নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে আজ সোমবার থেকে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল। দুই দিন আগে ঢাকায় আসা পাকিস্তান দল আজ সকাল ১০টার দিকে মিরপুরে আসে। প্রায় তিন ঘণ্টা ধরে ব্যাটে–বলে নিজেদের ঝালিয়ে নেন শাদাব খান–ফখর জামানরা।
তবে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামার আগে ফ্লুতে আক্রান্ত রিজওয়ান দুই রাত আইসিইউতে ছিলেন। পরে আশ্চার্যভাবে সেখানে উন্নতি ঘটিয়ে নেমে পড়েন সেমিফাইনালে। দুর্দান্ত এক ইনিংসও খেলেন। তবে আজ কেন অনুশীলনে আসেননি সেটি জানায়নি পাকিস্তান। তবে দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস জানিয়েছে রিজওয়ানকে বিশ্রাম দেওয়া হয়েছে।
বিশ্বকাপে ম্যাচের আগে অনুশীলনের সময় পাকিস্তান দলকে দেখা গেছে নিজেদের দেশের পতাকা বহন করে মাঠে নিয়ে যেতে। মাঠের এক জায়গায় সেটি উড়িয়ে তারপর অনুশীলন সারতেন বাবর আজম–রিজওয়ানরা। বাংলাদেশেও নিয়ে এসেছেন সেই পতাকা। মিরপুর একাডেমি মাঠের নেটের পাশেই সেটি একটি লাঠিতে পুঁতিয়ে রাখা হয়। পরে নেটে ব্যাটিং অনুশীলন সারেন ফখর জামান, শাদাব, ইফতেখার আহমেদরা। বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নেন ইমাদ ওয়াসিম, হাসান আলী, উসমান কাদিররা।
প্রথমে মিরপুরে এসে গোল হয়ে দাঁড়িয়ে দুই কোচের সঙ্গে আলাপ সেরে নেন পাকিস্তানি ক্রিকেটাররা। এরপর ক্রিকেটাররা যোগ দেন গা গরমের অনুশীলনে। বেশ কিছুক্ষণ ওয়ার্মআপ করার পর শুরু করেন ব্যাটিং–বোলিং অনুশীলন। একসঙ্গে চলে ক্যাচিং ও ফিল্ডিং অনুশীলনও।
দলের সঙ্গে বাংলাদেশে না আসা পাকিস্তানি অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন। ১৯ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ। এর আগে প্রতিদিন মিরপুর একাডেমি মাঠে অনুশীলন সারবেন বাবর–শাহিন শাহ আফ্রিদিরা।
সাড়ে ১২টার দিকে মাঠে এসে পৌঁছায় বাংলাদেশ দলও। এরপর ভাগ হয়ে বোলিং–ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং অনুশীলন শুরু করেন মাহমুদউল্লাহরা। তবে আজও দলের সঙ্গে অনুশীলনে দেখা যাচ্ছে না মুশফিকুর রহিমকে। গুঞ্জন আছে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নাও খেলতে পারেন মুশফিক। টানা দুদিন দলের অনুশীলনে যোগ না দেওয়ায় সেটি আবারও সামনে এসেছে। নুরুল হাসান সোহানের সঙ্গে পারভেজ হোসেন ইমনকেও কিপিং অনুশীলন করতে দেখা গেছে আজ। আমিনুল ইসলাম বিপ্লবের সঙ্গে অনুশীলনে আনা হয়েছে আরেক লেগ স্পিনার জোবায়ের হোসেন লিখনকেও।

বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে আজ সোমবার থেকে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল। দুই দিন আগে ঢাকায় আসা পাকিস্তান দল আজ সকাল ১০টার দিকে মিরপুরে আসে। প্রায় তিন ঘণ্টা ধরে ব্যাটে–বলে নিজেদের ঝালিয়ে নেন শাদাব খান–ফখর জামানরা।
তবে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামার আগে ফ্লুতে আক্রান্ত রিজওয়ান দুই রাত আইসিইউতে ছিলেন। পরে আশ্চার্যভাবে সেখানে উন্নতি ঘটিয়ে নেমে পড়েন সেমিফাইনালে। দুর্দান্ত এক ইনিংসও খেলেন। তবে আজ কেন অনুশীলনে আসেননি সেটি জানায়নি পাকিস্তান। তবে দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস জানিয়েছে রিজওয়ানকে বিশ্রাম দেওয়া হয়েছে।
বিশ্বকাপে ম্যাচের আগে অনুশীলনের সময় পাকিস্তান দলকে দেখা গেছে নিজেদের দেশের পতাকা বহন করে মাঠে নিয়ে যেতে। মাঠের এক জায়গায় সেটি উড়িয়ে তারপর অনুশীলন সারতেন বাবর আজম–রিজওয়ানরা। বাংলাদেশেও নিয়ে এসেছেন সেই পতাকা। মিরপুর একাডেমি মাঠের নেটের পাশেই সেটি একটি লাঠিতে পুঁতিয়ে রাখা হয়। পরে নেটে ব্যাটিং অনুশীলন সারেন ফখর জামান, শাদাব, ইফতেখার আহমেদরা। বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নেন ইমাদ ওয়াসিম, হাসান আলী, উসমান কাদিররা।
প্রথমে মিরপুরে এসে গোল হয়ে দাঁড়িয়ে দুই কোচের সঙ্গে আলাপ সেরে নেন পাকিস্তানি ক্রিকেটাররা। এরপর ক্রিকেটাররা যোগ দেন গা গরমের অনুশীলনে। বেশ কিছুক্ষণ ওয়ার্মআপ করার পর শুরু করেন ব্যাটিং–বোলিং অনুশীলন। একসঙ্গে চলে ক্যাচিং ও ফিল্ডিং অনুশীলনও।
দলের সঙ্গে বাংলাদেশে না আসা পাকিস্তানি অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন। ১৯ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ। এর আগে প্রতিদিন মিরপুর একাডেমি মাঠে অনুশীলন সারবেন বাবর–শাহিন শাহ আফ্রিদিরা।
সাড়ে ১২টার দিকে মাঠে এসে পৌঁছায় বাংলাদেশ দলও। এরপর ভাগ হয়ে বোলিং–ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং অনুশীলন শুরু করেন মাহমুদউল্লাহরা। তবে আজও দলের সঙ্গে অনুশীলনে দেখা যাচ্ছে না মুশফিকুর রহিমকে। গুঞ্জন আছে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নাও খেলতে পারেন মুশফিক। টানা দুদিন দলের অনুশীলনে যোগ না দেওয়ায় সেটি আবারও সামনে এসেছে। নুরুল হাসান সোহানের সঙ্গে পারভেজ হোসেন ইমনকেও কিপিং অনুশীলন করতে দেখা গেছে আজ। আমিনুল ইসলাম বিপ্লবের সঙ্গে অনুশীলনে আনা হয়েছে আরেক লেগ স্পিনার জোবায়ের হোসেন লিখনকেও।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৫ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১ ঘণ্টা আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৪ ঘণ্টা আগে