নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল দ্বিতীয় টি–টোয়েন্টিতেও বাংলাদেশ দারুণ এক জয় পেয়েছে। লো স্কোরিং ম্যাচে তরুণ আফিফ হোসেন-নুরুল হাসানের পাশাপাশি অভিজ্ঞ সাকিব আল হাসান–মোস্তাফিজুর রহমানের পারফরম্যান্সে ম্যাচটা জিতেছে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদইল্লাহ রিয়াদ জানিয়েছেন, সাকিব–মোস্তাফিজ দেখিয়েছে, তারা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
গতকাল বাংলাদেশকে জয়ের ভিতটা গড়ে দিযেছেন বোলাররা। আর তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়াকে ১২১ রানে আটকে রাখতে মোস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার। সাকিব ২২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে সাকিবের অবদান ১৭ বলে ২৬ রান যেটা বাংলাদেশকে এগিয়ে যেতে বেশ সহায়তা করেছে।
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ম্যাচ শেষে তাই সাকিব–মোস্তাফিজকে কৃতিত্ব দিতে ভোলেননি। অধিনায়ক বলেছেন, ‘বোলাররা খুব ভালো করেছে। ১২১ রানে আটকে রাখতে বড় ভূমিকা রেখেছে। সাকিব ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অবদান রেখেছে। সে দেখিয়েছে দলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ। এই ধরনের কন্ডিশনে সব সময় মোস্তাফিজের সেরাটা পাওয়া যায়। এমন কন্ডিশনে ও বেশ কার্যকর। শরিফুল খুব ভালো বোলিং করেছে। যারা বোলিং করেছে, তাদের সবাই ভালো করেছে।’
১২২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১.২ ওভারে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে আফিফ হোসেন আর নুরুল হাসান সোহান যেভাবে জিতিয়েছেন সেটা প্রশংসার দাবি রাখে। মাহমুদউল্লাহ জানিয়েছেন, ড্রেসিংরুম বেশ চাপিয়েই পড়েছিল। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘দলের প্রয়োজনের সময় আফিফ ও সোহান এগিয়ে এসেছে, এটা খুবই ইতিবাচক। তারা যে পরিণত, সেটা তারা বুঝিয়ে দিয়েছে। শুরুর দিকে দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর চাপটা ড্রেসিংরুমেও পড়তে শুরু করেছিল। আফিফ ও সোহান যেভাবে ব্যাটিং করেছে, সেটা দলের জন্য স্বস্তি এনে দিয়েছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল দ্বিতীয় টি–টোয়েন্টিতেও বাংলাদেশ দারুণ এক জয় পেয়েছে। লো স্কোরিং ম্যাচে তরুণ আফিফ হোসেন-নুরুল হাসানের পাশাপাশি অভিজ্ঞ সাকিব আল হাসান–মোস্তাফিজুর রহমানের পারফরম্যান্সে ম্যাচটা জিতেছে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদইল্লাহ রিয়াদ জানিয়েছেন, সাকিব–মোস্তাফিজ দেখিয়েছে, তারা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
গতকাল বাংলাদেশকে জয়ের ভিতটা গড়ে দিযেছেন বোলাররা। আর তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়াকে ১২১ রানে আটকে রাখতে মোস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার। সাকিব ২২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে সাকিবের অবদান ১৭ বলে ২৬ রান যেটা বাংলাদেশকে এগিয়ে যেতে বেশ সহায়তা করেছে।
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ম্যাচ শেষে তাই সাকিব–মোস্তাফিজকে কৃতিত্ব দিতে ভোলেননি। অধিনায়ক বলেছেন, ‘বোলাররা খুব ভালো করেছে। ১২১ রানে আটকে রাখতে বড় ভূমিকা রেখেছে। সাকিব ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অবদান রেখেছে। সে দেখিয়েছে দলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ। এই ধরনের কন্ডিশনে সব সময় মোস্তাফিজের সেরাটা পাওয়া যায়। এমন কন্ডিশনে ও বেশ কার্যকর। শরিফুল খুব ভালো বোলিং করেছে। যারা বোলিং করেছে, তাদের সবাই ভালো করেছে।’
১২২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১.২ ওভারে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে আফিফ হোসেন আর নুরুল হাসান সোহান যেভাবে জিতিয়েছেন সেটা প্রশংসার দাবি রাখে। মাহমুদউল্লাহ জানিয়েছেন, ড্রেসিংরুম বেশ চাপিয়েই পড়েছিল। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘দলের প্রয়োজনের সময় আফিফ ও সোহান এগিয়ে এসেছে, এটা খুবই ইতিবাচক। তারা যে পরিণত, সেটা তারা বুঝিয়ে দিয়েছে। শুরুর দিকে দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর চাপটা ড্রেসিংরুমেও পড়তে শুরু করেছিল। আফিফ ও সোহান যেভাবে ব্যাটিং করেছে, সেটা দলের জন্য স্বস্তি এনে দিয়েছে।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১১ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১২ ঘণ্টা আগে