Ajker Patrika

আইপিএলের মেগা নিলাম তাহলে কবে ও কোথায় হবে

ক্রীড়া ডেস্ক    
২০২৪ আইপিএল জয়ের পর কলকাতা নাইট রাইডার্সের উল্লাস। ছবি: এএফপি
২০২৪ আইপিএল জয়ের পর কলকাতা নাইট রাইডার্সের উল্লাস। ছবি: এএফপি

২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলাম নিয়ে অনেক দিন ধরেই চলছিল আলাপ-আলোচনা। অবশেষে আজ জানা গেল মেগা নিলামের দিনক্ষণ ও ভেন্যু। এ মাসের শেষে জেদ্দায় হচ্ছে ভারতের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম কার্যক্রম।

আইপিএলের নিলাম প্রতি বছর হলেও মেগা নিলাম হয় তিন বছর পর পর। এবারের মেগা নিলাম হওয়ার পরিকল্পনা ছিল সৌদি আরবের রিয়াদে। সেখান থেকে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা হয়। এ বছরের ২৪ ও ২৫ নভেম্বর জেদ্দায় দুই দিন ব্যাপী হবে আগামী আইপিএলের মেগা নিলাম।

জেদ্দায় যখন চলবে ২০২৫ আইপিএলের মেগা নিলাম, তখন পার্থে ব্যস্ত থাকবে ভারত-অস্ট্রেলিয়া। পার্থে ২২ নভেম্বর শুরু হচ্ছে দুই দলের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এ নিয়ে টানা দুই বার আইপিএলের নিলাম হচ্ছে বিদেশে। দুটিই মধ্যপ্রাচ্যে। গত বছর নিলাম হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

১০ ফ্র্যাঞ্চাইজি নিয়ে হচ্ছে এবারের আইপিএল। মেগা নিলামে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকেই ১২০ কোটি রুপি খরচ করতে হবে দল গঠনের জন্য। তবে ১২০ কোটি রুপি তো কোনো ফ্র্যাঞ্চাইজির কাছেই নেই। কারণ ফ্র্যাঞ্চাইজিগুলোকে এ বছরের ৩১ অক্টোবর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল মেগা নিলামের আগে খেলোয়াড় ধরে রাখতে। খেলোয়াড় ধরে রাখার পর সর্বোচ্চ ১১০ কোটি ৫০ লাখ রুপি থাকছে পাঞ্জাব কিংসের। কারণ ফ্র্যাঞ্চাইজিটি শশাঙ্ক সিং, প্রভসিমরান সিং-এই দুই ক্রিকেটারকে সব মিলে ৯.৫ কোটি রুপি খরচ করেছিল। সবচেয়ে কম ৪১ কোটি রুপি থাকছে রাজস্থান রয়্যালসের। কলকাতা নিলামে নামবে ৫১ কোটি রুপি হাতে নিয়ে।

সর্বোচ্চ ছয় ক্রিকেটার ধরে রাখতে বলা হয়েছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে, এমন পাঁচ ক্রিকেটারকে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজি। অভিষেকের অপেক্ষায় থাকা বাকি এক ক্রিকেটারকে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজি। নিলামের আগে এই ছয় খেলোয়াড় তারা নিতে পারত সরাসরি। অথবা নিলামে রাইট টু ম্যাচ (আরটিএম) অপশনের মাধ্যমে। অথবা দুইটারই সমন্বয়ে। কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ছয় জন করে ক্রিকেটার ধরে রেখেছে নিলামের আগে। চেন্নাই সুপার কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ানস, গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ-এই ৫ ফ্র্যাঞ্চাইজি পাঁচ জন করে ক্রিকেটার ধরে রেখেছে। তবে মোস্তাফিজুর রহমানকে ধরে রাখেনি চেন্নাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত