Ajker Patrika

ঢাকায় আসছেন না মিরাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ২০: ১৭
ঢাকায় আসছেন না মিরাজ

এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ খেলছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পাঁচ ম্যাচের তিনটিতে জিতে আপাতত তারাই পয়েন্ট তালিকার শীর্ষে। কিন্তু মাঠে ভালো খেললেও অগ্নিগর্ভ হয়ে উঠেছে ফ্র্যাঞ্চাইজিটির অন্দর মহলের আবহ। দলের প্রধান নির্বাহী ইয়াসির আলী ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দ্বন্দ্ব নিয়ে দেখা দিয়েছে তুমুল বিতর্ক। এই বিতর্কে ঘি ঢেলে চট্টগ্রাম ছেড়ে মিরাজ ঢাকা আসতে চাইলেও শেষ পর্যন্ত দলের সঙ্গেই থেকে গেছেন।   

এ নিয়ে গতকাল বিকেলে গণমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন মিরাজ। জানান প্রধান নির্বাহী ইয়াসির থাকলে চট্টগ্রামে খেলবেন না তিনি। মিরাজ বেরিয়ে আসেন টিম হোটেল থেকে। স্ত্রী-সন্তানদের ঢাকার উদ্দেশে রওনাও দিয়েছিলেন তিনি। পরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক একে কে এম রিফাতুজ্জামানের অনুরোধে থেকে যান মিরাজ। ঢাকা আসেননি তিনি। 

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক আজকের পত্রিকাকে বলেছেন, ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির সত্ত্বাধিকারীর সঙ্গে কথা হয়েছে আমার। মিরাজের সঙ্গে তারা আলোচনা করেছে। যেটা জেনেছি, সমাধান হয়েছে। আসলে এখানে দুই পক্ষেরই দায়িত্বশীল আচরণ করতে হবে। ভুল বোঝাবুঝি হলে সমাধান করা গুরুত্বপূর্ণ।’ 

গতকাল ম্যাচের আগের দিন নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় মিরাজকে। সদ্যই বাংলাদেশ ছেড়ে যাওয়া চট্টগ্রামের প্রধান কোচ পল নিক্সনের নির্দেশেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে করে নিক্সন নিজেই অবাক হয়েছেন। টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে এর সঙ্গে তাঁর কোনো যোগসূত্র নেই বলে দাবি করেন ইংলিশ কোচ। 

আজ আজকের পত্রিকাকে তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একটি সূত্র। তিনি জানান চট্টগ্রামের হয়েই খেলবেন মিরাজ। যদিও নেতৃত্বে মিরাজকে ফেরানো হবে কি না এ নিয়ে সংশয় থাকছেই। মিরাজ অবশ্য অধিকায়কত্বে ফিরতে চান না বলে জানিয়েছেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত