধীন ২৪ রানে নেন ৩ উইকেট। বৃষ্টির বাধায় ৯ ওভারে নেমে আসা আবাহনীকে করতে হতো ৭৬ রান। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানো আবাহনী ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ৪৪ রান। মোহামেডান বৃষ্টি আইনে জিতেছে ৩১ রানে। ১৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা শুভাগত।
ব্যাট–বলের লড়াই ছাপিয়ে অবশ্য এই ম্যাচের আলোচিত মুখ সাকিবই। এ ঘটনায় বাঁহাতি অলরাউন্ডারকে কী শাস্তি পেতে হয়, সেটিই দেখার।

ঢাকা : সাকিব আল হাসান আর বিতর্ক যেন সমান্তরালে চলে! আজ মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে নতুন বিতর্ক সাকিবকে ঘিরে। তাঁর বলে এলবিডব্লিউর আবেদন নাকচ করে দেওয়ায় লাথি মেরে স্টাম্প ভেঙে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক।
ইনিংসের পঞ্চম ওভারে ঘটেছে ঘটনাটা। সাকিবকে ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে চার আর ছক্কা মারেন মুশফিক। ওভারের শেষ বলে মুশফিকের বিপক্ষে সাকিবের এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি আম্পায়ার ইমরান পারভেজ। মুহূর্তেই মেজাজ হারিয়ে লাথি মেরে স্টাম্প ভাঙেন সাকিব। এ ছাড়া আম্পায়ারে সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি।
এখানেই শেষ নয়। পরের ওভারের পঞ্চম বল শেষ হওয়ার পর বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধের ঘোষণা করেন। এতে ক্ষুব্ধ হয়ে সাকিব স্টাম্প তুলে আছাড় মারেন! ড্রেসিংরুমে ফেরার সময় আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন সাকিব। এ সময় সুজনও ভীষণ খেপে যান। দুই দলের খেলোয়াড়েরা ফিরিয়ে নিয়ে যান তাঁদের।
একটা সময় দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিংয়ের লড়াই মানে ছিল অন্যরকম উত্তেজনা, স্নায়ুক্ষয়ী সব মুহূর্ত তৈরির নিশ্চয়তা। সময়ের স্রোতে আবাহনী–মোহামেডান ক্রিকেট দ্বৈরথ রং হারালেও সাকিব যেন আজ অতীতের উত্তেজনা ফিরিয়ে আনলেন মাঠে। যে ম্যাচ নিয়ে এত উত্তেজনা, সেটিতে শেষ পর্যন্ত সাকিবের মোহামেডানই জিতেছে।
টসে জিতে প্রথমে ব্যাটিং করে মোহামেডান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৪৫ রান। সর্বোচ্চ ৩৭ রান (২৭ বলে) করেন সাকিবই। মাহমুদুল হাসান ২২ বলে ৩০ করে অপরাজিত থাকেন। আবাহনীর কে এস স্বাধীন ২৪ রানে নেন ৩ উইকেট। বৃষ্টির বাধায় ৯ ওভারে নেমে আসা আবাহনীকে করতে হতো ৭৬ রান। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানো আবাহনী ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ৪৪ রান। মোহামেডান বৃষ্টি আইনে জিতেছে ৩১ রানে। ১৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা শুভাগত।
ব্যাট–বলের লড়াই ছাপিয়ে অবশ্য এই ম্যাচের আলোচিত মুখ সাকিবই। এ ঘটনায় বাঁহাতি অলরাউন্ডারকে কী শাস্তি পেতে হয়, সেটিই দেখার।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে