শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টস জয়ের হ্যাটট্রিক করেছেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের মতো ধারাবাহিকতা বজায় রেখেছেন বাংলাদেশের বোলাররাও। টানা তিন ম্যাচেই পাওয়ার প্লেতে কমপক্ষে ১ উইকেট এনে দিয়েছেন বোলাররা।
সিলেটে আজ অঘোষিত ফাইনালে খেলতে নেমে শুরুতেই শ্রীলঙ্কাকে চাপে রাখে বাংলাদেশের পেসাররা। চাপ কাটিয়ে নেওয়ার চেষ্টায় ব্যাটিংয়ে আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট দিয়ে আসেন ধনঞ্জয়া ডি সিলভা। ১২ বলে ৮ রান করে তাসকিন আহমেদের বলে সৌম্য সরকারকে ক্যাচ দিতে বাধ্য হন আভিষ্কা ফার্নান্দোর পরিবর্তে সুযোগ পাওয়া ধনঞ্জয়া।
ধনঞ্জয়ার আউটের পর কামিন্দু মেন্ডিসকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩৪ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে নেন কুশল মেন্ডিস। ১২ রান করা কামিন্দুকে আউট করে সেই জুটি ভাঙেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে এক প্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কার রান বাড়ানোর দায়িত্বটা বেশ ভালোভাবেই করে যাচ্ছেন মেন্ডিস।
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে দ্রুত ৫২ রানের জুটি গড়েছেন মেন্ডিস। অধিনায়কের সঙ্গে তৃতীয় উইকেটে জুটি গড়ার পথে ফিফটিও তুলে নিয়েছেন তিনি। ৩৭ বলে ৫৫ রান করে ব্যাটিংয়ে আছেন উইকেটরক্ষক ব্যাটার। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে এটি তাঁর দ্বিতীয় ফিফটি। আরেক ম্যাচে করেছেন ৩৬ রান।
এতে মেন্ডিসের দুর্দান্ত ব্যাটিংয়ে ভুগছেন বাংলাদেশি বোলাররা। তাঁকে অবশ্য যোগ্য সঙ্গ দিচ্ছেন ১৪ রান করা অলরাউন্ডার হাসারাঙ্গা। প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১২ ওভারে ২ উইকেটে ১০১ রান।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে