নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ খেলছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পাঁচ ম্যাচের তিনটিতে জিতে আপাতত তারাই পয়েন্ট তালিকার শীর্ষে। কিন্তু মাঠে ভালো খেললেও অগ্নিগর্ভ হয়ে উঠেছে ফ্র্যাঞ্চাইজিটির অন্দর মহলের আবহ। দলের প্রধান নির্বাহী ইয়াসির আলী ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দ্বন্দ্ব নিয়ে দেখা দিয়েছে তুমুল বিতর্ক। এই বিতর্কে ঘি ঢেলে চট্টগ্রাম ছেড়ে মিরাজ ঢাকা আসতে চাইলেও শেষ পর্যন্ত দলের সঙ্গেই থেকে গেছেন।
এ নিয়ে গতকাল বিকেলে গণমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন মিরাজ। জানান প্রধান নির্বাহী ইয়াসির থাকলে চট্টগ্রামে খেলবেন না তিনি। মিরাজ বেরিয়ে আসেন টিম হোটেল থেকে। স্ত্রী-সন্তানদের ঢাকার উদ্দেশে রওনাও দিয়েছিলেন তিনি। পরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক একে কে এম রিফাতুজ্জামানের অনুরোধে থেকে যান মিরাজ। ঢাকা আসেননি তিনি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক আজকের পত্রিকাকে বলেছেন, ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির সত্ত্বাধিকারীর সঙ্গে কথা হয়েছে আমার। মিরাজের সঙ্গে তারা আলোচনা করেছে। যেটা জেনেছি, সমাধান হয়েছে। আসলে এখানে দুই পক্ষেরই দায়িত্বশীল আচরণ করতে হবে। ভুল বোঝাবুঝি হলে সমাধান করা গুরুত্বপূর্ণ।’
গতকাল ম্যাচের আগের দিন নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় মিরাজকে। সদ্যই বাংলাদেশ ছেড়ে যাওয়া চট্টগ্রামের প্রধান কোচ পল নিক্সনের নির্দেশেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে করে নিক্সন নিজেই অবাক হয়েছেন। টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে এর সঙ্গে তাঁর কোনো যোগসূত্র নেই বলে দাবি করেন ইংলিশ কোচ।
আজ আজকের পত্রিকাকে তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একটি সূত্র। তিনি জানান চট্টগ্রামের হয়েই খেলবেন মিরাজ। যদিও নেতৃত্বে মিরাজকে ফেরানো হবে কি না এ নিয়ে সংশয় থাকছেই। মিরাজ অবশ্য অধিকায়কত্বে ফিরতে চান না বলে জানিয়েছেন।

এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ খেলছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পাঁচ ম্যাচের তিনটিতে জিতে আপাতত তারাই পয়েন্ট তালিকার শীর্ষে। কিন্তু মাঠে ভালো খেললেও অগ্নিগর্ভ হয়ে উঠেছে ফ্র্যাঞ্চাইজিটির অন্দর মহলের আবহ। দলের প্রধান নির্বাহী ইয়াসির আলী ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দ্বন্দ্ব নিয়ে দেখা দিয়েছে তুমুল বিতর্ক। এই বিতর্কে ঘি ঢেলে চট্টগ্রাম ছেড়ে মিরাজ ঢাকা আসতে চাইলেও শেষ পর্যন্ত দলের সঙ্গেই থেকে গেছেন।
এ নিয়ে গতকাল বিকেলে গণমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন মিরাজ। জানান প্রধান নির্বাহী ইয়াসির থাকলে চট্টগ্রামে খেলবেন না তিনি। মিরাজ বেরিয়ে আসেন টিম হোটেল থেকে। স্ত্রী-সন্তানদের ঢাকার উদ্দেশে রওনাও দিয়েছিলেন তিনি। পরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক একে কে এম রিফাতুজ্জামানের অনুরোধে থেকে যান মিরাজ। ঢাকা আসেননি তিনি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক আজকের পত্রিকাকে বলেছেন, ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির সত্ত্বাধিকারীর সঙ্গে কথা হয়েছে আমার। মিরাজের সঙ্গে তারা আলোচনা করেছে। যেটা জেনেছি, সমাধান হয়েছে। আসলে এখানে দুই পক্ষেরই দায়িত্বশীল আচরণ করতে হবে। ভুল বোঝাবুঝি হলে সমাধান করা গুরুত্বপূর্ণ।’
গতকাল ম্যাচের আগের দিন নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় মিরাজকে। সদ্যই বাংলাদেশ ছেড়ে যাওয়া চট্টগ্রামের প্রধান কোচ পল নিক্সনের নির্দেশেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে করে নিক্সন নিজেই অবাক হয়েছেন। টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে এর সঙ্গে তাঁর কোনো যোগসূত্র নেই বলে দাবি করেন ইংলিশ কোচ।
আজ আজকের পত্রিকাকে তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একটি সূত্র। তিনি জানান চট্টগ্রামের হয়েই খেলবেন মিরাজ। যদিও নেতৃত্বে মিরাজকে ফেরানো হবে কি না এ নিয়ে সংশয় থাকছেই। মিরাজ অবশ্য অধিকায়কত্বে ফিরতে চান না বলে জানিয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৬ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৬ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৮ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১১ ঘণ্টা আগে