নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টি-টোয়েন্টিতে ভালো করতে পুরো কাঠামোগত পরিবর্তনের পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার জন্য শুরুতে এই সংস্করণের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। এবার টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কোচ শ্রীধরন শ্রীরাম। তবে সবকিছুর পরিবর্তন হাতেনাতে দেখা মিলবে না বলে মনে করেন সাকিব। কেউ এসেই দৃশ্যপট বদলে দেবেন, এমনটা মানতে নারাজ এই অলরাউন্ডার।
আজ রাজধানীর বাড্ডায় একটি অনুষ্ঠানে এসে এ কথা বলেন সাকিব। এশিয়া কাপ নিয়ে নিজের লক্ষ্যের কথা বলতে গিয়ে এই অলরাউন্ডার বলেছেন, ‘আমরা মনে হয় না খুব বেশি কিছু আশা করার আছে এখানে। যেহেতু তিনি (শ্রীরাম) অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে ৫ জন বছর ছিলেন, আর আমাদের বিশ্বকাপটাও অস্ট্রেলিয়াতে, তাঁর অভিজ্ঞতা আমাদের কাজে আসবে।’
‘এ টি-টোয়েন্টি বা এশিয়া কাপে কতটুকু সফলতা আসবে বলাটা মুশকিল। খুবই স্বল্প সময়। কিন্তু আমি যেটা বললাম, এখানে আমাদের সবার একটা দায়িত্ববোধ আছে যার যার জায়গা থেকে। কোচিং স্টাফ থেকে শুরু করে সাপোর্ট স্টাফ, বিসিবি— সবাই যদি একসঙ্গে কাজ করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় একটা পথযাত্রা শুরু হবে’, যোগ করেন সাকিব।
টি-টোয়েন্টির দায়িত্ব পাওয়াকে কীভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেছেন, ‘দেশকে প্রতিনিধিত্ব করতে পারা তো সব সময়ই গর্বের বিষয়। তাই আমি খুবই আনন্দিত, উত্তেজিত এবং নতুন চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত মনে করি।’
এশিয়া কাপে অধিনায়কের লক্ষ্য কী থাকবে, এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘আমার কাছে কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে গিয়ে যেন আমরা ভালো করতে পারি। তার প্রস্তুতি হিসেবে এগুলো। আমি যদি মনে করি, একদিন-দু’দিনে কিছু বদলে দিতে পারব কিংবা অন্য কেউ এসে বদলে দেবে তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি। যদি আপনি বাস্তব চিন্তা করেন, তিন মাস সময় আছে বিশ্বকাপের জন্য। একটা যদি উন্নতি দেখতে পারেন দলে, ওটাই আমাদের আসল উন্নতি।’

টি-টোয়েন্টিতে ভালো করতে পুরো কাঠামোগত পরিবর্তনের পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার জন্য শুরুতে এই সংস্করণের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। এবার টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কোচ শ্রীধরন শ্রীরাম। তবে সবকিছুর পরিবর্তন হাতেনাতে দেখা মিলবে না বলে মনে করেন সাকিব। কেউ এসেই দৃশ্যপট বদলে দেবেন, এমনটা মানতে নারাজ এই অলরাউন্ডার।
আজ রাজধানীর বাড্ডায় একটি অনুষ্ঠানে এসে এ কথা বলেন সাকিব। এশিয়া কাপ নিয়ে নিজের লক্ষ্যের কথা বলতে গিয়ে এই অলরাউন্ডার বলেছেন, ‘আমরা মনে হয় না খুব বেশি কিছু আশা করার আছে এখানে। যেহেতু তিনি (শ্রীরাম) অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে ৫ জন বছর ছিলেন, আর আমাদের বিশ্বকাপটাও অস্ট্রেলিয়াতে, তাঁর অভিজ্ঞতা আমাদের কাজে আসবে।’
‘এ টি-টোয়েন্টি বা এশিয়া কাপে কতটুকু সফলতা আসবে বলাটা মুশকিল। খুবই স্বল্প সময়। কিন্তু আমি যেটা বললাম, এখানে আমাদের সবার একটা দায়িত্ববোধ আছে যার যার জায়গা থেকে। কোচিং স্টাফ থেকে শুরু করে সাপোর্ট স্টাফ, বিসিবি— সবাই যদি একসঙ্গে কাজ করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় একটা পথযাত্রা শুরু হবে’, যোগ করেন সাকিব।
টি-টোয়েন্টির দায়িত্ব পাওয়াকে কীভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেছেন, ‘দেশকে প্রতিনিধিত্ব করতে পারা তো সব সময়ই গর্বের বিষয়। তাই আমি খুবই আনন্দিত, উত্তেজিত এবং নতুন চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত মনে করি।’
এশিয়া কাপে অধিনায়কের লক্ষ্য কী থাকবে, এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘আমার কাছে কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে গিয়ে যেন আমরা ভালো করতে পারি। তার প্রস্তুতি হিসেবে এগুলো। আমি যদি মনে করি, একদিন-দু’দিনে কিছু বদলে দিতে পারব কিংবা অন্য কেউ এসে বদলে দেবে তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি। যদি আপনি বাস্তব চিন্তা করেন, তিন মাস সময় আছে বিশ্বকাপের জন্য। একটা যদি উন্নতি দেখতে পারেন দলে, ওটাই আমাদের আসল উন্নতি।’

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৪ ঘণ্টা আগে