Ajker Patrika

সৌরভ-কোহলির কথার দ্বন্দ্বে ভারতীয় বোর্ডকে এক হাত নিলেন শোয়েব 

সৌরভ-কোহলির কথার দ্বন্দ্বে ভারতীয় বোর্ডকে এক হাত নিলেন শোয়েব 

সৌরভ গাঙ্গুলি বনাম বিরাট কোহলি—টালমাটাল ভারতের ক্রিকেট এখন দুই ভাগে বিভক্ত। তাঁদের কথার লড়াইয়ে কেউ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভের পক্ষ নিচ্ছেন, আবার কেউ রঙিন পোশাকের নেতৃত্ব হারানো কোহলির পাশে দাঁড়াচ্ছেন। তবে এই বিতর্কে শোয়েব আখতার কারও হয়ে কথা বললেন না; বরং দায়ী করলেন বিসিসিআইকে। 

শোয়েব মনে করেন, ভারতীয় বোর্ডের উচিত ছিল, কোহলিকে নেতৃত্ব থেকে সরানোর বিষয়টি আরও ভালোভাবে সামলানো। এক সাক্ষাৎকারে পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার বলেছেন, ‘বিষয়টি আরও ভালোভাবে সামলানো যেত। আমি সব সময় বিশ্বাস করি, এ ধরনের বিষয়ে ক্রিকেট বোর্ডের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো বিষয়ে তাদেরই নির্দিষ্ট ওই খেলোয়াড়কে স্পষ্টভাবে বলতে হবে, এটা আমাদের পরিকল্পনা এবং এটা দলের জন্য ভালো হবে। এ বিষয়ে সেই খেলোয়াড়ের মতামত জানতে হবে। খেলোয়াড় ও বোর্ডের মধ্যে সমন্বয় থাকা জরুরি।’ 

সংবাদমাধ্যমে আলাদাভাবে কথা বলে সামনাসামনি বসে সমাধানের পরামর্শও দিয়েছেন শোয়েব, ‘দুই পক্ষ মুখোমুখি হয়ে সমাধান বের করতে হবে। বিষয়টি নিয়ে যত টানাটানি করা হবে, তত তেতো হবে। আমাদের খেলোয়াড় ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে যোগাযোগের ব্যবধান যেমন থাকা উচিত নয়, যেকোনো বোর্ডের ক্ষেত্রেও ব্যাপারটা একই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...