নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডাচদের কীভাবে শিকার করতে তাসকিন আহমেদের তা ভালোই জানা! ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তাসকিন আহমেদ। কাল সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ডাচদের বিপক্ষে আরেকটি টি-টোয়েন্টিতে ম্যাচসেরা সেই তাসকিনই। দুর্দান্ত বোলিংয়ে ডাচ ব্যাটারদের রানের লাগাম টেনে ধরে কতটা তৃপ্ত, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেটিই তুলে ধরলেন তাসকিন।
তাসকিন বললেন, ‘সব সময়ই দারুণ লাগে এমন ম্যাচ খেলতে, বিশেষ করে সিরিজের প্রথম ম্যাচে। চোট কাটিয়ে ওঠার পর ছন্দ খুঁজে পেতে কিছুটা ভুগছিলাম, তবে দিন দিন তা ভালো হচ্ছে। গত কয়েক দিন অনুশীলনে অনেক পরিশ্রম করেছি, আর পরিশ্রমের ফল একদিন না একদিন মিলবেই। উইকেটটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল, ছিল শিশিরের প্রভাবও। আমি শুধু মৌলিক বিষয়গুলোই মেনে চলেছি এবং সঙ্গে বৈচিত্র্যগুলো কাজে লাগিয়েছি।’
ম্যাচ শুরুর আগে উইকেট নিয়ে লঙ্কান ধারাভাষ্যকার ফারভিজ মাহারুফ স্পষ্ট বলেছিলেন, ‘এই উইকেটে টসে জিতলেই বোলিং নেওয়া সহজ সিদ্ধান্ত।’ বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠুও এক কথায় রায় দিয়েছিলেন আজকের পত্রিকাকে, ‘উইকেট একেবারে স্পোর্টিং।’ আর মাঠে নেমেই বাংলাদেশ বোলাররা প্রমাণ করলেন কথাগুলো ঠিক।
শরীফুলের দ্বিতীয় ওভারেই ১৩ রান তুলে নিয়েছিল নেদারল্যান্ডস। শেখ মেহেদীকেও ছক্কা মেরে চাপ বাড়িয়ে দিয়েছিলেন ম্যাক্স ও’ডাউড। মাত্র ৩ ওভারে ২৫ রান—ডাচরা যেন আক্রমণাত্মক শুরুর ঘোষণা দিয়েছিল। তখনই বল হাতে আসেন তাসকিন আহমেদ। চতুর্থ ওভারের প্রথম বলেই ও’ডাউডকে শর্ট কাভারে ক্যাচ করিয়ে ফেরান তিনি। সেই ধাক্কার পর আর ঠিকঠাক দাঁড়াতে পারেনি সফরকারীরা। দ্বিতীয় স্পেলেও আগুন ঝরালেন তাসকিন। ইনিংসের অষ্টম ওভারে প্রথম বলেই ফেরান ভিক্রামজিৎ সিংকে। শেষ দিকে আরও দুই উইকেট—কাইল ক্লেইন ও নোয়া ক্রোস।
তাসকিনের বোলিং বিশ্লেষণী: ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট। দিয়েছেন ১৩ ডট বল। শুধু শিকারই নয়, প্রতিপক্ষের ওপর চাপ তৈরির দিক থেকেও ছিলেন বোলারদের মধ্যে সবার সেরা। ২২ মাস পর জাতীয় দলে ফিরে সাইফ হাসানও চমক দেখিয়েছেন। ১০ম ওভারে বল হাতে নিয়ে ফেরালেন দুই গুরুত্বপূর্ণ ব্যাটার—তেজা নিদামানুরু (২৬) ও অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে (১২)।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে হোবার্টে ডাচদের বিপক্ষে তাসকিন ৪ উইকেট নিয়েছিলেন ২৫ রান খরচ করে। সিলেটে আজ ৪ উইকেট নিয়েছেন ২৮ রান দিয়ে। কদিন আগে তাসকিন সংবাদ শিরোনাম হয়েছিলেন এক নেতিবাচক ঘটনায়। আবারও তিনি আলোচনায়, তবে মাঠে দ্যুতি ছড়িয়ে। ৩০ বছর বয়সী ফাস্ট বোলার এশিয়া কাপের আগে বার্তা দিয়ে রাখলেন, তিনি তৈরি! এখনো পেস আক্রমণের ভরসার নাম তাসকিন।

ডাচদের কীভাবে শিকার করতে তাসকিন আহমেদের তা ভালোই জানা! ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তাসকিন আহমেদ। কাল সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ডাচদের বিপক্ষে আরেকটি টি-টোয়েন্টিতে ম্যাচসেরা সেই তাসকিনই। দুর্দান্ত বোলিংয়ে ডাচ ব্যাটারদের রানের লাগাম টেনে ধরে কতটা তৃপ্ত, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেটিই তুলে ধরলেন তাসকিন।
তাসকিন বললেন, ‘সব সময়ই দারুণ লাগে এমন ম্যাচ খেলতে, বিশেষ করে সিরিজের প্রথম ম্যাচে। চোট কাটিয়ে ওঠার পর ছন্দ খুঁজে পেতে কিছুটা ভুগছিলাম, তবে দিন দিন তা ভালো হচ্ছে। গত কয়েক দিন অনুশীলনে অনেক পরিশ্রম করেছি, আর পরিশ্রমের ফল একদিন না একদিন মিলবেই। উইকেটটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল, ছিল শিশিরের প্রভাবও। আমি শুধু মৌলিক বিষয়গুলোই মেনে চলেছি এবং সঙ্গে বৈচিত্র্যগুলো কাজে লাগিয়েছি।’
ম্যাচ শুরুর আগে উইকেট নিয়ে লঙ্কান ধারাভাষ্যকার ফারভিজ মাহারুফ স্পষ্ট বলেছিলেন, ‘এই উইকেটে টসে জিতলেই বোলিং নেওয়া সহজ সিদ্ধান্ত।’ বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠুও এক কথায় রায় দিয়েছিলেন আজকের পত্রিকাকে, ‘উইকেট একেবারে স্পোর্টিং।’ আর মাঠে নেমেই বাংলাদেশ বোলাররা প্রমাণ করলেন কথাগুলো ঠিক।
শরীফুলের দ্বিতীয় ওভারেই ১৩ রান তুলে নিয়েছিল নেদারল্যান্ডস। শেখ মেহেদীকেও ছক্কা মেরে চাপ বাড়িয়ে দিয়েছিলেন ম্যাক্স ও’ডাউড। মাত্র ৩ ওভারে ২৫ রান—ডাচরা যেন আক্রমণাত্মক শুরুর ঘোষণা দিয়েছিল। তখনই বল হাতে আসেন তাসকিন আহমেদ। চতুর্থ ওভারের প্রথম বলেই ও’ডাউডকে শর্ট কাভারে ক্যাচ করিয়ে ফেরান তিনি। সেই ধাক্কার পর আর ঠিকঠাক দাঁড়াতে পারেনি সফরকারীরা। দ্বিতীয় স্পেলেও আগুন ঝরালেন তাসকিন। ইনিংসের অষ্টম ওভারে প্রথম বলেই ফেরান ভিক্রামজিৎ সিংকে। শেষ দিকে আরও দুই উইকেট—কাইল ক্লেইন ও নোয়া ক্রোস।
তাসকিনের বোলিং বিশ্লেষণী: ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট। দিয়েছেন ১৩ ডট বল। শুধু শিকারই নয়, প্রতিপক্ষের ওপর চাপ তৈরির দিক থেকেও ছিলেন বোলারদের মধ্যে সবার সেরা। ২২ মাস পর জাতীয় দলে ফিরে সাইফ হাসানও চমক দেখিয়েছেন। ১০ম ওভারে বল হাতে নিয়ে ফেরালেন দুই গুরুত্বপূর্ণ ব্যাটার—তেজা নিদামানুরু (২৬) ও অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে (১২)।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে হোবার্টে ডাচদের বিপক্ষে তাসকিন ৪ উইকেট নিয়েছিলেন ২৫ রান খরচ করে। সিলেটে আজ ৪ উইকেট নিয়েছেন ২৮ রান দিয়ে। কদিন আগে তাসকিন সংবাদ শিরোনাম হয়েছিলেন এক নেতিবাচক ঘটনায়। আবারও তিনি আলোচনায়, তবে মাঠে দ্যুতি ছড়িয়ে। ৩০ বছর বয়সী ফাস্ট বোলার এশিয়া কাপের আগে বার্তা দিয়ে রাখলেন, তিনি তৈরি! এখনো পেস আক্রমণের ভরসার নাম তাসকিন।

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ছন্দে ফিরেছে বাংলাদেশ। আগের ম্যাচে ভুটানের বিপক্ষে ড্র করলেও এবার নেপালকে হারিয়েছে ৩-০ গোলে। দলের হয়ে একটি করে গোল করেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী ও লিপি আক্তার।
২৩ মিনিট আগে
অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলের নিলামে পাখির চোখ করে থাকেন অনেকেই। ক্রিকেটাররা তো বটেই, অনেক ধনকুবেরেরও চোখ থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামে। এবার প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিলাম পদ্ধতি চালু হতে যাচ্ছে।
১ ঘণ্টা আগে
উড়তে থাকা বার্সেলোনা অবশেষে থামল। সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ জয়ের পর হারল বার্সা। সান সেবাস্তিয়ান মাঠে গত রাতে রিয়াল সোসিয়াদাদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সা। হারের পর রেফারিকে দায়ী করছেন বার্সা কোচ হ্যানসি ফ্লিক ও মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চার দিনে তিন টি-টোয়েন্টি খেলবে দুই দল। তবে পাকিস্তান সিরিজে বিশ্বকাপ দলে থাকা একাধিক তারকা ক্রিকেটারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে