
দুই দিন আগেই বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু পরিষ্কার করেছেন সাকিব আল হাসান জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিনটি ম্যাচ খেলবেন না। তিনি এ সময়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের দুটি ম্যাচ খেলবেন। জাতীয় দল রেখে তাঁর ডিপিএলের ম্যাচ খেলা নিয়ে হচ্ছে বেশ আলোচনা।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাকিব। তিনি পরিষ্কার করেছেন, জিম্বাবুয়ে সিরিজ খেলছেন। তবে লিপুর কথারই প্রতিধ্বনি তাঁর কণ্ঠে। গতকাল যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে তারকা অলরাউন্ডার বলেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন (দ্বিধা) চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না। ডিপিএল খেলব। আসলে কোচ-অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ তিন সংস্করণ মিলে খেলেছে ১৬ ম্যাচ। সাকিব এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন মাত্র ১ ম্যাচ। ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট। গত সাত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত হতে পারেননি কিন্তু খেলছেন ঘরোয়া ক্রিকেট। বিষয়টির ব্যাখ্যায় সাকিব বলেছেন, ‘আসলে এগুলো আলোচনার মাধ্যমেই (চূড়ান্ত) হয়, আমার ইচ্ছেমতো হয় না। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে। দুটি ম্যাচ খেলার সুযোগ থাকছে। প্রস্তুতিটাও ভালো হবে। সে কারণে আসলে এই দুটি ম্যাচ খেলা। এখানে এর বেশি কিছু নেই।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩, ৫ ও ৭ মে বাংলাদেশ-জিম্বাবুয়ে খেলবে প্রথম তিন টি-টোয়েন্টি। ১০ ও ১২ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। এরই মধ্যে সিরিজ সামনে রেখে দেওয়া হয়েছে প্রাথমিক দল। কাল থেকে চট্টগ্রামে শুরু হয়ে যাবে প্রস্তুতি ক্যাম্পও। এই প্রস্তুতি ক্যাম্পে অংশ নিতে আজ রাতেই বাংলাদেশ দলের খেলোয়াড়েরা চলে যাচ্ছেন চট্টগ্রামে।
আরও পড়ুন:

দুই দিন আগেই বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু পরিষ্কার করেছেন সাকিব আল হাসান জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিনটি ম্যাচ খেলবেন না। তিনি এ সময়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের দুটি ম্যাচ খেলবেন। জাতীয় দল রেখে তাঁর ডিপিএলের ম্যাচ খেলা নিয়ে হচ্ছে বেশ আলোচনা।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাকিব। তিনি পরিষ্কার করেছেন, জিম্বাবুয়ে সিরিজ খেলছেন। তবে লিপুর কথারই প্রতিধ্বনি তাঁর কণ্ঠে। গতকাল যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে তারকা অলরাউন্ডার বলেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন (দ্বিধা) চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না। ডিপিএল খেলব। আসলে কোচ-অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ তিন সংস্করণ মিলে খেলেছে ১৬ ম্যাচ। সাকিব এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন মাত্র ১ ম্যাচ। ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট। গত সাত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত হতে পারেননি কিন্তু খেলছেন ঘরোয়া ক্রিকেট। বিষয়টির ব্যাখ্যায় সাকিব বলেছেন, ‘আসলে এগুলো আলোচনার মাধ্যমেই (চূড়ান্ত) হয়, আমার ইচ্ছেমতো হয় না। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে। দুটি ম্যাচ খেলার সুযোগ থাকছে। প্রস্তুতিটাও ভালো হবে। সে কারণে আসলে এই দুটি ম্যাচ খেলা। এখানে এর বেশি কিছু নেই।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩, ৫ ও ৭ মে বাংলাদেশ-জিম্বাবুয়ে খেলবে প্রথম তিন টি-টোয়েন্টি। ১০ ও ১২ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। এরই মধ্যে সিরিজ সামনে রেখে দেওয়া হয়েছে প্রাথমিক দল। কাল থেকে চট্টগ্রামে শুরু হয়ে যাবে প্রস্তুতি ক্যাম্পও। এই প্রস্তুতি ক্যাম্পে অংশ নিতে আজ রাতেই বাংলাদেশ দলের খেলোয়াড়েরা চলে যাচ্ছেন চট্টগ্রামে।
আরও পড়ুন:

সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১০ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
৩৭ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। আজ (শনিবার) সকাল ১০টায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে তিলকপুরে কমলগঞ্জ ক্রিকেট একাডেমির মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়।
৪ ঘণ্টা আগে
করাচিতে ২৩২ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৩ বছরের ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জয়ের নতুন বিশ্ব রেকর্ড লিখেছে তারা।
৪ ঘণ্টা আগে