
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—শ্রীলঙ্কার ভক্ত-সমর্থকেরা হয়তো এখন এ কথাটাই ভাবছেন। কারণ আজ ফ্লোরিডার বৃষ্টি লঙ্কানদের পরের রাউন্ডে ওঠার শেষ সম্ভাবনাটুকু নষ্ট করে দিয়েছে। নেপালের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় লঙ্কানদের বলতে গেলে গ্রুপ পর্বেই বেজে গেল বিদায়ঘণ্টা। তাতে সুপার এইটে খেলার সম্ভাবনা আরও একটু জোরাল হলো বাংলাদেশের।
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হারায় শ্রীলঙ্কা টুর্নামেন্টের শুরুতে কোণঠাসা হয়ে পড়ে। সুপার এইটে যেতে হলে লঙ্কানদের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ তো জিততে হতোই, এমনকি নির্ভর করতে হতো ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচগুলোর ওপর। তবে বৃষ্টির পাশাপাশি ভারী বজ্রপাত হওয়ায় শ্রীলঙ্কা-নেপাল ম্যাচে একটা বলও মাঠে গড়াতে পারেনি। ‘ডি’ গ্রুপের প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার সুপার এইটে ওঠা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো আজ। নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে নিজেদের শেষ দুই ম্যাচ জিতলে কোনো সমীকরণ ছাড়াই বাংলাদেশ উঠে যাবে সুপার এইটে। ডাচ ও নেপালের সঙ্গে বাংলাদেশ খেলবে আগামীকাল ও ১৭ জুন। দুটি ম্যাচের ভেন্যুই সেন্ট ভিনসেন্ট।
ডাচদের আগামীকাল হারালে সুপার এইটে অর্ধেক পা দিয়ে ফেলবে বাংলাদেশ। কারণ বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে নেপাল খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেন্ট ভিনসেন্টে ১৫ জুন বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হবে নেপাল-দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের যে বিধ্বংসী ফর্ম এবারের বিশ্বকাপে, তাতে নেপালের জয়ের সম্ভাবনা খুবই কম। এই ম্যাচে হারলে নেপালিদের বিদায়ঘণ্টা বেজে যাবে। তবে যেভাবে অঘটন ঘটছে এবারের বিশ্বকাপে, তাতে প্রোটিয়াদের বিপক্ষে নেপালের জয়েও অবাক হওয়ার কিছু থাকবে না। তারপর ১৭ জুন বাংলাদেশকে হারালে নেপালিদের পয়েন্ট হবে পাঁচ। নেপালের ভক্ত-সমর্থকদের এখন শুধুই নেদারল্যান্ডসের পরাজয় প্রার্থনা করতে হবে।
শেষ দুই ম্যাচের একটি জিতলেও বাংলাদেশ সুপার এইটে যাবে। ধরে নেওয়া যাক, আগামীকাল নেদারল্যান্ডসের কাছে হারবে বাংলাদেশ। তখন বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা প্রার্থনা করবেন শ্রীলঙ্কা যাতে ডাচদের হারায়। তখন সেন্ট ভিনসেন্টে ১৭ জুন নেপালকে হারালেই সুপার এইটের টিকিট কাটবে বাংলাদেশ। ডাচদের সম্ভাবনাও কাগজে কলমে টিকে রয়েছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই ম্যাচ জিতলে ডাচরা উঠবে সুপার এইটে। ১৭ জুন সেন্ট লুসিয়ায় ডাচদের প্রতিপক্ষ লঙ্কানরা।

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—শ্রীলঙ্কার ভক্ত-সমর্থকেরা হয়তো এখন এ কথাটাই ভাবছেন। কারণ আজ ফ্লোরিডার বৃষ্টি লঙ্কানদের পরের রাউন্ডে ওঠার শেষ সম্ভাবনাটুকু নষ্ট করে দিয়েছে। নেপালের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় লঙ্কানদের বলতে গেলে গ্রুপ পর্বেই বেজে গেল বিদায়ঘণ্টা। তাতে সুপার এইটে খেলার সম্ভাবনা আরও একটু জোরাল হলো বাংলাদেশের।
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হারায় শ্রীলঙ্কা টুর্নামেন্টের শুরুতে কোণঠাসা হয়ে পড়ে। সুপার এইটে যেতে হলে লঙ্কানদের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ তো জিততে হতোই, এমনকি নির্ভর করতে হতো ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচগুলোর ওপর। তবে বৃষ্টির পাশাপাশি ভারী বজ্রপাত হওয়ায় শ্রীলঙ্কা-নেপাল ম্যাচে একটা বলও মাঠে গড়াতে পারেনি। ‘ডি’ গ্রুপের প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার সুপার এইটে ওঠা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো আজ। নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে নিজেদের শেষ দুই ম্যাচ জিতলে কোনো সমীকরণ ছাড়াই বাংলাদেশ উঠে যাবে সুপার এইটে। ডাচ ও নেপালের সঙ্গে বাংলাদেশ খেলবে আগামীকাল ও ১৭ জুন। দুটি ম্যাচের ভেন্যুই সেন্ট ভিনসেন্ট।
ডাচদের আগামীকাল হারালে সুপার এইটে অর্ধেক পা দিয়ে ফেলবে বাংলাদেশ। কারণ বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে নেপাল খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেন্ট ভিনসেন্টে ১৫ জুন বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হবে নেপাল-দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের যে বিধ্বংসী ফর্ম এবারের বিশ্বকাপে, তাতে নেপালের জয়ের সম্ভাবনা খুবই কম। এই ম্যাচে হারলে নেপালিদের বিদায়ঘণ্টা বেজে যাবে। তবে যেভাবে অঘটন ঘটছে এবারের বিশ্বকাপে, তাতে প্রোটিয়াদের বিপক্ষে নেপালের জয়েও অবাক হওয়ার কিছু থাকবে না। তারপর ১৭ জুন বাংলাদেশকে হারালে নেপালিদের পয়েন্ট হবে পাঁচ। নেপালের ভক্ত-সমর্থকদের এখন শুধুই নেদারল্যান্ডসের পরাজয় প্রার্থনা করতে হবে।
শেষ দুই ম্যাচের একটি জিতলেও বাংলাদেশ সুপার এইটে যাবে। ধরে নেওয়া যাক, আগামীকাল নেদারল্যান্ডসের কাছে হারবে বাংলাদেশ। তখন বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা প্রার্থনা করবেন শ্রীলঙ্কা যাতে ডাচদের হারায়। তখন সেন্ট ভিনসেন্টে ১৭ জুন নেপালকে হারালেই সুপার এইটের টিকিট কাটবে বাংলাদেশ। ডাচদের সম্ভাবনাও কাগজে কলমে টিকে রয়েছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই ম্যাচ জিতলে ডাচরা উঠবে সুপার এইটে। ১৭ জুন সেন্ট লুসিয়ায় ডাচদের প্রতিপক্ষ লঙ্কানরা।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৩৫ মিনিট আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৩ ঘণ্টা আগে